GSS Tv - জি এস এস টিভি

GSS Tv - জি এস এস টিভি জি এস এস সত্য প্রচারে অঙ্গীকারবদ্ধ।
জিএস এস টিভি, আমাদের টিভি

16/09/2025

ডাক্তারদের ভুল চি'কিৎসায় তানিমের মৃ/ত্যু ইবনে সিনা হাসপাতালে।
সরাসরি দেখুন 📌

14/09/2025

জামিয়া ফয়জিল কোরআন আল ইসলামিয়া ফুলবাড়ী পুর্বপাড়া গোলাপগঞ্জ -এর উদ্যোগে বার্ষিক ইসলাহী মাহফিল, বয়ান করেন:নজরুল ইসলাম কাসেমী ...।
সরাসরি দেখুন 📌 GssTv

14/09/2025

জামিয়া ফয়জিল কোরআন আল ইসলামিয়া ফুলবাড়ী পুর্বপাড়া গোলাপগঞ্জ -এর উদ্যোগে বার্ষিক ইসলাহী মাহফিল, বয়ান করেন: হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা...।
সরাসরি দেখুন 📌 GssTv

কিছু ভিও"র জন্য একটা চেনেল থেকে এইরকম পুষ্ট আশা করি নাই, নিন্দা জানাই, আপনাদের মতো রিপোর্টারদের জন্য আমরা প্রশ্নের সম্মু...
12/09/2025

কিছু ভিও"র জন্য একটা চেনেল থেকে এইরকম পুষ্ট আশা করি নাই, নিন্দা জানাই, আপনাদের মতো রিপোর্টারদের জন্য আমরা প্রশ্নের সম্মুখীন ?
বিস্তারিত কমেন্টে!

22/08/2025

আসসালামু আলাইকুম।।।
আপনাদের স্বাস্থ্যের কথা চিন্তা করেই আয়োজন করা হয়েছে*একদিনের ফ্রি মেডিকেল ক্যাম্প*, যেখানে থাকছে:

✅ বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ
✅ প্রয়োজনীয় ঔষধ বিতরন
✅ প্রয়োজনীয় স্বাস্থ্য নির্দেশনা

📞 বিস্তারিত জানতে কল করুন: ০১৭৫২১৬৩৬৯৬

২২ আগস্ট সকাল ১০টা হইতে এখনো চলমান।
স্থান : গোল্ডেন স্টার সমাজ কল্যাণ স্পোর্টিং ক্লাব, রামধা-বাজার।
উপস্থাপনায়: মেরাজ মারুফ
সহযোগিতায়:আলম আহমদ

22/08/2025

আসসালামু আলাইকুম।।।
আপনাদের স্বাস্থ্যের কথা চিন্তা করেই আমরা আয়োজন করেছি *একদিনের ফ্রি মেডিকেল ক্যাম্প*, যেখানে থাকছে:

✅ বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ
✅ প্রয়োজনীয় ঔষধ বিতরন
✅ প্রয়োজনীয় স্বাস্থ্য নির্দেশনা

📞 বিস্তারিত জানতে কল করুন: ০১৭৫২১৬৩৬৯৬

২২ আগস্ট সকাল ১০টা হইতে বেলা ৩ ঘটিকা পর্যন্ত।
স্থান : গোল্ডেন স্টার সমাজ কল্যাণ স্পোর্টিং ক্লাব, রামধা-বাজার।

19/08/2025

বিয়ানীবাজারে যুবদলের কর্মীসভা আগামী ২০ আগস্ট, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মিজাউর রহমান সামু।

এ ভিও ডেস্ক: GssTv

বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের কৃতিসন্তান, বিগত আন্দোলনের মিছিল মটিং ও আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ, ২৪ এর গণঅভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালনকারী,সিলেট জেল যুবদল নেতা ও বিয়ানীবাজার উপজেলা যুব দলের আহবায়ক কমিটির সদস্য মিজাউর রহমান সামু বিয়ানীবাজার উপজেলা যুবদলের নতুন কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব প্রত্যাশা করেন।

