The Daily Sylheter Somoy

The Daily Sylheter Somoy newspaper

'আমরা নিরপেক্ষ নই, সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল'
বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। শতাধিক বছরের সাংবাদিকতার উর্বরভুমি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) সহ তিনশত ষাট আউলিয়ার পূণ্যস্মৃতি বিজড়িত দেশের আধ্যাতিক রাজধানী হিসেবে খ্যাত প্রাকৃতিক সৌন্দর্য ও সম্পদে ভরপুর, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য স্থান প্রবাসী অধ্যুষিত সিলেটের অসংখ্য সংবাদপত্রের ভিড়ে যোগ হ

লো আরো একটি নতুন পত্রিকা ‘দৈনিক সিলেটের সময়’। চিরায়িত বসন্ত পেরিয়ে প্রকৃতিতে এখন আম-লিচুর ঘ্রাণে ছোটাছুটি করছে মৌমাছি। সোনালি ধানের শীষে ভরা ফসলের মাঠে কৃষকের হাসি। মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র ও সমৃদ্ধশালী দেশ গড়ার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করলো সিলেটের সময়। ‘সত্য ও ন্যায়ের পক্ষে আমরা অবিচল’ এই অঙ্গীকার নিয়ে সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা, সততা তথা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার দ্বার উন্মোচনে আমরা সচেষ্ট থাকব। ন্যায়-নীতিনির্ভর সাংবাদিকতার চর্চা বরাবরই প্রাধান্য পাবে সিলেটের সময়। বাংলাদেশের সংবাদপত্রের অগ্রগতিতে স্বাধীন পত্রিকা দেশের জনগণের শক্তিশালী বাহক। দৈনন্দিন জীবনের নানা অপরিহার্য তথ্য প্রতিদিন পাঠকের হাতে তুলে দেয় সংবাদপত্র। গণতান্ত্রিক যে কোনো দেশে তা সুস্থ গণতান্ত্রিক সমাজের দর্পণ। সমাজ জীবনের দৈনন্দিন পরিস্থিতির সঙ্গে সম্পৃক্তায় এবং নিরন্তর তার বস্তুনিষ্ঠ উপস্থাপনায় সংবাদপত্র এখনও শক্তিশালী গণমাধ্যম। আমাদের এই অঞ্চলে সংবাদপত্রের বিকাশের পেছনে রয়েছে সুদীর্ঘ পথযাত্রা। নানা চড়াই-উতরাই আর ঘাত-প্রতিঘাত পেরিয়ে আমাদের সংবাদপত্র অঙ্গন আজকের পর্যায়ে উপনীত হয়েছে। বর্তমানে একুশ শতাব্দীর তথ্য-প্রযুক্তিনির্ভর যুগে সাংবাদিকতায় এসেছে নানা বৈচিত্র্য এবং বেড়েছে সুযোগ-সুবিধা। ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুুক্তিযুদ্ধসহ বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে সংবাদপত্র রেখেছে গুরুত্বপূর্ণ অবদান। ঔপনিবেশিক শাসন-শোষণ, নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে এ অঞ্চলের সংবাদপত্রের বলিষ্ঠ কণ্ঠস্বর বারবার প্রতিধ্বনিত হয়েছে। বিদ্রোহ ঘোষণা করেছে দুষ্কৃতিপরায়ণ শাসকগোষ্ঠীর বিরুদ্ধে। পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে স্বাধীনতার বীজ বপনে সংবাদপত্র সর্বদা নির্ভীক সৈনিকের মতো দায়িত্ব পালন করেছে। অসি অপেক্ষা মসি অধিকতর শক্তিশালী তা বিভিন্ন সময়ই দেখা গেছে। সুশাসন, মানুষের বাক-স্বাধীনতা, উদার মনমানসিকতা, গণতান্ত্রিক সমাজব্যবস্থা, মূল্যবোধ, আইনের শাসন, মানবাধিকার, তথ্য অধিকার, ন্যায়বিচার, সামাজিক শান্তি-সমঝোতা, দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক তথা সামগ্রিক সমৃদ্ধি অর্জনে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদপত্রের অবদান অনস্বীকার্য। এ ক্ষেত্রে গণমানুষের মাধ্যম হিসেবে সময়ের ধারাবাহিকতায় পাঠকের চাহিদামতো সংবাদ প্রকাশে সিলেটের সময়-এর প্রচেষ্টা অব্যাহত থাকবে। বর্তমানে সংবাদপত্র অঙ্গনে একটি পরিবর্তন লক্ষণীয়। বিশ্বজুড়ে অনেক সংবাদপত্র তাদের প্রিন্ট ভার্সন প্রকাশ বন্ধ করেছে নয়তো কমিয়ে দিচ্ছে। কিন্তু বিশ্বব্যাপী প্রিন্ট মিডিয়ার এই প্রবণতা থেকে আমাদের দেশের অবস্থান ভিন্ন। বরং নতুন নতুন সংবাদপত্র বাজারে আসছে। কেবল তাই নয়, জাতীয় সংবাদপত্র রীতিমতো একটি শিল্পে পরিণত হয়েছে। সম্প্রতি আমাদের দেশের প্রিন্ট মিডিয়ার চেয়ে ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া তুলনামূলকভাবে জনপ্রিয়তা অর্জন করছে। তবে সে তুলনায় ছাপা সংবাদপত্রের পাঠক তেমন কমেনি। বিশেষ করে আঞ্চলিক সংবাদপত্রের চাহিদা এখনো বিদ্যমান। কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর স্বার্থে নয়, পুরো মানবসমাজের সুন্দর, কল্যাণ ও সমৃদ্ধি বজায় রাখতে নিরলসভাবে অতন্দ্র প্রহরী হিসেবে কার্যক্রম অব্যাহত রাখবে ‘সিলেটের সময়’ এই অঙ্গীকার আমরা পুনঃব্যক্ত করে ২০১৮ সালের ১৮ এপ্রিল আমাদের পথচলা শুরু হয়। ভবিষ্যতেও আমরা আপনাদেরকে পাশে পেতে চাই।

