
13/09/2025
৩৩ বছর পর অনুষ্ঠিত ঐতিহাসিক জাকসু নির্বাচন ২০২৫ এর জাকসুর ১০ম ভিপি হতে যাচ্ছেন স্বতন্ত্র প্যানেলের আব্দুর রশিদ জিতু। জানা গেছে, আব্দুর রশিদ জিতু বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’ প্ল্যাটফর্মের আহবায়ক। কোটা সংস্কার আন্দোলনের আগে তিনি ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকলেও আন্দোলনের সময় সর্বপ্রথম ছাত্রলীগের হাতে মার খেয়ে আহত হন। পরবর্তীতে আরিফ সোহেল আটক হলে বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে ফার্স্ট ম্যান হিসেবে ৫ আগস্ট পর্যন্ত জাহাঙ্গীরনগরের আন্দোলন পরিচালনা করেন। পরবর্তীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করে ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’ নামে প্ল্যাটফর্মের সূচনা করেন এবং এই প্ল্যাটফর্ম থেকে ক্যাম্পাসের বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দেন।
জাকসুর ১০ম জিএস নির্বাচিত হতে যাচ্ছেন শিবির সমর্থিত প্যানেলের মাজহারুল ইসলাম। মাজহারুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অফিস ও প্রচার সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী।
জাকসুর ১০ম এজিএস(পুরুষ) হতে যাচ্ছেন শিবির সমর্থিত প্যানেলের ফেরদৌস আল হাসান।
জাকসুর ১০ম এজিএস (নারী) হতে যাচ্ছেন শিবির সমর্থিত প্যানেলের আয়েশা সিদ্দিকা মেঘলা।
অন্যান্য প্রায় সব পদেই শিবির সমর্থিত প্যানেল এগিয়ে আছে বিশাল ভোটের ব্যবধানে।
ছবিগুলো এস্থেটিক জেইউ পেইজ থেকে নেওয়া হয়েছে।