Tuktak Education

Tuktak Education টুকটাক এডুকেশন আর ফুল টাইম এন্টারটেইনমেন্ট ✅
YT Channel: Tukatak Education (5.5k Subscriber)
Mail for any enquary: [email protected]

stay connect to explore with meee

idk
11/10/2025

idk

10/10/2025

ব্রেকিং....

সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরির লেখক লাসলো ক্রাসনাহরকাই।

চলতি বছর শান্তিতে নোবেল পেয়েছেন ভেনেজুয়েলায় গণতন্ত্র আন্দোলনের নেত্রী মারিয়া করিনা মাচাদো।আর অশান্তিতে পেলেন ট্রাম্প😜...
10/10/2025

চলতি বছর শান্তিতে নোবেল পেয়েছেন ভেনেজুয়েলায় গণতন্ত্র আন্দোলনের নেত্রী মারিয়া করিনা মাচাদো।

আর অশান্তিতে পেলেন ট্রাম্প😜

49তম বিসিএসের বাংলা অংশের সমাধান!
10/10/2025

49তম বিসিএসের বাংলা অংশের সমাধান!

10/10/2025

বিশ্ব শিশুদের নোবেল পুরস্কারে মনোনীত হলেন সাতক্ষীরার সুদীপ্ত।

২০২৫ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনাহোরকাই। আজ বৃহস্পতিবার নোবেল কমিটি এই পুরস্কার ঘ...
10/10/2025

২০২৫ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনাহোরকাই। আজ বৃহস্পতিবার নোবেল কমিটি এই পুরস্কার ঘোষণা করে।

লেখক লাসলো ক্রাসনাহোরকাইকে ‘সমসাময়িক সাহিত্যজগতের অ্যাপোক্যালিপসের মাস্টার’ আখ্যা দিয়েছেন নোবেল কমিটির চেয়ার আন্দার্স ওলসন।

১৯৫৪ সালে রোমানিয়ার সীমান্তের কাছে দক্ষিণ-পূর্ব হাঙ্গেরির ছোট শহর জিউলাতে জন্মগ্রহণ করেন লাসলো ক্রাসনাহোরকাই। ১৯৮৫ সালে প্রথম প্রকাশিত তাঁর প্রথম উপন্যাস সাতানটাঙ্গোর প্রেক্ষাপটে এই গ্রামের চিত্র খুঁজে পাওয়া যায়।

এই উপন্যাসে হাঙ্গেরির গ্রামীণ এক পরিত্যক্ত সমবায় খামারে বাস করা একদল দরিদ্র মানুষের কথা বলা হয়েছে। সমাজতন্ত্রের পতনের ঠিক আগমুহূর্তে যাঁরা অনিশ্চয়তা ও নিরাশার মধ্যে দিন কাটাচ্ছেন। উপন্যাসটি হাঙ্গেরির সাহিত্য জগতে আলোড়ন সৃষ্টি করেছে। এই লেখকের ব্রেকথ্রু কাজ হিসেবে পরিচিতি পেয়েছে এই উপন্যাস।

লাসলো ক্রাসনাহোরকাই মধ্য ইউরোপীয় ঐতিহ্যের একজন মহাকাব্যিক লেখক। এই ধারার পরিচিত লেখক হলেন কাফকা। লাসলো ক্রাসনাহোরকাইয়ের লেখার ধরণে আছে উদ্ভট। তাঁকে নোবেল কমিটি বলেছেন ’চিন্তাশীল, সূক্ষ্মভাবে পরিমিত স্বর গ্রহণকারী’।

আজকে অনুষ্ঠিত ৪৯তম বিসিএস এর প্রশ্নপত্র👉👉জেনারেল অংশ।
10/10/2025

আজকে অনুষ্ঠিত ৪৯তম বিসিএস এর প্রশ্নপত্র👉👉জেনারেল অংশ।

ভিডিওটা মাত্রই দেখলাম। রাতের অন্ধকারে কিভাবে চোরেরা জুয়েলারি দোকানে ঢুকে ৫০০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে। সম্পূর...
10/10/2025