বিয়ানীবাজার উপজেলা ও পৌর যুবদলের কর্মীসভা ২০ আগস্ট অনুষ্ঠিত হবে। এ কর্মীসভাথেকে আসতে পারে দুই ইউনিটিনের নতুন নেতৃত্ব। সিলেট জেলা যুবদলের অধীনে দুই ইউনিটের কমিটি ঘোষণার প্রস্তুতিতে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক তোড়জোড় ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও সাংগঠনিক সম্পাদক পদ প্রত্যাশী মিজাউর রহমান সামু বলেন, দলের দূর্দিনে যারা ছিলেন না বর্তমান সুসময়ে তারাও নেতৃত্বে আসতে চাচ্ছেন। তবে আমাদের বিশ্বাস জেলা নেতৃবৃন্দ বিগত দিনে আন্দোলন সংগ্রামে থাকা নেতৃত্ব বেছে নিবেন। তিনি আর বলেন, জাতীয়তাবাদী যুবদলের নতুন নেতৃত্বের মাধ্যমে মাঠ পর্যায়ে দলের অবস্থান শক্ত হবে। যুবদল নেতারা দীর্ঘদিন যাবত পূর্ণাঙ্গ কমিটির অপেক্ষায় রয়েছেন, তাদের পরিচয় ও প্রত্যাশা পূরণের লক্ষ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হবে বলে তৃণমূলের নেতাকর্মীরা বিশ্বাস করেন। দীর্ঘদিন পর যুবদলের মধ্যে প্রাণ চাঞ্চল্য দেখা দিয়েছে।

সিলেটর গোলাপগঞ্জ উপজেলায় এক যুবক এর ছুরির 🗡️ আঘাতে আরেক যুবক খুন 😒এ ভিও ডেস্ক: GssTv সিলেটে এক মহিলার ৪ পরকীয়া প্রেমিক ...
14/08/2025

