Brtish Bangladesh

Brtish Bangladesh � Full of Entertainment � মনের ভাব প্রকাশের জন্য তথ্যচিত্র নির্মাণ
(1)

" ব্র‍্যাক ম্যানেজমেন্ট ট্রেইনি " পদে ভাইভা প্রস্তুতি... ‎গ্রুপ টেকনিক (উচ্ছাস) এর‎নাম: মিথিলা আক্তার‎‎বিশ্ববিদ্যালয়: নর...
22/05/2025

" ব্র‍্যাক ম্যানেজমেন্ট ট্রেইনি " পদে ভাইভা প্রস্তুতি...

‎গ্রুপ টেকনিক (উচ্ছাস) এর

‎নাম: মিথিলা আক্তার
‎‎বিশ্ববিদ্যালয়: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
‎‎বিভাগ: পাওয়ার & সাপ্লাই ইঞ্জিনিয়ার (ডিপ্লোমা ইন পরিবেশ বিদ্যা)
‎‎নিজ এলাকা: নরসিংদী
‎‎অভিজ্ঞতা: স্থানীয় একটি এনজিওতে ২ বছর +“প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট” পদে কাজ করেছেন


‎ক্যারিয়ার লক্ষ্য: ব্র্যাকের মাধ্যমে টেকসই সামাজিক উন্নয়নে ভূমিকা রাখা
‎‎ভাইভা বোর্ড সদস্যগণ:

‎১.সিনিয়র এইচআর ডিরেক্টর, BRAC
‎‎2. এক্সটারনাল: পি এই চ ডি হোল্ডার একজন শিক্ষক
‎‎৩. অভিজ্ঞ প্রতিনিধি: ব্র্যাকের সাবেক MT, বর্তমানে প্রোগ্রাম হেড হিসেবে কর্মরত।

‎‎ভাইভা শুরুঃ
‎‎চেয়ারম্যান:
‎প্রশ্ন ১: নিজেকে সংক্ষেপে পরিচয় দিলাম ।
‎উত্তর:
‎ধন্যবাদ স্যার। আমি মিথিলা আক্তার
‎‎নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে (পাওয়ার & সাপ্লাই এ ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করেছি আর চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ বিদ্যা নিয়ে ডিপ্লোমা শেষ করেছি ‎‎নিজ এলাকা: নরসিংদী আমার সামাজিক কাজের প্রতি আগ্রহী অনেক । আমি ১ বছর একটি স্থানীয় এনজিওতে কাজ করেছি এবং এখন বৃহৎ পরিসরে মানুষের জন্য কাজ করতে চাই, বিশেষ করে BRAC-এর মতো সংগঠনের সঙ্গে।

‎এক্সটারনাল:
‎প্রশ্ন ২: আপনি কর্পোরেট চাকরি ছেড়ে BRAC-এ কাজ করতে আগ্রহী কেন?
‎উত্তর:
‎কর্পোরেট চাকরি অফার পেয়েছিলাম, কিন্তু আমার অন্তরের টান সমাজে কাজ করার প্রতি। BRAC-এর “Empowering People” মিশন আমার ব্যক্তিগত লক্ষ্য ও মূল্যবোধের সঙ্গে মিলে যায়। আমি চাই এমন একটি জায়গায় কাজ করতে যেখানে আমার প্রতিটি পদক্ষেপ সমাজে পরিবর্তন আনে।

‎‎অভিজ্ঞ প্রতিনিধি:
‎প্রশ্ন ৩: নেতৃত্বগুণ প্রমাণ করে এমন একটি অভিজ্ঞতা বলার চেষ্টা করব STAR পদ্ধতিতে।
‎উত্তর:
‎S (পরিস্থিতি): একটি শিক্ষা প্রকল্পে কিশোরী শিক্ষার্থীদের ঝরে পড়া বৃদ্ধি পায়।
‎T (কাজ): আমাকে সমস্যার কারণ খুঁজে সমাধান দিতে বলা হয়।
‎A (কার্যক্রম): অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করি, উঠান বৈঠক আয়োজন করি।
‎R (ফলাফল): ২ মাসে ৪০% উপস্থিতি বাড়ে, ৩ জন শিক্ষার্থী পুনরায় ভর্তি হয়।

‎‎চেয়ারম্যান:
‎প্রশ্ন ৪: আপনি যদি রাঙামাটির পাহাড়ি এলাকায় পোস্টিং পান, কীভাবে স্থানীয়দের সঙ্গে কাজ করবেন?
‎উত্তর:
‎আমি আগে স্থানীয় ভাষা ও সংস্কৃতি জানার চেষ্টা করব। স্থানীয় নেতাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলব এবং শ্রদ্ধা ও অংশগ্রহণমূলক পদ্ধতিতে কার্যক্রম পরিচালনা করব, যেন BRAC-এর মান ও ঐতিহ্য বজায় থাকে।

‎এক্সটারনাল:
‎প্রশ্ন ৫: BRAC-এর কোন কোন প্রকল্প আপনাকে বেশি অনুপ্রাণিত করেছে?
‎উত্তর:
‎BRAC-এর Ultra Poor Graduation প্রোগ্রাম অসাধারণ – এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এছাড়া শিক্ষা কার্যক্রমে ব্র্যাকের উদ্যোগ এবং SDG লক্ষ্যের সঙ্গে তাদের মিল আমার কাছে দারুণ লেগেছে।