12/08/2025

দুই হাজার পাওনা টাকা না দেওয়ায় ছু'রিকা'ঘা'তে সিলেটে যুবক খু*ন...

12/08/2025

সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতে রায়হান হত্যার প্রধান আসামী এস আই আকবরের জামিন স্থগিত করেছে ।

কানাইঘাটে বিএনপির জনসভায় খন্দকার আব্দুল মুক্তাদির:৩১ দফা বাস্তবায়ন হলে আগামীদিনেদেশ সবদিক থেকে এগিয়ে যাবেhttps://dailysy...
12/08/2025

কানাইঘাটে বিএনপির জনসভায় খন্দকার আব্দুল মুক্তাদির:
৩১ দফা বাস্তবায়ন হলে আগামীদিনে
দেশ সবদিক থেকে এগিয়ে যাবে

https://dailysylhetersomoy.com/nnn-5/

সাদাপাথর লুট ঠেকাতে প্রশাসনের কোন ব্যর্থতা ছিল না : জেলা প্রশাসক, সিলেট।
12/08/2025

সাদাপাথর লুট ঠেকাতে প্রশাসনের কোন ব্যর্থতা ছিল না : জেলা প্রশাসক, সিলেট।

কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় কয়েস লোদীপ্রতিটি সন্তান শিক্ষিত ও দক্ষ জনশক্তিতে পরিণত হলে দেশ এগিয়ে যাবেhttps://dailysylheter...
12/08/2025

কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় কয়েস লোদী

প্রতিটি সন্তান শিক্ষিত ও দক্ষ জনশক্তিতে পরিণত হলে দেশ এগিয়ে যাবে

https://dailysylhetersomoy.com/sd-895/

যে সকল সাংবাদিকরা দীর্ঘ ১৭ বছর যাবত মাসিক চাঁদা পাচ্ছেন, তাদের বিষয়ে কি কিছুই করার নেই ?
12/08/2025

যে সকল সাংবাদিকরা দীর্ঘ ১৭ বছর যাবত মাসিক চাঁদা পাচ্ছেন, তাদের বিষয়ে কি কিছুই করার নেই ?

