Tanzim All Islam -

Tanzim All Islam - - বিলাসিতা জীবন নয়.!🥰

- শুধু একটু ভালো থাকা যাবে এমন জীবন হলেই চলবে!"🖤🌸

15/11/2024

আমি এই হাদিসটির প্রেমে পড়ে গেছি ❤️

আপনি যখন নিজের ঘরে নিরবে কান্না করেন আল্লাহ তখন ফেরেশতাদের উদ্দেশ্য করে বলেন, কোন জিনিস আমার এই বান্দার চোখে পানি আনলো?
ফেরেশতাগন বলেন আপনার বান্দা সুখে নেই, আপনার বান্দা অনেকদিন হাসেনি। এই বলে ফেরেশতাগ কান্না করতে থাকেন।এবং আল্লাহকে বলেন, হে আমার রব আপনি জানেন আমার এই বান্দার হৃদয় কি রয়েছে? অতএব আপনি তার জন্য সবকিছু সহজ করে দিন।
আল্লাহ বলেন, আমার এই বান্দা জীবন থেকে এমন কিছু হারিয়ে ফেলেছে যা সে অধিক ভালোবেসে ছিল। অতএব আল্লাহ বলেন, আমি শপথ করিতেছি আমার বান্দা যা তার জীবন থেকে হারিয়েছে এর চেয়ে উত্তম জিনিস তাকে এনে দিবো। যা দেখে দুনিয়া ও আখিরাতে সবাই বিস্মিত হবে।...
আলহামদুলিল্লাহ ❤️

13/11/2024

সবাইকে ক্ষমা করবেন কিন্তু দু ধরনের মানুষকে কখনো সুযোগ দিবেন না। এক. যারা ডাবল ফেইস, বিভিন্ন জায়গায় কথা লাগিয়ে বেড়ায় আর নিজেকে ভালো রাখার জন্য প্রচুর পলিটিক্স করতে থাকে। দুই. যারা দরকার পড়লেই আপনার সাথে মিষ্টি কথা বলে যুক্ত হয়ে স্বার্থ সারে তারপর দরকার শেষে আপনাকে ছেড়ে দিয়ে আবার আগের রুপ ধারন করে। ট্রাস্ট মি, এদের মতো মহা নিকৃষ্ট আর কেউ হতে পারেনা। লাইফে ভালো থাকতে হলে এই মানুষগুলোকে জীবন থেকে সড়িয়ে দিন। অনেক শান্তিতে থাকবেন!"❤️

12/11/2024

কোরআনের একটা আয়াত এবং সেটার অর্থ হচ্ছে এইরকম :

আল্লাহ বলেছেন,"তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও,তুমি আমাকে ছেড়ে দাও। তুমি কি ভেবেছো আমি রেগে আছি তোমার উপর??? না।আমি আল্লাহ। আমি কথায় কথায় রাগ করি না।আমি তোমার সাথেই থাকি সবসময় কারণ আমি জানি তুমি আমার কাছে ফিরে আসবে।তুমি বার বার, বার বার,হাজার বার,লক্ষ বার পথভ্রষ্ট হবে কিন্তু আমি তোমাকে লক্ষ বার সুযোগ দিবো আমার কাছে ফিরে আসার।তোমার সমস্ত জীবনটাই সুযোগ।আমি অপেক্ষা করে আছি তোমার জন্য, আমার কাছে ফিরার।তুমি লক্ষ বার ভুল করে মাফ চাইবে,আমি লক্ষ বার তোমাকে মাফ করবো সুযোগ দিবো।আমি আল্লাহ। তোমার সৃষ্টিকর্তা"

সুবহানআল্লাহ

সূরা আয যুমার আয়াত ৫৩
এবং সূরা হিজর আয়াত ৪৯ এবং এই দুই আয়াতের তাফসির বণর্ণা করা হয়েছে,

‏أذكرك لو نسيت ..তোমাকে মনে করিয়ে দিচ্ছি যদি তুমি ভুলে যাও
14/06/2024

‏أذكرك لو نسيت ..
তোমাকে মনে করিয়ে দিচ্ছি যদি তুমি ভুলে যাও

26/02/2024

- বিলাসিতা জীবন নয়.!🥰

- শুধু একটু ভালো থাকা যাবে এমন জীবন হলেই চলবে!"🖤🌸

জ্ঞানী হও 😇তবে অহংকারী হয়ো না।   ইবাদত কর🤟তবে লোক দেখানোর উদ্দেশ্যে করো না।
18/12/2023

জ্ঞানী হও 😇
তবে অহংকারী হয়ো না।
ইবাদত কর🤟
তবে লোক দেখানোর উদ্দেশ্যে করো না।

03/12/2023

-বন্ধু তো বন্ধুই সে ফকির হোক আর ভিকারী হোক সে আমার বন্ধু.!🥺🖤

নিশ্চিত ভবিষ্যৎ! ভবিষ্যৎ বলতে শুধু কবরস্থানকেই বুঝা উচিত। 🌼
11/11/2023

নিশ্চিত ভবিষ্যৎ!
ভবিষ্যৎ বলতে শুধু কবরস্থানকেই বুঝা উচিত। 🌼

Address

Moulvibazar
Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Tanzim All Islam - posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tanzim All Islam -:

Share