Hr.Busrah Talukdar Sima

Hr.Busrah Talukdar Sima I'm not alone.I'm gonna have a long duration.With a son.Every part of my body lives in insects.So my?
(1)

মানুষের যেমন জন্ম-মৃত্যু আছে,
ঠিক তেমনি ইচ্ছেরও জন্ম-মৃত্যু আছে।
ইচ্ছেরা জন্মায়, ইচ্ছেরা মারা যায়।🥀

ইচ্ছেরা মারা গেলে—
কিছুই ভাল্লাগে না আর।
লিখতে ভাল্লাগে না,
কথা বলতে ভাল্লাগে না,
গল্প করতেও ভাল্লাগে না।
আকাশ দেখতে ভাল্লাগে না।
'আজ চাঁদ দেখেছেন' শুনতেও ভাল্লাগে না।

তখন আর কারো শুভরাত্রি লাগে না,
ঘুমপাড়ানিও লাগেনা তার আর।
সে তখন একা একা কথা বলে,
একা একা বাতি নেভায়,
আর একা একাই ঘুমিয়ে পড়ে
একা আকাশের মতো।

06/10/2025

-Trust Allah for everything,No matter What happens. And say Alhamdulillah.🤍🍁

30/09/2025
30/09/2025

প্রয়োজনে সবাই সবাইকে ব্যবহার করে😅
হয়তো আমিই শুধু একজন যে, প্রয়োজন না খুঁজেই মানুষের সাথে সবসময় ভালো ব্যবহার করি,এবং ভালো থাকার চেষ্টা করি 🥹

এটাই হয়তো আমার জীবনের প্রথম এবং শেষ সমস্যা 😅

তোমাকে সুপার মা, সুপার স্ত্রী, সুপার মেয়ে, সুপার গৃহিণী, সুপার পেশাজীবী, সুপার নারী হতে হবে না।কারণ যখন তোমার শরীর ভেঙে...
27/09/2025

তোমাকে সুপার মা, সুপার স্ত্রী, সুপার মেয়ে, সুপার গৃহিণী, সুপার পেশাজীবী, সুপার নারী হতে হবে না।
কারণ যখন তোমার শরীর ভেঙে পড়বে, তখন খুব অল্প মানুষই মনে রাখবে যে তুমি একসাথে সবকিছু হতে চেয়েছিলে।

তাই ঘরটাকে পরে গুছিয়ে নাও, হাঁটতে বের হও, পার্কে যাও, জিম শুরু করো, নিজের জন্য আইসক্রিম কিনে খাও, বিউটি স্যালুনে যাও, যেসব পোশাক তোমার ভালো লাগে তা পরো, নিজের হও, নিজের যত্ন নাও, নিজেকে ভালোবাসো—আর এসব করো কেবল নিজের জন্য।

ছেলে/মেয়ে বড় হবে, স্বামী অনেক সময় ছেড়ে চলে যায়, চাকরিতে দ্রুত বদলি এসে যায়, ঘর আবার নোংরা হয়ে যায়—কিন্তু তুমি, তুমি হয়তো দ্বিতীয় সুযোগ পাবে না ❤️


তাসনিম জারা বাংলাদেশের ইতিহাসে ১ম মেয়ে যিনি ২০১৬ সালে দাদীর  একটা সুতির শাড়ি পরে কোন গয়না আর মেক আপ ছাড়াই খালেদ সাইফুল্ল...
25/09/2025

তাসনিম জারা বাংলাদেশের ইতিহাসে ১ম মেয়ে যিনি ২০১৬ সালে দাদীর একটা সুতির শাড়ি পরে কোন গয়না আর মেক আপ ছাড়াই খালেদ সাইফুল্লাহকে বিয়ে করেন। তাসনিমের সেই বিয়ের ছবি ভাইরাল হয়ে যায় এবং বিস্ময়করভাবে অধিকাংশ মেয়েরাই তাসনিমের এই গয়না আর মেক আপ বিহীন বিয়েকে স্টান্টবাজি হিসেবে সমালোচনা করেছিলেন।

পরবর্তীতে অবশ্য তাসনিম জারা বহুবার প্রমাণ করে দিয়েছেন যে নারী হিসাবে পাহাড় সমান উচ্চতায় উঠতে মেধা আর যোগ্যতাই যথেষ্ট, মেক আপ লাগে না। তাসনিম এখনো কোন মেক আপ করেন না। আসলে করার প্রয়োজনই পড়ে না।

তাসনিম জারা ভিকারুননিসা - ঢাকা মেডিকেল কলেজ এর ছাত্রী। ঢাকার অ্যাপোলো হাসপাতালে রেসিডেন্ট মেডিক্যাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এভিডেন্স-বেইজড হেলথ কেয়ার বিষয়ে ডিসটিংশনসহ স্নাতকোত্তর ডিগ্রি (মাস্টার্স) সম্পন্ন করেন। ২০২১ সাল থেকে তিনি ক্যামব্রিজ ইউনিভার্সিটি হাসপাতালসমূহে অভ্যন্তরীণ চিকিৎসা বিষয়ে রেসিডেন্ট হিসেবে কর্মরত। তাসনিম ইতিমধ্যে ইংল্যান্ডের প্রেস্টিজিয়াস MRCP ডিগ্রিও সম্পন্ন করেছেন।

