
26/08/2025
আলহামদুলিল্লাহ,
ধনপুর উচ্চগ্রাম আশ্রয়ন প্রকল্প আর রাহমান জামে মসজিদ নির্মাণ কাজের শুভ উদ্বোধন আগামী ২৯ আগষ্ট ২০২৫ ইং রোজ শুক্রবার।
🕌 এই মসজিদটি হবে ধনপুর উচ্চগ্রাম ও আশেপাশের মুসল্লিদের নামাজ, কোরআন শিক্ষা ও ইসলামী কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু।
কিন্তু নির্মাণ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এখনো প্রয়োজন আপনাদের আন্তরিক দোয়া ও সহযোগিতা।
🤲 আসুন, আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসি।
আপনার দান হতে পারে চিরস্থায়ী সাদাকায়ে জারিয়া।
📌 সহযোগিতা পাঠানোর নম্বর (বিকাশ মুতাওয়াল্লী):
👉 01'714728100
✨ একটি ইটও যদি আপনি দেন, আল্লাহর দরবারে তার প্রতিদান অগণিত গুণে বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ।
#আল্লাহরঘর #মসজিদনির্মাণ #সাদাকায়ে_জারিয়া #ধনপুর_উচ্চগ্রাম