‎‎অভিজ্ঞ প্রতিনিধি:
‎প্রশ্ন ৬: ধরুন, আপনার টিমে মতবিরোধ চলছে। আপনি কীভাবে সমাধান করবেন?
‎উত্তর:
‎প্রথমে উভয় পক্ষকে শুনব, সমস্যার মূল কারণ জানব। পরবর্তীতে পারস্পরিক বোঝাপড়া ও যৌথ লক্ষ্যের মাধ্যমে একটি সমাধান খুঁজব। সম্মানজনক ও তথ্যভিত্তিক আলোচনা সাধারণত সমাধানে সাহায্য করে।

‎চেয়ারম্যান:
‎প্রশ্ন ৭: আপনার সবচেয়ে বড় শক্তি ও একটি দুর্বলতা কী?
‎উত্তর:
‎শক্তি: দ্রুত মানিয়ে নেওয়া, যোগাযোগ দক্ষতা ও সহানুভূতি
‎দুর্বলতা: কখনও কখনও অতিরিক্ত দায়িত্ব নিয়ে নিই। তবে আমি সময় ব্যবস্থাপনা ও ডেলিগেশন শিখছি।

‎‎এক্সটারনাল:
‎প্রশ্ন ৮: BRAC শিক্ষা খাতে একটি নতুন উদ্ভাবনী ধারণা দিন।
‎উত্তর:
‎দূরবর্তী এলাকায় “মোবাইল লার্নিং ভ্যান” চালু করা যেতে পারে, যেখানে সৌরশক্তিতে চালিত স্মার্ট বোর্ড, ভিডিও ও গল্প থাকবে। এতে শিশুরা শেখার প্রতি আগ্রহী হবে এবং স্থানভেদে শিক্ষা পৌঁছে যাবে।

‎‎অভিজ্ঞ প্রতিনিধি:
‎প্রশ্ন ৯: আগামী ৫ বছরে নিজেকে BRAC-এ কোথায় দেখেন?
‎উত্তর:
‎আমি নিজেকে একজন মিড-লেভেল প্রোগ্রাম ম্যানেজার হিসেবে দেখি, যিনি নিজ উদ্যোগে সমাজ পরিবর্তনে অবদান রাখছেন এবং তরুণ কর্মীদের পরামর্শ দিচ্ছেন।

‎চেয়ারম্যান:
‎প্রশ্ন ১০: আপনি কী পরিমাণ বেতন আশা করেন?
‎উত্তর:
‎আমি BRAC-এর MT পদের নির্ধারিত কাঠামো অনুযায়ী বেতন গ্রহণে প্রস্তুত। আমার মূল লক্ষ্য শেখা, অবদান রাখা ও দীর্ঘমেয়াদে গড়ে ওঠা।
‎‎শেষে বোর্ডের মন্তব্য:

‎চেয়ারম্যান: খুব সুসংগঠিত ও উদ্দেশ্যভিত্তিক প্রার্থী।
‎এক্সটারনাল: সমাজবিজ্ঞানের প্রেক্ষাপট আপনার উত্তরে পরিষ্কার।
‎অভিজ্ঞ: বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগানোর মানসিকতা আছে।

‎‎আমার SMART উপস্থাপন (উদাহরণ):

আমার পরিকল্পনা ছিল Specific (কিশোরী শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানো),
‎Measurable (৪০% বৃদ্ধি),
‎Achievable (স্থানীয় সম্পৃক্ততায়),
‎Relevant (BRAC-এর লক্ষ্য অনুযায়ী),
‎এবং Time-bound (২ মাসে অর্জন)।

শুক্রবারের সাথী....
15/05/2025

শুক্রবারের সাথী....

18/04/2025


#বরবাদ

08/04/2025

শুভ সকাল
আমরা ত ভাল আছি কিন্তু
ফিলিস্তিনের মুসলিমরা ভাল নেই

সিলেট  KFC ফিনিশ।  ইসরাইলের পন্য বয়কট।  FREE, FREE "P A L E S T I N E" FREE, FREE "P A L E S T I N E"
07/04/2025

সিলেট KFC ফিনিশ। ইসরাইলের পন্য বয়কট।

FREE, FREE "P A L E S T I N E"

FREE, FREE "P A L E S T I N E"

07/04/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.


fb.com/stars

29/03/2025

আলহামদুলিল্লাহ সৌদিআরবে ঈদের চাদ দেখা গিয়াছে আগামীকাল ঈদ

ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রজিউন। সোনার বাংলা Express  কুমিল্লার হাসানপুর রেলওয়ে স্টেশন এ ভয়াবহ ভাবে এক্সিডেন্ট করেছ...
28/03/2025

ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রজিউন।

সোনার বাংলা Express কুমিল্লার হাসানপুর রেলওয়ে স্টেশন এ ভয়াবহ ভাবে এক্সিডেন্ট করেছে

কারো কোণ আত্মীয় স্বজন থাকলে খোজ নিন।

26/03/2025

𝐅𝐨𝐥𝐥𝐨𝐰 ✅ দিয়ে 𝐃𝐨𝐧𝐞 লিখুন ❤️
সাথে সাথে 𝐅𝐨𝐥𝐥𝐨𝐰 𝐁𝐚𝐜𝐤 পাবেন
ইনশাআল্লাহ

26/03/2025

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস
শ্রদ্ধার সাথে সরন করি

Address

Sylhet City Corporation
Sylhet
3100

Telephone

+8801921868767

Website

Alerts

Be the first to know and let us send you an email when Brtish Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Brtish Bangladesh:

Share