Kanaighater kotha-কানাইঘাটের কথা

Kanaighater kotha-কানাইঘাটের কথা কানাইঘাটের কথা

"কানাইঘাটের কথা " পেইজে আপনাকে স্বাগতম। ইতিবাচক খবর তো থাকছেই, সেই সাথে নানারকম ত্রুটিগুলোর বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার...

"কানাইঘাটের কথা" পেইজ যাত্রা শুরু করে ২০১৪ সালের ১৪ মার্চ। কানাইঘাটের আনাচে- কানাচের খবরা খবর আমাদের কে ইনবক্স করুন। তুলে ধরার দায়িত্ব আমাদের।

সত্য, সুন্দর তথ্য পেতে আমাদের সাথেই থাকুন...

ধন্যবাদ।।

কানাইঘাট সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে ২০২৫ সালের একাদশ শ্রেণীর নবাগত ছাত্র-ছাত্রীদের  ফুল দিয়ে বরণ। শিক্ষার্থীদের উজ্...
16/09/2025

কানাইঘাট সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে ২০২৫ সালের একাদশ শ্রেণীর নবাগত ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করছি। ©Rasel Chowdhury

11/09/2025

কানাইঘাট উপজেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে কেন্দ্র করে-সম্ভবত এই প্রথম একটি বিশ্লেষণধর্মী গান প্রকাশিত হলো। প্রায় পাঁচ মিনিটের এ সৃষ্টিতে উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার স্মরণীয়, বরণীয় ও দর্শনীয় স্থানের কথা মনোগ্রাহীভাবে উঠে এসেছে। আমরা বিশ্বাস করি, গানটি কানাইঘাটকে আরও বেশি মানুষের কাছে পরিচিত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সযত্ন উপহারের জন্য কানাইঘাটের জামাই, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. জহিরুল ইসলাম অচীনপুরী মহোদয়কে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। ©Mahbubur Rashid

সড়ক পথে সবচেয়ে জঘন্য রাস্তা কোনটা? আমার মনে হয় ঢাকা থেকে সিলেটের রাস্তা এতো জঘন্য, বিশ্রী! পুরোটা রাস্তা ভাঙারাস্তার ক...
07/09/2025

সড়ক পথে সবচেয়ে জঘন্য রাস্তা কোনটা?
আমার মনে হয় ঢাকা থেকে সিলেটের রাস্তা
এতো জঘন্য, বিশ্রী!
পুরোটা রাস্তা ভাঙা
রাস্তার কোথাও দেখে মনে হয় না এটা হাইওয়ে!
ভ্যান, অটো, রিকশা, ঠেলা গাড়ি সব চলে এতে

এক সাইফুর রহমান ছাড়া কেউ এর গুরুত্ব দিয়েছে বলে মনে হয় না। লিখেছেন সাংবাদিক ফারাবী হাফিজ

সরকারি আদেশে সিলেট জেলার সকল নদী থেকে পাথর ও বালু উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে। সিলেটের জেলা প্রশাসক সরওয়ার আলম সরকারি এই আ...
27/08/2025

সরকারি আদেশে সিলেট জেলার সকল নদী থেকে পাথর ও বালু উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে। সিলেটের জেলা প্রশাসক সরওয়ার আলম সরকারি এই আদেশ জারি করেন। এখন থেকে যেখানে যাকেই বালু ও পাথর উত্তোলনে পাবেন, তাদের বিরুদ্ধে অবস্থান নিন। যারা বালু ও পাথরখেকোদের পৃষ্ঠপোষকতা করবে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন।

20/08/2025

আহা গান রে 🙏 #তারেক জিয়া জিন্দাবাদ

লিস্টে আরো মানুষ যুক্ত করা যায় না? ধানের শীষ সবার! কিন্তু টিকেট শেষমেশ কে পাচ্ছেন??
17/08/2025

লিস্টে আরো মানুষ যুক্ত করা যায় না? ধানের শীষ সবার! কিন্তু টিকেট শেষমেশ কে পাচ্ছেন??

অন্যায় যে-ই করুক, কোনো ছাড় নেই।একসাথে আওয়াজ তুলুন- অপরাধীর দৃষ্টান্তমূলক শা*স্তি চাই!
17/08/2025

অন্যায় যে-ই করুক, কোনো ছাড় নেই।
একসাথে আওয়াজ তুলুন- অপরাধীর দৃষ্টান্তমূলক শা*স্তি চাই!

দুই লোক মা রা গেলে মা রা যাবে একটি ভাষাও!মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বর্মাছড়া চা–বাগানে আছেন মাত্র দুইজন জীবিত খারিয়া ভাষ...
12/08/2025

দুই লোক মা রা গেলে মা রা যাবে একটি ভাষাও!

