15/11/2024
আমি এই হাদিসটির প্রেমে পড়ে গেছি ❤️
আপনি যখন নিজের ঘরে নিরবে কান্না করেন আল্লাহ তখন ফেরেশতাদের উদ্দেশ্য করে বলেন, কোন জিনিস আমার এই বান্দার চোখে পানি আনলো?
ফেরেশতাগন বলেন আপনার বান্দা সুখে নেই, আপনার বান্দা অনেকদিন হাসেনি। এই বলে ফেরেশতাগ কান্না করতে থাকেন।এবং আল্লাহকে বলেন, হে আমার রব আপনি জানেন আমার এই বান্দার হৃদয় কি রয়েছে? অতএব আপনি তার জন্য সবকিছু সহজ করে দিন।
আল্লাহ বলেন, আমার এই বান্দা জীবন থেকে এমন কিছু হারিয়ে ফেলেছে যা সে অধিক ভালোবেসে ছিল। অতএব আল্লাহ বলেন, আমি শপথ করিতেছি আমার বান্দা যা তার জীবন থেকে হারিয়েছে এর চেয়ে উত্তম জিনিস তাকে এনে দিবো। যা দেখে দুনিয়া ও আখিরাতে সবাই বিস্মিত হবে।...
আলহামদুলিল্লাহ ❤️