জারা 'সহায় হেলথ' নামক একটি ডিজিটাল প্ল্যাটফর্মের সহ-প্রতিষ্ঠাতা, যা বাংলাভাষী জনগণের জন্য প্রমাণভিত্তিক স্বাস্থ্যসেবা তথ্য প্রদান করে। ২০২৩ সালে জারা ‘সহায় প্রেগন্যান্সি’ মোবাইল অ্যাপের উন্নয়নে নেতৃত্ব দেন, যা গর্ভাবস্থার প্রতিটি সপ্তাহের জন্য তথ্য ও পরামর্শ প্রদান করে।

গবেষক হিসেবে তাসনিম জারা আন্তর্জাতিক পর্যালোচিত জার্নালে একাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। কোভিড-১৯ মহামারির শুরুতে তাসনিম জারা বাংলাভাষায় স্বাস্থ্যবিষয়ক ভিডিও তৈরি করা শুরু করেন যা ফেসবুক আর ইউটিউবে প্রচন্ড জনপ্রিয় হয়।

তাসনিম জারার কোভিড-১৯ প্রতিরোধ, টিকা সংক্রান্ত সচেতনতা, প্রজনন স্বাস্থ্য এবং মানসিক সুস্থতা নিয়ে ভিডিওগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে দৃষ্টি আকর্ষণ করে। বিবিসি, স্কাই নিউজ, আইটিভি এবং ফাইন্যান্সিয়াল টাইমস-এর মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তার কার্যক্রম নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। ২০২১ সালে, যুক্তরাজ্য সরকার তাকে বৈশ্বিক "ভ্যাকসিন লুমিনারি" হিসেবে স্বীকৃতি প্রদান করে।

তাসনিম জারার বয়স মাত্র ৩১ বছর। চাইলেই শুধু ডাক্তার হিসাবে কিংবা ফেসবুক, ইউটিউব কন্টেন্ট তৈরি করেই এই মেয়েটা কোটি কোটি টাকা উপার্জন করতে পারেন। কিন্তু উনি সবকিছু স্যাক্রিফাইস করে এসেছেন বাংলাদেশের রাজনীতিকে বদলাতে, তরুণ প্রজন্মকে নেতৃত্ব দিতে আর পুরো বাংলাদেশের দায়িত্ব নিতে।

বিনিময়ে এই প্রচন্ড মেধাবী আর জ্ঞানী মেয়েটাকে আমরা কি দিলাম? যুক্তরাষ্ট্রের একটা এয়ারপোর্টে অশ্লীল গালাগালি আর অপমান!!

১৯৭১ সাল হতে ২০২৪ সাল, পুরো ৫৩ বছরে যত ছাত্রলীগ, যুবলীগ আর আওয়ামী লীগ নারী নেতাকর্মী এসেছে, তাদের মধ্যে মাত্র ১জনকে দেখান যিনি এই বয়সেই জ্ঞানে, কর্মে, ব্যবহারে আর দেশপ্রেমে তাসনিম জারার সমান!!

তাসনিম জারাকে অপমান করার অর্থ হল, বাংলাদেশকেই অপমান করা। কারণ এই মেয়েটা বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে। 💁🏻‍♀️
©️এটি একটি কপি পোস্ট, তবে আমি আমার ব্যক্তিত্ববোধ থেকে বলতে পারি উনার মত মানুষ থেকে আমাদের inspiration হওয়ার দরকার।🤍
ব্যক্তিগতভাবে উনি আমার পছন্দের একজন মানুষ 🤍😊

12/09/2025

ভাঙ্গা হৃদয় শুধু ব্যর্থ হয় না, মাঝেমধ্যে জীবনে সফল হবার জন্য প্রতিজ্ঞা করে।💪🏻

কখনো ভেঙ্গে পড়লে সেই ভেঙ্গে পড়াকেই মনে করো- পরাজিত তো হলামই, আর তো হারানোর কিছু নেই। এখন এমনভাবে উঠে দাঁড়াবো, সবাইকে দেখিয়ে দেবো💪🏻।

09/09/2025

__মায়া ত্যাগ করো ঘুমিয়ে পড়ো মায়া মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেয়...!! 😅💔🖤

09/09/2025

জীবনটা যদি কুত কুত খেলার মত হতো🙄 তাহলে থুক্কু দিয়া আবার প্রথম থেকে শুরু করতাম .🙂😁

🔹দরিদ্র ছেলের সাথে বিয়ে হওয়ার কারণে অনাহারে মারা গিয়েছে এমন কোন নারী পাওয়া যাবে না।তবে, এমন অনেক নারী পাওয়া যাবে যার বিয়...
09/09/2025

🔹দরিদ্র ছেলের সাথে বিয়ে হওয়ার কারণে অনাহারে মারা গিয়েছে এমন কোন নারী পাওয়া যাবে না।
তবে, এমন অনেক নারী পাওয়া যাবে যার বিয়ে ধনী কিন্ত ফাসেক ছেলের সাথে হওয়ার কারণে সেই নারী নির্যাতনের শিকার আর অপদস্থের ভার বইতে বইতে নিজের ব্যক্তিত্ব, মান-সম্মান আর শান্তির মৃত্যু হয়েছে। [যেন যিন্দা লাশ]

সুতরাং,
নিজের মেয়ের জন্য দ্বীন এবং সদাচরণে ধনী এমন পরহেযগার ছেলে খুঁজুন।

কারণ,
ধন-দৌলত অস্থায়ী সম্পদ হলেও উত্তম চরিত্র আর দ্বীনদারীতা স্হায়ী সম্পদ।

- আমীন বিন ইউসুফ মাদানী

শুভ সকাল 🦋✅
04/09/2025

শুভ সকাল 🦋✅

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Hr.Busrah Talukdar Sima posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share