Minu- মিনু

Minu- মিনু মানুষ জন্মগত ভাবে “মানুষ” কিন্তু মনুষ্যত্ব অর্জন একটি দীর্ঘ প্রক্রিয়া।
(1)

11/07/2025

কার কার পরীক্ষা চলে?

11/07/2025

পরীক্ষার চাপ যখন চূড়ান্তে, বইয়ের অক্ষরগুলো তখন ধোঁয়াশার মতো মনে হয়।

08/07/2025

যার বাবা নেই — সেই শূন্যতার গল্প

যার বাবা নেই, সে জানে বাবাহীন জীবনের কষ্ট কাকে বলে।
সবাই যখন বলে “বাবা আজ আমাকে এটা কিনে দিয়েছেন”, তখন আমার বুকটা হু হু করে ওঠে।
আমার বাবাও একসময় ছিলেন — সাহসের পাহাড়, নির্ভরতার ছায়া।
আজ তিনি নেই, কিন্তু তাঁর অভাবটা প্রতিটা মুহূর্তে অনুভব করি।

বাবা না থাকা মানে, জীবন থেকে ছায়াটা সরে যাওয়া।
কেউ আর দরজায় অপেক্ষা করে না, রাত জেগে চিন্তা করে না,
পিঠে হাত রেখে বলে না, “ভয় নেই, আমি আছি”।

দুঃখটা তখন আরও বেশি লাগে, যখন জীবনের বড় সিদ্ধান্তগুলো নিতে হয় একা একা।
যখন কারও কাছ থেকে সান্ত্বনা চাই, তখন বুঝি — বাবা থাকলে সব সহজ হতো।

বাবার ভালোবাসা, শাসন, আদর — সবই আজ স্মৃতি।
কিন্তু সেই স্মৃতিগুলোই আমার কাছে সবচেয়ে মূল্যবান।
বাবা নেই বলেই বুঝি, একজন বাবার উপস্থিতি কত বড় আশীর্বাদ ছিল।

বর্তমান।
18/06/2025

বর্তমান।

16/06/2025

একটু ভালো থাকার চেষ্টায় কত কস্ট করতে হয় আমাদের।

11/06/2025

যে মেয়ের শশুর বাড়িতে সম্মান নেই তার জন্য তার স্বামী দায়ী। কারন সে সাহস না দিলে কেউ সাহস পায়ই না । 🙂🙂🙂🥲

বি:দ্র : আমি অবিবাহিত। কেউ মনে করবেন না আমার কথা বলছি । 😁

10/06/2025

🖤 সবচেয়ে বড় কষ্টটা আসে কাছের মানুষদের থেকেই…

ভবিষ্যতে যে মানুষটি তোমাকে সবচেয়ে বেশি কাঁদাবে, বিশ্বাস ভাঙবে, বুক চিরে চলে যাবে—আজ হয়তো সে-ই তোমার সবচেয়ে আপন।
সে-ই যার সাথে তুমি প্রতিদিন সব কথা শেয়ার করো, চোখ বন্ধ করে ভরসা করো, পাশে পেলে নিরাপদ বোধ করো।

খেয়াল করে দেখো, জীবনে যে কষ্টগুলো তুমি পেয়েছো, দাগ কেটেছে ভেতরটায়—তাদের বেশিরভাগই ছিল "আপন" নামের মুখোশ পরা মানুষ।
শত্রু কখনো দূরের কেউ হয় না।
সবচেয়ে ভয়ংকর শত্রুটা জন্ম নেয় হৃদয়ের সবচেয়ে কাছের জায়গা থেকেই।

#মনোরম

10/06/2025

🌸 জীবনটা ছোট, কিন্তু সুন্দর! 🌸
প্রতিটি সকালে নতুন সূর্য উঠে নতুন আশার আলো নিয়ে।
যদি আজকের দিনটা ভালো না যায়, বিশ্বাস রাখো — আগামীকাল আরও ভালো হবে।
সুন্দর মন, সুন্দর চিন্তা — এগুলিই জীবনকে সত্যিকারের অর্থ দেয়।
আনন্দ ছড়িয়ে দাও, ভালোবাসা বিলিয়ে দাও... কারণ এই পৃথিবীটা তোমার হাসির জন্যই অপেক্ষা করে! 😊✨

#ভালোথাকো #সুখেরছোঁয়া #ইনস্পিরেশন #পজিটিভভাইবস

10/06/2025

কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায়, অন্য কোন রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে।

10/06/2025

স্কুলে যা শেখানো হয়, তার সবটুকুই ভুলে যাবার পর যা থাকে; তাই হলো শিক্ষা।

—অ্যালবার্ট আইনস্টাইন।

09/06/2025

যারা আপনাকে পাথর বানিয়েছে তাদেরকে পাহার হয়ে দেখান। 🥰🙂

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Minu- মিনু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share