21/07/2025
এই দেশে আল্লাহর আজাব আর গজব আরও অপেক্ষা করছে।
ছেলেটা আগুনে পুড়তে,পুড়তে.. এসেছে রাস্তায়।
বয়স মাত্র ১৪-১৫ বছর।
শুধু জীবনের শুরুটা হলো,
আর শেষটা হলো জ্বলন্ত আগুনে।
বিমান দুর্ঘটনায় সে ছিটকে পড়েছে,
আগুন তাকে গিলে খাচ্ছে।
সে ছটফট করছে, চিৎকার করছে,
আমাকে বাঁচাও!
কিন্তু রাস্তা দিয়ে যাওয়া একটা সিএনজিও রিকশা থামেনি!
চারপাশে মানুষ দাঁড়িয়ে,কেউ এগিয়ে আসছে না।
আল্লাহর কসম!
এই দৃশ্য দেখে ফেরেশতারা কাঁদে।
আসমান কাঁপে।
আর আমরা…?
আমরা নির্লিপ্ত!
আমরা 'ভিডিও' করি,
'লাইভ' দেই,
কিন্তু একটা পুড়ে যাওয়া ছেলেকে হাসপাতালে পৌঁছে দিতে কেউ একটা গাড়িও থামাই না!
এই জাতি কি মুসলিম?
এই জাতি কি নরও মানবের দল?
এই জাতি কি এখন পশুর চেয়েও অধম হয়ে গেছে?
নবী ﷺ বলেছেন:
> তোমরা যদি একটি কুকুরকেও দয়া করো, আল্লাহ তার প্রতিদান দেবেন।
(সহীহ বুখারী)
তাহলে…
এই পুড়তে থাকা ছেলেটি কি কুকুরের চেয়েও কম ছিলো?
সে কি কোনো. VIP. না ছিল বলে তার জীবন মূল্যহীন হয়ে গেলো?
না ভাই, এইটা কেবল দুর্ঘটনা না,
এইটা গজবের আলামত!
একটা জাতি তখনই ধ্বংস হয়,
যখন তারা অসহায়দের পাশে দাঁড়ানো বন্ধ করে দেয়।
আজ শুধু একজন ছেলেকে হারাইনি,
আমরা আমাদের বিবেক, মানবতা, ইসলামী দায়িত্ব সবকিছু পুড়িয়ে ফেলেছি।
আল্লাহ তুমি এই জাতিকে ক্ষমা করো…
আর হেদায়েত না দিলে,
তোমার গজবও যেন আমাদের চোখ খুলে দেয়।
#মানবতা_কোথায়
#অবিচার_বিবেকহীনতা
#গজবের_আলামত
#বাংলাদেশ_জেগে_ওঠো
#একটি_শিশুর_আর্তনাদ
#মরছে_মানবতা
#চোখে_দেখেও_চুপ
#ইসলামিকচেতনা
#আল্লাহর_আযাব
#আমরা_কোথায়_পৌঁছেছি
#আল্লাহর_ভয়_করুন