
20/01/2025
উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদীস ও দায়ী, হাজারো আলীমের উস্তাজ, ইলমে নববীর জগতের এক উজ্জ্বল নক্ষত্র, উম্মাহর সম্পদ, ঐতিহ্যবাহী দারুল ইফতা সৌদি আরবের সাবেক প্রতিনিধি, কালের স্মারক বিশ্ববিখ্যাত মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে রেকর্ড মার্কপ্রাপ্ত প্রতিভা,শায়খ আল্লামাহ ইসহাক আল মাদানী ইন্তেকাল করে তাঁর রাব্বে কারীমের দরবারে চলে গেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।