ভিডিওটা মাত্রই দেখলাম। রাতের অন্ধকারে কিভাবে চোরেরা জুয়েলারি দোকানে ঢুকে ৫০০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে। সম্পূর্ণ মুখ ঢাকা। কালো রঙের পোশাক পরে এসেছিলো চোরেরা। কারো মুখ দেখা যাচ্ছে না।। আজ সকাল বেলা শম্পা জুয়েলার্সের মালিক অচিন্ত্য কুমার বিশ্বাস বলেছেন- "আমার কোন শত্রু নেই। সবাই আমাকে ভালোবাসে। আমিও সবাইকে ভালোবাসি।"

এই কথা বলতে বলতে ভদ্রলোক কাঁদতে কাঁদতে বলেছেন- "আমার সব শেষ হয়ে গেছে এক দিনে। ২০ বছর ধরে তিলে তিলে এই একটা দোকানই গড়ে তুলেছি। আমার ৫ বছরের একটা মেয়ে আছে। এই মেয়েটাকে এখন আমি কিভাবে বড় করবো?"

বর্তমানে এক ভরি স্বর্ণের দাম প্রায় দুই লাখ টাকা। এর মানে দাঁড়াচ্ছে প্রায় ১০ কোটি টাকার স্বর্ণ চুরি হয়ে গেছে। এক রাতে মানুষটা পথে বসে গেছে। বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে- পুলিশ চাইলে পারে না, এমন কিছু নেই।

ভদ্রলোকের কথাগুলো আমার বুকে এসে বিঁধেছে। অচিন্ত্য কুমার বিশ্বাসের স্বর্ণগুলো ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করুন। মালিবাগ মার্কেটের মত জায়গায় তো রাতের বেলাও মানুষ থাকে। চোররা নিশ্চয় একা একা চুরি করতে যায়নি। পুলিশ চাইলে সব কিছু সম্ভব। এই মানুষটার স্বর্ণগুলো ফিরিয়ে দিন। রাষ্ট্র তুমি মানবিক হও।

অনেকে বলছেন- জুয়েলার্সে স্বর্ণ বন্ধক রাখা হয়। সেগুলো মালিক নিজে লুট করে এসব ঘটনা সাজায়। যদি এমনটাও হয়ে থাকে তাহলে মালিককেই ধরা হোক। মূল কথা- সুষ্ঠু তদন্ত হোক।

সরকারি হাসপাতালে গরীবদের জন্য ক্যান্সার রোগীদের কেমো থেরাপি কি ফ্রী দেয়ার ব্যবস্থা আছে? শুনলাম পাশের দেশে সরকারি হাসপাতা...
07/10/2025

সরকারি হাসপাতালে গরীবদের জন্য ক্যান্সার রোগীদের কেমো থেরাপি কি ফ্রী দেয়ার ব্যবস্থা আছে? শুনলাম পাশের দেশে সরকারি হাসপাতালে কেমো ফ্রী দেয়া হয়।

আমাদের এখানে না থাকলে সরকারের দায়িত্ব কি নেই!! কম দামের কেমো কি ফ্রী ব্যবস্থা করা যায় না! গরীব মানুষেরা তাহলে কী করবে! এখন তো সাহায্যও কেউ দিতে চায়না।

*** ছবির সত্যতা যাচাই করে নেবেন প্লিজ।

05/10/2025
এই হলো আমাদের শিক্ষার অবস্থা
04/10/2025

এই হলো আমাদের শিক্ষার অবস্থা

ইয়াশ রোহান প্রতি বছর দুর্গাপূজার দশমীতে জানায় সে হিন্দু এবং প্রতি বছর গালি খায়।
03/10/2025

ইয়াশ রোহান প্রতি বছর দুর্গাপূজার দশমীতে জানায় সে হিন্দু এবং প্রতি বছর গালি খায়।

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Tuktak Education posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share