সিলেটর গোলাপগঞ্জ উপজেলায় এক যুবক এর ছুরির 🗡️ আঘাতে আরেক যুবক খুন 😒

এ ভিও ডেস্ক: GssTv
সিলেটে এক মহিলার ৪ পরকীয়া প্রেমিক : ছাত্রদল নেতার হাতে যুবদল কর্মী খুন.....
ছবির মহিলার বিয়ে হয়েছিল বিয়ানী বাজারের বাসিন্দা ফ্রান্স প্রবাসীর সাথে। তাদের বিবাহিত জীবনে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়। স্বামী প্রবাসী হওয়ার কারণে বাসার সদাইপাতি করে দিতেন এক সিএনজি চালক। পরবর্তীতে সেই সিএনজি চালকের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন ওই মহিলা। এক পর্যায়ে ফ্রান্স প্রবাসী স্বামী তা জেনে ফেলেন এবং ওই মহিলার সাথে কথা বললে তিনি আর প্রবাসী স্বামীর ঘর করবেন না বলে ডিভোর্স চান। তখন ওই ফ্রান্স প্রবাসী মোহরানার ৫ লাখ টাকা দিয়ে ডিভোর্স দেন। আর বিয়ের সময় টিভি, ফ্রিজ, ফার্নিচেয়ারসহ যাবতীয় জেহেজ সামগ্রী নিয়ে পরকীয়া প্রেমিক সিএনজি চালকের সাথে ঘর বাধতে যান। একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতে শুরু করেন। কিন্তু লোভী সিএনজি চালক তার পেশা ছেড়ে দেয়। আর মহিলার পাওয়া মোহরানার ৫ লক্ষ টাকা থেকে বিলাসিতা করতে থাকে। এক পর্যায়ে ওই পাচ লক্ষ টাকা শেষ হয়ে গেলে ঘরের টিভি, ফ্রিজসহ আসবাবপত্র বিক্রি শুরু করে। এক পর্যায়ে এসব বিক্রি করে শেষ হলে। তখন টাকা পুরিয়ে যায়। ওই পরকীয়া প্রেমিক সিএনজি চালক জানত মহিলার কন্যা সন্তানের নামে ব্যাংকে একটি এফডিআর আছে। যাতে টাকা আছে। তখন সিএনজি চালক বলে এফডিআর ভেঙে টাকা দেওয়ার জন্য, আর তখন এ নিয়ে ওই মহিলা ও পরকীয়া প্রেমিকের দ্বন্দ্ব হয়। এক পর্যায়ে সিএনজি চালক তার পরকীয়া প্রেমিকাকে মারপিট করে আহত করে চলে যায়। তখন একা হয়ে যান ওই মহিলা, এদিকে বাসার মালিক তাদের কাছে বাসা ভাড়া পায় বিশ হাজার টাকা। তখন সাহায্যের জন্য আব্দুল খালিক নামের একজন এগিয়ে যান ওই মহিলার কাছে। তিনিও গিয়ে জড়িয়ে পড়েন মহিলার সাথে অবৈধ সম্পর্কে। তার স্বার্থ হাসিল করে নিজের পকেটের টাকা দিয়ে সিলেট আদালতে ওই মহিলাকে নিয়ে সিএনজি চালক পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে মামলা করান। বর্তমানে মামলাটি চলমান।
এদিকে ওই মহিলা পুনরায় পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন সিলেটের গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রাজুর সাথে। কিন্তু রাজুর স্ত্রী ও দুটি সন্তান রয়েছে। তবুও পরকীয়া প্রেমে মত্ত হয়ে রাজু ওই পুরুষ লোভী মহিলাকে নিয়ে আবাসিক বিভিন্ন হোটেল, নানা বাসা এবং পর্যটন এলাকায় মাস্তি করতে থাকেন। এক পর্যায়ে রাজুর পরকীয়ার বিষয়টি জেনে যান তার স্ত্রী। আর তাকে ওই খারাপ পথ থেকে ফেরাতে দ্বারস্থ হন বিভিন্ন জনের কাছে। এ নিয়ে রাজুকে সঠিক পথে ফেরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই নারী ও রাজুর ঘনিষ্ঠ ছবি দিয়ে পোস্ট করেন গোলাপগঞ্জ উপজেলা যুবদলের রনি হোসাইন (৩০)। এই পোস্টের সূত্র ধরে গত শনিবার (৯ আগস্ট) ঘর থেকে ডেকে নিয়ে রনিকে ছুরিকাঘাত করে খুন করে রাজু।
এ ঘটনায় গোলাপগঞ্জ থানায় হত্যা মামলা দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সূত্র।

10/08/2025

গোলাপগঞ্জ উপজেলার, কদম গাছের তল নামে পরিচিত জায়গায় রাতের অন্ধকারে রনি নামের এক যু/ব/ক কে কু/পি/য়ে হ/ত্যা করেছে রাজু নামের আরো এক যু/ব/ক।

07/08/2025

দুঃসংবাদ:: আজ রাতে একে একে ৪ টি মা-র্ডা-র!
সিলেটে 🥲
বিস্তারিত কমেন্টে!

05/08/2025

বিয়ানীবাজার উপজেলা আলীনগর ইউনিয়নের " মোঃ আব্বাস আহমেদ এর যানাজার কিছু অংশ
সেখানে বক্তব্য রাখেন সাবেক আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ (মামুন) ও প্রমোখ
সরাসরি দেখুন 📌 GssTv

24/07/2025

কাদিমলিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জনাব সাইফুর রহমান চৌধুরী (মুফতি) উদ্দোগে সকল ছাএছাএীদের মধ্যে উপহার বিতরণ। উক্ত বিতরণী অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকা গণ উপস্থিত ছিলেন।
সরাসরি দেখুন 📌 GssTv
ভিডিও সম্পাদনায়: মেরাজ মারুফ
সহযোগিতায় : আলম আহমদ !

Address

Mr. Asad Uzz Jaman Chairman GSS TVRamdha Bazar, Alinagar Union, Beani Bazar Sylhet
Sylhet
3100

Telephone

01716836116

Website

Alerts

Be the first to know and let us send you an email when GSS Tv - জি এস এস টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share