যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট

যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট ��� মা হল পৃথিবীর একমাত্র ব্যাংক,
যেখানে আমরা আমাদের সব দুঃখ,
কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নেই
বিনাসূদে অকৃত্রিম ভালবাসা...।।

"আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও,রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও।বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি,একটুখানি ...
19/04/2025

"আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও,
রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও।
বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি,
একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি।
একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে,
তারি তলে আসমানীরা থাকে বছর ভরে।
পেটটি ভরে পায় না খেতে, বুকের ক-খান হাড়,
সাক্ষী দিছে অনাহারে কদিন গেছে তার।।

কবিতাটি পড়েছেন? এবার ছবির সঙ্গে লাইনগুলো মিলিয়ে দেখুন। মিল পেয়েছেন নশ্চয়ই!
হ্যাঁ, ইনিই সেই আসমানী। যাঁকে নিয়ে পল্লীকবি জসীমউদ্‌দীন লিখেছিলেন তাঁর অমর সৃষ্টি 'আসমানী' কবিতা।

জসীমউদ্দীন এর নানা সাহিত্য কর্মে কালজয়ী নানা চরিত্র যেমন রুপাই, সাজু, হাজেরা বিবি, গণি মিয়া এবং আসমানী। এসব চরিত্র পল্লীকবি এঁকেছিলেন বাস্তবের মানুষ দেখেই।

কবিরা তাঁদের কবিতায় সমাজের নানা দৃশ্য তুলে ধরেন, অসঙ্গতি দূর করতে চান। কবিতার মাধ্যমেই দেশ থেকে অন্ধকার তাড়ানোর মশাল জ্বালান। মানুষের মাঝে সাহস জোগান। পল্লীকবিও করেছিলেন। কিন্তু আমরা দায় এড়িয়ে গিয়েছি। তাই তো আসমানীদের আর ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি!

আজ তাঁরা কেউই আর সশরীরে বেঁচে নেই, তবে রয়ে গেছে মানুষের মনে স্থান করে নেওয়া পল্লীকবির সেই সাহিত্যকর্ম, যার মাঝেই তাঁরা বেঁচে থাকবেন, বহুকাল।

ছবি: ২০০২ সালে পল্লীকবি জসীমউদ্‌দীনের অমর সৃষ্টি 'আসমানী' কবিতার বাস্তব চরিত্র 'আসমানী বেগম' তাঁর নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। ছবিটি তুলেছেন সরকার মন্টু।

সৌজন্যে: বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র

#জসীমউদ্‌দীন #সাহিত্য #কবিতা #রসুলপুর #আসমানী #ইতিহাসেরখোঁজেগিরিধর

কোনো রিজেক্ট নাই কোনো সমস্যা নাই একদম নিউ শোরুমের জুতা।Original  Price 2690 tkOffer Prices 1799 onlySize available 39 on...
23/12/2024

কোনো রিজেক্ট নাই কোনো সমস্যা নাই একদম নিউ শোরুমের জুতা।
Original Price 2690 tk
Offer Prices 1799 only

Size available
39 only 1 piece

So order now....

ফ্রিল্যান্সিং নিয়ে মানুষের ভাবনা অনেক বৈচিত্র্যময়। কিছু মানুষ এটিকে স্বাধীনতার প্রতীক হিসেবে দেখেন, যেখানে নিজের সময় এবং...
15/10/2024

ফ্রিল্যান্সিং নিয়ে মানুষের ভাবনা অনেক বৈচিত্র্যময়। কিছু মানুষ এটিকে স্বাধীনতার প্রতীক হিসেবে দেখেন, যেখানে নিজের সময় এবং কাজের নির্বাচন নিজেদের হাতে থাকে। অন্যদিকে, কিছু মানুষের মনে এটি অনিশ্চয়তার সঙ্গে জড়িত, যেমন আয় স্থিতিশীল না হওয়া বা ক্লায়েন্ট খুঁজে পাওয়া।

অনেকে মনে করেন ফ্রিল্যান্সিং তাদের দক্ষতা উন্নত করার সুযোগ দেয়, কারণ বিভিন্ন প্রকল্পে কাজ করার মাধ্যমে নতুন কিছু শেখা যায়। তবে, কাজের চাপ এবং নিঃসঙ্গতার অনুভূতি অনেক সময় ফ্রিল্যান্সারদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

এছাড়া, কিছু মানুষ মনে করেন ফ্রিল্যান্সিং একটি প্রতিযোগিতামূলক ক্ষেত্র, যেখানে নিজেকে প্রমাণ করতে এবং বাজারে টিকে থাকতে হবে। সবমিলিয়ে, ফ্রিল্যান্সিং নিয়ে মানুষের ভাবনা ব্যক্তিগত অভিজ্ঞতা, পছন্দ এবং অবস্থার ওপর নির্ভর করে।



#ফ্রিল্যান্সিং


যেটুকু প্রকাশিত হয় নিতান্তই কম,মানুষের পুরোটা প্রকাশ হয় না তো একদম।😌ছবি: ai
24/09/2024

যেটুকু প্রকাশিত হয় নিতান্তই কম,
মানুষের পুরোটা প্রকাশ হয় না তো একদম।

😌
ছবি: ai

Celebrating my 9th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
17/09/2024

Celebrating my 9th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

15/07/2024

Congratulation Argentina ❤️

Mahbub Follow Me

10/07/2024

Dusto kokil pro max

21/06/2024
27/06/2023

আলহামদুলিল্লাহ
তৃতীয় বারের মতো লালভালবাসা দেওয়া হলো

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share