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বর্মাছড়া চা–বাগানে আছেন মাত্র দুইজন জীবিত খারিয়া ভাষাভাষী। তারা হলেন- ৮০ বছরের ভেরোনিকা কেরকেট্টা ও ৭৫ বছরের ক্রিস্টিনা কেরকেট্টা।

বর্ণমালা–হীন এই ভাষা তাঁদের পরেই হারিয়ে যাবে ইতিহাসের পাতা থেকে। 🕰

পৃথিবীর সব দেশে সৃষ্টিকর্তা কিছু নেয়ামত দিয়ে রেখেছেন। বাংলাদেশ নিয়ামত হচ্ছে চট্টগ্রাম এবং সিলেট। পুরো সিলেটের মধ্যে দর্শ...
11/08/2025

পৃথিবীর সব দেশে সৃষ্টিকর্তা কিছু নেয়ামত দিয়ে রেখেছেন। বাংলাদেশ নিয়ামত হচ্ছে চট্টগ্রাম এবং সিলেট।

পুরো সিলেটের মধ্যে দর্শনীয় জায়গার তালিকা করলে এক নাম্বার আমি রাখি ভোলাগঞ্জের সাদা পাথর। এক সময় জাফলং তুমুল জনপ্রিয় হলেও সাদা পাথরের সৌন্দর্য জাফলংকেও হার মানিয়েছে। চোখের আশীর্বাদ তো বটেই, গরমের সময় সাদা পাথরের পানি যে একবার গা' ছড়িয়ে উপভোগ করেছে, দুনিয়ায় আর কোন পানিতে তার সাতার না কাটলেও হবে।

এই যে বিনা পয়সায় প্রকৃতি আমাদের দুই হাত ভরে এমন অপরূপ সৃষ্টি দান করলো, বিনিময়ে আমরা কি করলাম! পাথর দিয়ে করলাম ব্যবসা! দেশের সবকিছু খাইতে খাইতে এতটাই নিচে নামলাম- সৃষ্টিকর্তার দেয়া নেয়ামত খেয়ে ফেলতেছি এখন!

এই অবৈধ পাথর বিজনেসের সাথে বিভিন্ন পলিটিকাল দল জড়িত, এই মনুষ্যত্বহীন মানুষদের ধিক্কার ছাড়া দেয়ার মত আমার কিছুই নাই। তবে সবচে বড় দায় সরকারের। রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা দিতে না পারার এই দায় সরকার কোন ভাবেই এড়িয়ে যেতে পারে না। এই দায় আমাদেরও। সিলেটের মত একটা প্রমিনেন্ট অঞ্চলে প্রকাশ্যে এমন হীন কাজকর্ম হচ্ছে অথচ সিলেটবাসী প্রতিবাদ করতে পারতেছে না। কেউ ভেংগে দিতে পারতেছে না এসব অবৈধ পাথর ব্যবসায়ীদের কালো হাত! 🙏 লিখেছেন: তারেক আহমদ

ওমান প্রবাসী  বাহার উদ্দিনের চাহনি দেখার পর দমটা যেন  আটকে এলো! কি করবেন যেন বুঝে উঠতে পারছেন না তিনি!‌হায়রে জীবন! হতবি...
06/08/2025

ওমান প্রবাসী বাহার উদ্দিনের চাহনি দেখার পর দমটা যেন আটকে এলো! কি করবেন যেন বুঝে উঠতে পারছেন না তিনি!‌

হায়রে জীবন! হতবিহ্বল দৃষ্টিতে হয়তো ভাবছেন এতো লাশের ভার, কি করে সইবেন!
আজ ভোরে নোয়াখালীতে খালে মাইক্রোবাস ডুবে এক ঘন্টার ব্যবধানেই ওমান প্রবাসী বাহার উদ্দিন হারিয়ে ফেললেন প্রিয় স্ত্রী, তিন মেয়ের সবগুলোকে, মা , বৃদ্ধা নানী সহ পরিবারের ৭‌ সদস্যকে! ভাগ্যক্রমে বেঁচে গিয়েছেন তিনি!
কয়েক বছর পর রাতে বিদেশ থেকে এসেছেন দেশে। এয়ারপোর্টে তাঁকে এগিয়ে নিতে বাড়ি থেকে গিয়েছিলো পরিবারের সদস্যরা‌। সবার মনে কতো উৎসব, কতো আয়োজন‌। কতো আনন্দের প্রতীক্ষা সবার।
কতো কি আশা! সবকিছুরই অন্ত ঘটলো। মাইক্রোবাস চালকের ঘুমে এক মূহুর্তেই সব শেষ । এক মূহুর্ত আগেও কি তাঁরা ভাবতে পেরেছিলেন জীবন এমন নিঃস্ব করে দিবে তাদের! পরনের প্যান্ট, শার্ট, মোজা সব যেন সাক্ষ্য দিচ্ছে তা।
কখনো কখনো জীবন কি ভয়ংকর নিষ্ঠুর!

©আহমেদ ইশতিয়াক

কানাইঘাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঐতিহাসিক গণ মিছিল।
05/08/2025

কানাইঘাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঐতিহাসিক গণ মিছিল।

তারুণ্যে বদলে যাক কানাইঘাট। ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে এমন তারুণ্যকে কিভাবে দেখছেন?
03/08/2025

তারুণ্যে বদলে যাক কানাইঘাট। ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে এমন তারুণ্যকে কিভাবে দেখছেন?

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Kanaighater kotha-কানাইঘাটের কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kanaighater kotha-কানাইঘাটের কথা:

Share