Hr.Busrah Talukdar Sima

Hr.Busrah Talukdar Sima I'm not alone.I'm gonna have a long duration.With a son.Every part of my body lives in insects.So my?
(1)

মানুষের যেমন জন্ম-মৃত্যু আছে,
ঠিক তেমনি ইচ্ছেরও জন্ম-মৃত্যু আছে।
ইচ্ছেরা জন্মায়, ইচ্ছেরা মারা যায়।🥀

ইচ্ছেরা মারা গেলে—
কিছুই ভাল্লাগে না আর।
লিখতে ভাল্লাগে না,
কথা বলতে ভাল্লাগে না,
গল্প করতেও ভাল্লাগে না।
আকাশ দেখতে ভাল্লাগে না।
'আজ চাঁদ দেখেছেন' শুনতেও ভাল্লাগে না।

তখন আর কারো শুভরাত্রি লাগে না,
ঘুমপাড়ানিও লাগেনা তার আর।
সে তখন একা একা কথা বলে,
একা একা বাতি নেভায়,
আর একা একাই ঘুমিয়ে পড়ে
একা আকাশের মতো।

ছেলেরা বুঝবে কি করে তার মা 😅
28/07/2025

ছেলেরা বুঝবে কি করে তার মা 😅

সারাদিন কত বকাঝকা করি, কখনো রেগেও উঠি… কিন্তু ঘুমিয়ে থাকা এই নিষ্পাপ মুখটা দেখলেই নিজেকে বড্ড অপরাধী মনে হয় 🥹😞
27/07/2025

সারাদিন কত বকাঝকা করি, কখনো রেগেও উঠি… কিন্তু ঘুমিয়ে থাকা এই নিষ্পাপ মুখটা দেখলেই নিজেকে বড্ড অপরাধী মনে হয় 🥹😞

20/07/2025

সাবধান
আপনার ব্যাপারে
কেউ যেন
আল্লাহর কাছে অভিযোগ না করে 😔😔

মীর মুগ্ধ —আজ তাঁর চলে যাওয়ার এক বছর।এক বছর আগে ঠিক এই দিনেই শেষবারের মতো ফেসবুকে ৪-৫টি পোস্ট দিয়েছিলেন।সেই পোস্টে ছিল ক...
18/07/2025

মীর মুগ্ধ —

আজ তাঁর চলে যাওয়ার এক বছর।
এক বছর আগে ঠিক এই দিনেই শেষবারের মতো ফেসবুকে ৪-৫টি পোস্ট দিয়েছিলেন।
সেই পোস্টে ছিল ক্ষোভ, ছিল যন্ত্রণার চিৎকার, আর ছিল আওয়ামী সন্ত্রাসীদের প্রতি তীব্র ঘৃণার ভাষা।

তিনি জানতেন, এ স্বৈরাচার এর পতন হবে। তাইতো বন্ধুকে বলছিলেন এক সাথে বিজয় মিছিল করবে। কিন্তু তা আর হয়ে উঠলো না!

জানতেন, সত্য বললে, প্রতিবাদ করলে জীবন ঝুঁকিতে পড়তে পারে। তবু থেমে থাকেননি। তিনি কলম চালিয়েছেন, কণ্ঠ তুলেছেন, দাঁড়িয়ে গেছেন অত্যাচারের মুখোমুখি। শেষ পর্যন্ত শহীদের মর্যাদা নিয়ে চলে গেলেন —একটি নিঃশ্বাস নেওয়ারও সুযোগ পাননি, গুলি করে থামিয়ে দেওয়া হয় তাঁর প্রতিবাদ।

মুগ্ধ বেঁচে নেই,
কিন্তু তাঁর সাহস, তাঁর ঘৃণা, তাঁর রক্ত—এই রাষ্ট্রের মাটিতে আজও বাজে!
শহীদ মুগ্ধ, তুমি বেঁচে থাকবে প্রতিটি প্রতিবাদে, প্রতিটি চোখের আগুনে।
তোমার মৃত্যুর হিসেব এই হাসিনা কে একদিন দিতেই হবে।

তুমিই শিখিয়ে ছিলে কোনো কিছু আদায় করতে হলে বুক পেতে দিতে হয়। বন্দুকের সামনে দাড়াতে হয়। শহিদ হয়ে জাগিয়েছিল ঘুমিয়ে থাকা কো...
16/07/2025

তুমিই শিখিয়ে ছিলে কোনো কিছু আদায় করতে হলে বুক পেতে দিতে হয়। বন্দুকের সামনে দাড়াতে হয়। শহিদ হয়ে জাগিয়েছিল ঘুমিয়ে থাকা কোটি হিংস্র বাঘকে। তারা লড়ছে তোমার জন্য। রাস্তায় নেমে এসেছে শিক্ষক, শিক্ষার্থী, শ্রমজীবী, চাকরিজীবী, জনতা, মা বাবা, রাজনীতিবিদরা। তুমি অমর, তুমি চিরজীবী বেঁচে থাক চিরকাল কোটি বাঙালির হৃদয়ে।

১৬ই জুলাই
শহিদ আবু সাঈদের
শাহাদাৎ বার্ষিকী..

🙂🙂🙂😐🫤
29/06/2025

🙂🙂🙂😐🫤

অতীতের ভুল। বর্তমান সংকট। ভবিষ্যৎ পরিকল্পনা। কাউকে বলবে না !💚শুভ রাত্রি 🤍
27/06/2025

অতীতের ভুল। বর্তমান সংকট। ভবিষ্যৎ পরিকল্পনা।

কাউকে বলবে না !💚
শুভ রাত্রি 🤍

25/06/2025

মাংসের পিঠা রেসিপি 😋😋 খেতে কিন্তু অনেক দারুন হয়েছে 👌🏻🤗

25/06/2025

'সম্ভব নয়' সবার মনের মতো হওয়া 💙✨

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Hr.Busrah Talukdar Sima posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share