Bishwanath News

Bishwanath News সত্য ও শান্তির কথা বলছি আমরা বিশ্বনাথ নতুন বাজার, সিলেট।

Address

Biswanath Notun Bazar
Sylhet
3130

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bishwanath News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

স্মৃতিতে বাবুল আখতার: প্রিয় সহকর্মী

আল- আজাদ

১৯৮৩ সালের পয়লা মে সিলেটের সাপ্তাহিক দেশবার্তায় আমি সহকারী সম্পাদক হিসেবে যোগদান করি। এই পদে সম্পাদনার দায়িত্ব থাকলেও এর পাশপাশি নিয়মিত খবর সংগ্রহ এবং তৈরি করতে হতো। একহাতে দুই কাজ। তবে আমার মাথার উপরে ছায়া হিসেবে ছিলেন সম্পাদক হিমাংশু শেখর ধর আর অগ্রজ সাংবাদিক-ছড়াকার মাহমুদ হক। অজয় পাল আমাকে দেশবার্তায় যোগদানের সুযোগ করে দিয়েই যুক্তরাজ্যে পাড়ি জমান। কবি তুষার করও জড়িত ছিলেন এ পত্রিকার সাথে। প্রতিসংখ্যায় শেষ পৃষ্ঠায় ‘শেষের পাতা’ নামে কাব্যরস সমৃদ্ধ বিশেষ প্রতিবেদন লিখতেন।

দেশবার্তায় যোগদানের মধ্যে দিয়েই কার্যত সাংবাদিকতাকে আমি পেশা হিসেবে গ্রহণ করে নেই। ফলে পুরো জেলায় অর্থাৎ বৃহত্তর সিলেটের থানা ও মহকুমায় কর্মরত সাংবাদিকদের সাথে আমার যোগাযোগ শুরু হয়। সবখানেই তখন সাংবাদিকের সংখ্যা হাতেগোণা; কিন্তু প্রায় সবাই ছিলেন কঠোর পরিশ্রমী এবং নিবেদিত প্রাণ। তাদের কেউ কেউ এতটাই দক্ষ ছিলেন যে, জেলা সদরেও এতটা দক্ষতাসম্পন্ন সাংবাদিক খুব বেশি ছিলেন না। তারা যেমনি ছিলেন অনুসন্ধানী তেমনি ছিলেন সাহসী। হাতের লেখা ছিল চমৎকার। লেখার হাত ছিল পাকা। এতটাই গুছিয়ে লিখতেন যে, খুব বেশি কাটাকাটি অর্থাৎ সম্পাদনা করতে হতোনা।

সদ্য প্রয়াত বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার ছিলেন সাপ্তাহিক দেশবার্তার বিশ্বনাথ প্রতিনিধি। এই সুবাদে তার সাথে পরিচয় এবং ঘনিষ্ঠতা আশির দশকের প্রথমদিকেই। রাজনীতিতে এতটা উপরে উঠা সত্ত্বেও আমার কাছে তার সাংবাদিক পরিচয়টাই ছিল বড়। তাকে কখনো রাজনীতিবিদ হিসেবে ভাবতে পারিনি। তাই বিশ্বনাথের নতুন প্রজন্মের সাংবাদিকদের কাছে সব সময় তার সম্পর্কে কথা বলে তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করতাম।