Bashia - বাসিয়া

Bashia - বাসিয়া bashia

13/05/2025
আজ ২১ মার্চ। ২০২২ সালের ২১ মার্চ ছিল মারুফ হত্যাকে ভিন্ন ভাবে প্রভাবিত করতে নব্য মিরজাফরদের দাপটের দিন। এই দিন মুখ ও মুখ...
20/03/2024

আজ ২১ মার্চ। ২০২২ সালের ২১ মার্চ ছিল মারুফ হত্যাকে ভিন্ন ভাবে প্রভাবিত করতে নব্য মিরজাফরদের দাপটের দিন। এই দিন মুখ ও মুখোশ উন্মোচিত হয়েছিল অনেক অমানুষের। বিকাল ৪টার পরেই বিশ্বাসঘাকদের ভরাডুবি হয়। তারা তাদের অপকর্মের ফলাফল নিয়েই ঘরে ফিরে। ইতিহাসে তারাই বেঁচে থাকবে, কলংক নিয়ে আজীবন।
আর আমরা সেদিন অসহায়ভাবে মানষিক ভীষণ যন্ত্রনায়ই বীভৎস মানুষগুলোর চেহারা দেখেই চোখের পানি ফেলছিলাম। আর ¯্রষ্টার কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করেছিলাম, প্রভু ওদের জ্ঞান দাও।

ঠাকুরমার ঝুলি, ঠাকুরদার ঝুলি, রাজপুত্র ডালিমকুমার, রাজকন্যা কংকাবতী, রাক্ষস-খোক্ষস, ডাইনি বুড়ি এই বই ও চরিত্রগুলোর সাথে ...
05/03/2024

ঠাকুরমার ঝুলি, ঠাকুরদার ঝুলি, রাজপুত্র ডালিমকুমার, রাজকন্যা কংকাবতী, রাক্ষস-খোক্ষস, ডাইনি বুড়ি এই বই ও চরিত্রগুলোর সাথে জড়িয়ে আছে আমাদের মধুর শৈশব। যদিও এখনকার শিশুরা বইমুখী না হয়ে ডিভাইসমুখী হচ্ছে বেশী। এতে তাদের শরীর ও মনের উপর পড়তে পারে নেতিবাচক প্রভাব। হাসান হাফিজ লিখিত ছয়টি বিদেশী রূপকথা শিশুদেরকে বইমুখী করার একটি অন্যতম প্রচেষ্টার উদাহরণ। এতে লেখক বিভিন্ন দেশের রূপকথার সম্মেলন ঘটিয়েছেন যা পাঠ করলে শিশুরা পাবে তাদের মনের খোরাক। বইটি প্রকাশ করেছে বাসিয়া প্রকাশনী।
পাওয়া যাচ্ছে রকমারি ডটকমে। সরাসরি বইটি পেতে যোগাযোগ করুন ০১৭১১৪৮৪৬৬৮

সাজগোজ করতে বেশির ভাগ মেয়েরাই ভালোবাসে। ঠোঁটে একটু লিপস্টিকের ছোঁয়া, চোখে একটু কাজলের ছোঁয়া কে না পছন্দ করে? তবে সেই সাথ...
05/03/2024

সাজগোজ করতে বেশির ভাগ মেয়েরাই ভালোবাসে। ঠোঁটে একটু লিপস্টিকের ছোঁয়া, চোখে একটু কাজলের ছোঁয়া কে না পছন্দ করে? তবে সেই সাথে নিয়মিত ত্বকের যত নেওয়াটাও জরুরী। তা নাহলে মেকআপের মাধ্যমে ত্বকের সৌন্দর্য ঠিকমতো ফুটবে না। ডেইলি বিউটি রুটিন বইটিতে প্রতিদিনের রুপচর্চার বেসিক বিষয়গুলো তুলে ধরা হয়েছে যা নারী-পুরুষ সবারই কাজে লাগবে ও উপকার করবে।
বইটি পাওয়া যাচ্ছে অনলাইনে রকমারি ডটকমে। সরাসরি নিতে হলে যোগাযোগ করুন ০১৭১১৪৮৪৬৬৮

13/02/2024
ইংল্যান্ড প্রবাসী দক্ষিণ সুরমাবাসীর ভালোবাসায় সিক্ত হলাম। ধন্যবাদ শাহ ইমরান ভাইকে।
12/02/2024

ইংল্যান্ড প্রবাসী দক্ষিণ সুরমাবাসীর ভালোবাসায় সিক্ত হলাম। ধন্যবাদ শাহ ইমরান ভাইকে।

ভালোবাসার প্রিয় মানুষ ডা. তন্ময় ভট্টাচার্য। সাহিত্যের সকল শাখায় রয়েছে যার বিচরণ। বাংলাদেশ বেতারের একজন গীতিকার ও কথক তিন...
06/01/2024

ভালোবাসার প্রিয় মানুষ ডা. তন্ময় ভট্টাচার্য। সাহিত্যের সকল শাখায় রয়েছে যার বিচরণ। বাংলাদেশ বেতারের একজন গীতিকার ও কথক তিনি। বহুদিন পরে দাদার কর্মস্থলে আজ সাক্ষাৎ।

Address

Station Road
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Bashia - বাসিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bashia - বাসিয়া:

Share