
23/08/2025
উস্তাযুল উলামা ওয়াল মুহাদ্দিসীন, মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী'র হাদীস শরীফ ও দালাইলুল খায়রাত শরীফের সনদ বিতরণী মাহফিল সম্পন্ন হয়েছে।
এ মাহফিলে অসংখ্য আলিম-উলামা ও আশিকানে রাসূল (সা.) উপস্থিত হয়ে হযরত বড় ছাহেব কিবলাহ'র হাত থেকে সনদ গ্রহণ করেন।
ফুলতলী ছাহেব বাড়ি
জকিগঞ্জ, সিলেট
২৩ আগষ্ট ২০২৫