
01/08/2025
নতুন দল, স্পন্সর নাই, এখনো প্রতিটা জেলা কমিটি নাই, মিডিয়ার হাইপ নাই, কিংস পার্টির মতো সরকারি সুযোগ সুবিধা নাই, বিশাল কেনো ফান্ড নাই। আছে শুধু সততা, প্রকৃত জুলাইয়ের চেতনা, নতুন এক দলের ষড়যন্ত্র , গুটি কয়েক এক্টিভিস্টদের ভালোবাসা। এতটুকুতেই যারা কিংস পার্টির মনে ভয় ধরিয়ে দিতে পারে, তাদের ভবিষ্যৎ উজ্জল, তারাই পৌছাবে জনতার কাতারে, তাদের ই গ্রহন করবে, প্রকৃত জুলাই যোদ্ধারা, যারা জুলাইকে টাকার মেশিন বানায় নি তারাই আসবে আপ বাংলাদেশের পতাকা তলে। শুভকামনা আপ বাংলাদেশ ❤️🌸