MD Ashraful islam

MD Ashraful islam Iam Ashraful Islam,

উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদীস ও দায়ী, হাজারো আলীমের উস্তাজ, ইলমে নববীর জগতের এক উজ্জ্বল নক্ষত্র, উম্মাহর সম্পদ, ঐতিহ্...
20/01/2025

উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদীস ও দায়ী, হাজারো আলীমের উস্তাজ, ইলমে নববীর জগতের এক উজ্জ্বল নক্ষত্র, উম্মাহর সম্পদ, ঐতিহ্যবাহী দারুল ইফতা সৌদি আরবের সাবেক প্রতিনিধি, কালের স্মারক বিশ্ববিখ্যাত মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে রেকর্ড মার্কপ্রাপ্ত প্রতিভা,শায়খ আল্লামাহ ইসহাক আল মাদানী ইন্তেকাল করে তাঁর রাব্বে কারীমের দরবারে চলে গেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

25/09/2024

তেরা মেরা রিশতা কিয়া?
লা ইলাহা ইল্লাল্লাহ।
লাব্বাঈক ইয়া রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)
"হে রাসূল (صلى الله عليه وسلم)
যারা আপনার ইজ্জতে আঘাত করে।
এই দুনিয়ায় তার বেঁচে থাকার কোনো অধিকার নাই।
আর আপনার অপমানে যে নীরব থাকে,
সে আপনার উম্মত দাবি করার অধিকার নেই৷



.

শীঘ্রই এমন একটি যুগ আসবে, বাইরে থেকে মানুষকে মানুষই মনে হবে, কিন্তু ভেতর থেকে তারা হবে নেকড়ের চেয়েও নিকৃষ্ট। তাদের যুবকে...
30/06/2024

শীঘ্রই এমন একটি যুগ আসবে, বাইরে থেকে মানুষকে মানুষই মনে হবে, কিন্তু ভেতর থেকে তারা হবে নেকড়ের চেয়েও নিকৃষ্ট। তাদের যুবকেরা হবে ধূর্ত। শিশুরা হবে অস্থির, অশান্ত। বৃদ্ধরা হবে সৎকাজে আদেশ ও অসৎকাজে নিষেধ থেকে বিরত। তাদের মাঝে পাপিষ্ঠরা হবে সম্মানিত ও প্রভাবশালী। আর মুমিনরা হবে অপমানিত ও অধীনস্থ।
[ইবরাহিম ইবনু আদহাম (রা:)]

একজন সেলিব্রেটি, গায়ক, নায়ক, খেলোয়ারের কিছু হলে যে পরিমাণ বেদনা, সচেতনতা, তৎপরতা ও কোলাহল এই প্রজন্মের মাঝে দেখা যায়, তা...
19/03/2024

একজন সেলিব্রেটি, গায়ক, নায়ক, খেলোয়ারের কিছু হলে যে পরিমাণ বেদনা, সচেতনতা, তৎপরতা ও কোলাহল এই প্রজন্মের মাঝে দেখা যায়, তার কিঞ্চিতও দ্বীন ও উম্মাহর ইস্যুতে দেখা যায় না। একজন অমুসলিম কিংবা অশ্লিলতার প্রমোটার অথবা অনর্থক বিষয়ের ধারকবাহক ব্যক্তির মূল্যের চেয়েও দ্বীন ও উম্মাহর ইস্যু আজকে মুসলিমদের কাছে সামান্য হয়ে গেছে। এই মুসলিম সমাজের ব্যাপারেই তো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, স্রোতে ভাসা খড়খুটা।

— ইফতেখার সিফাত হাফিজাহুল্লাহ

05/03/2024

আমাদেরকে বরই দিয়ে ইফতার করতে বলা লোকগুলোই "প্যান প্যাসিফিক" থেকে খাবার অর্ডার দিয়ে ইফতার পার্টি করবে। এরাই গত বছর হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে ২০ হাজার টাকা কেজি দরের সোনায়-মুড়ানো জিলাপি কিনে ইফতার করেছিল। সে সময় সমাজের কথিত এলিট শ্রেণী এটা নিয়ে এত কাড়াকাড়ি শুরু করেছিল যে, অর্ডারের চাপ কুলাতে না পেরে সাত দিনের মাথায় বিক্রি বন্ধ করে দেওয়া হয়।
আজ তারাই আমাদের বরই দিয়ে ইফতার করতে বলে
আমাদের উপহাস করে!
কি দূর্ভাগ্য!!!