মিরাবাজারস্থ আবাসিক হোটেল ‘গ্রেন্ড মাফী’র বিভিন্ন কক্ষে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ০৩ (তিন) জন প...
12/08/2025

মিরাবাজারস্থ আবাসিক হোটেল ‘গ্রেন্ড মাফী’র বিভিন্ন কক্ষে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ০৩ (তিন) জন পুরুষ ও ০৩ (তিন) জন নারী মোট ০৬ জনকে আটক করা হয়।

এসএমপি ডিবির অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ০৬ (ছয়) জন গ্রেফতারআজ (১১ আগস্ট) মহানগর গোয়েন্দা পুলিশ কোতোয়ালী মডেল...
11/08/2025

এসএমপি ডিবির অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ০৬ (ছয়) জন গ্রেফতার

আজ (১১ আগস্ট) মহানগর গোয়েন্দা পুলিশ কোতোয়ালী মডেল থানাধীন মিরাবাজারস্থ আবাসিক হোটেল ‘গ্রেন্ড মাফী’র বিভিন্ন কক্ষে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ০৩ (তিন) জন পুরুষ ও ০৩ (তিন) জন নারী মোট ০৬ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন:
১। চয়ন দেব (২২), ২। ছাহির আলী সামী (২২), ৩। ইমরান খান (২৫), ৪। তৃষা ভট্টাচার্য (২০), ৫। সুমাইয়া বেগম (২০), ৬। মাহিয়া সুলতানা মেহেদী (১৮)।

উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানার নন এফআইআর নং-৩২১, তারিখ-১১/০৮/২০২৫ খ্রিঃ ধারা-সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ রুজু হয়। গ্রেফতারকৃতদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

চাঁ:দাবা'জী, দখ'লবা'জীসহ বিএনপি’র নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভি'যোগে'র ভিত্তিতে সিলেট ...
11/08/2025

চাঁ:দাবা'জী, দখ'লবা'জীসহ বিএনপি’র নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভি'যোগে'র ভিত্তিতে সিলেট জেলাধীন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি সাহাব উদ্দিনের সকল দলীয় পদ স্থগিত করা হয়েছে।

তার স্থলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র সহ-সভাপতি হাজী আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

সিলেটের আলোচিত ঘ*টনা কানাইঘাটের শিশু মুনতাহা হ*'ত্যা*কা'ণ্ডের প্রধান আ*সামীর জামিন...শোনা যাচ্ছে, সিলেটের বহুল আলোচিত মু...
11/08/2025

সিলেটের আলোচিত ঘ*টনা কানাইঘাটের শিশু মুনতাহা হ*'ত্যা*কা'ণ্ডের প্রধান আ*সামীর জামিন...

শোনা যাচ্ছে, সিলেটের বহুল আলোচিত মুনতাহা হ*'ত্যা মাম*লার প্রধান আ*সামী জামিনে মু*ক্তি পেয়েছেন..

বিষয়টি মুনতাহার ভাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন..

সোমবার সকাল ৯ ঘটিকার সময় সিলেট জকিগঞ্জ মেইন রোডের বাবুর বাজার এর পশ্চিমে মেরিট হোম স্কুল এর সামনে একটি যাত্রবাহি বাস খাদ...
11/08/2025

সোমবার সকাল ৯ ঘটিকার সময় সিলেট জকিগঞ্জ মেইন রোডের বাবুর বাজার এর পশ্চিমে মেরিট হোম স্কুল এর সামনে একটি যাত্রবাহি বাস খাদে পড়ে যায়..

একুশ বছর পর এমসি কলেজ ছাত্রদলের নির্বাচনে সভাপতি সামী, সম্পাদক জুনেদhttps://dailysylhetersomoy.com/o-447/
11/08/2025

একুশ বছর পর এমসি কলেজ ছাত্রদলের নির্বাচনে সভাপতি সামী, সম্পাদক জুনেদ

https://dailysylhetersomoy.com/o-447/

Address

Nehar Market, 2nd Floor, Zindabazar
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when The Daily Sylheter Somoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Daily Sylheter Somoy:

Share

Category