23/07/2025
আমরা বাঙালি জাতি—সত্যিই কি এতটা বিবেকহীন হয়ে গেছি?
একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে নিষ্পাপ শিশুরা আগুনে পুড়ে কাতরাচ্ছে, জীবন বাঁচাতে ছুটে বেড়াচ্ছে… আর তখন কিছু মানুষ সেই মর্মান্তিক দৃশ্য মোবাইলে ভিডিও করে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার ব্যস্ততায় মগ্ন!
মানবতা কোথায় গেল? সহানুভূতি, সহমর্মিতা—এসব শব্দ কি কেবল বইয়ের পাতায় রয়ে গেল?
আরেকদল রাজনৈতিক ফায়দা তুলতে ব্যস্ত।
মানুষের প্রাণ যাচ্ছে, আর ওরা দোষারোপের খেলায় মেতে আছে।
নেতার পা চাটতে চাটতেই আমরা একদিন নিজেরই আত্মমর্যাদা হারিয়ে ফেলেছি।
এই ঘুম ভাঙবে কবে?
এই অমানবিকতা আর অন্ধ অনুসরণ থেকে আমরা কবে বেরিয়ে আসব?