24/01/2024

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، أَنَّهُ سَمِعَ جَابِرًا، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِنَّ أَخْوَفَ مَا أَخَافُ عَلَى أُمَّتِي عَمَلُ قَوْمِ لُوطٍ" (الترمذي 1457)

অর্থঃ "আবদুল্লাহ ইবনু মুহাম্মাদ ইবনু আকীল (রহঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, জাবির (রাঃ)-কে আমি বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি যে কুকর্মটি আমার উম্মাতের মাঝে ছড়িয়ে পড়ার সর্বাধিক ভয় করি তা হল লুত সম্প্রদায়ের কুকর্ম।" (তিরমিজি -১৪৫৭)

আসুন সমকামীতার বিরুদ্ধে রুখে দাড়াই,
বিকাশ, ব্র্যাক ব্যাংক ও ব্র্যাকের যত প্রতিষ্ঠান আছে সব বয়কট করি।
নিজে সচেতন হই অপরকে সচেতন করি।
এটা আমাদের ঈমানী দায়িত্ব।

24/01/2024

স্বাধীন বাংলাদেশে সর্ব প্রথম সবার আগে হিজরাদের অধিকার নিয়ে কথা বলেছেন শায়েখ মিজানুর রহমান আজহারী।

তবে মনে রাখা দরকার, হিজরা বা থার্ড জেন্ডার আল্লাহ তায়ালার পক্ষ থেকে প্রাকৃতিক ভাবেই সৃষ্টি হওয়া মানুষ। কিন্তু ট্রান্সজেন্ডার নামে যারা নিজেদেরকে বিকৃতি করে পুরুষ থেকে নারী অথবা নারী থেকে পুরুষ হওয়ার চেষ্টা করছে তারা আসলেই ভন্ড। তারা পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নকারী গোষ্ঠী।

হিজরাদের অধিকার নিশ্চিত করা দরকার, তবে ট্রান্সজেন্ডারদের নয়। ট্রান্সজেন্ডারদের যদি এখনই না থামানো যায় তাহলে প্রকৃত হিজড়া সম্প্রদায় তাদের অধিকার থেকে বঞ্চিত হবে।

সমাজে হিজরাদের অধিকার প্রতিষ্ঠার সবচেয়ে বড় বাঁধা এখন এই ট্রান্সজেন্ডার নামক মহিলা আক্তার পুরুষগুলো। নিজেদেরকে ট্রান্সজেন্ডার দাবী করা ব্যক্তিরা পরিবার, সমাজ, রাষ্ট্র, এবং পরবর্তী প্রজন্মের জন্য হুমকি স্বরূপ।

বান্দরবান বিশ্ববিদ্যালয়।ছবি: Masum Ameer
23/09/2023

বান্দরবান বিশ্ববিদ্যালয়।

ছবি: Masum Ameer

লিঙ্ক কমেন্টের ঘরে...
23/09/2023

লিঙ্ক কমেন্টের ঘরে...

সাঈদী প্রেমিকদের স্থান বনফুলে নেই - এম এ মোতালেবসুতরাং বর্জন বনফুল!
19/09/2023

সাঈদী প্রেমিকদের স্থান বনফুলে নেই - এম এ মোতালেব
সুতরাং বর্জন বনফুল!

Address

Moulvibazar
Sylhet

Telephone

+8801762224327

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD Ashraful islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD Ashraful islam:

Share

Category