Pranto online Graphics Design

Pranto online Graphics Design Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pranto online Graphics Design, Digital creator, Subanighat, Sylhet.

28/04/2024

সদ্য স্নাতক পাস করা মেয়েকে ভাল একটা উপহার দেয়ার জন্য বাবা তাকে নিয়ে তাদের গ্যারেজে গেলেন। বললেন, ‘এখানের এই গাড়িটা অনেক বছর আগে আমি ক্রয় করেছিলাম। এখন এর অনেক বয়স হয়ে গেছে। তোমার খুশির এই মুহূর্তে গাড়িটি আমি তোমাকে উপহার হিসেবে দিতে চাই। তবে তার আগে তুমি এটি বিক্রির জন্য ব্যবহার করা গাড়ির শোরুমে যাও এবং দেখ তাঁরা গাড়িটির কত দাম বলে।’

মেয়ে ব্যবহৃত গাড়ির শোরুম থেকে বাবার কাছে ফিরে এসে বলল, ′তাঁরা এই গাড়ির মূল্য এক হাজার ডলার বলেছে, কারণ এটি দেখতে খুব পুরনো আর জরাজীর্ণ।’

বাবা বললেন, ‘এবার গাড়িটি একটা ভাঙ্গারি দোকানে নিয়ে যাও, দেখ ওরা কি বলে!’ মেয়ে ভাঙ্গারি দোকান থেকে ফিরে এসে তাঁর বাবাকে বলল, ‘এটা অনেক পুরনো গাড়ি বলে ওরা মাত্র ১০০ ডলার দাম দিতে চায়।′

বাবা তখন তাঁর মেয়েকে একটি গাড়ির ক্লাবে গিয়ে গাড়িটা দেখাতে বললেন। মেয়ে গাড়িটি ক্লাবে নিয়ে গেল এবং ফিরে এসে খুশিতে তাঁর বাবাকে বলল, ‘ক্লাবে কিছু লোক খুবই কৌতূহলি হয়ে গাড়িটি পর্যবেক্ষণ করলো এবং এর জন্য এক লক্ষ ডলার অফার করেছে। যেহেতু এটি একটি আইকনিক গাড়ি।’

তখন বাবা তাঁর মেয়েকে বললেন, ‘সঠিক জায়গার সঠিক লোক তোমাকে সঠিক ভাবেই মূল্যায়ন করবে। আর যদি কোথাও তোমাকে মূল্য না দেওয়া হয়, তবে মন খারাপ করবে না। বুঝে নিবে এর মানে তুমি কোন ভুল জায়গায় আছো। তাঁরাই তোমার মূল্য দিবে, যাদের নিজেদের মূল্যবোধ আছে, গুণের মর্ম উপলব্ধি করার মত যোগ্যতা আছে। সে জায়গায় কখনো পড়ে থাকবে না যেখানে তোমার প্রকৃত মূল্যায়ন কেউ উপলব্ধি করতে পারে না।

সংগৃহীত পোস্ট।

স্যালাইনকে শরবত বা জুস ভাবা বন্ধ করুন  এবং অবশ্যই ঔষধ মনে করুন।  আজকে সোনাগাজীতে ২১ বছর বয়সের একজন ছেলের রক্তে সোডিয়াম ল...
27/04/2024

স্যালাইনকে শরবত বা জুস ভাবা বন্ধ করুন এবং অবশ্যই ঔষধ মনে করুন।
আজকে সোনাগাজীতে ২১ বছর বয়সের একজন ছেলের রক্তে সোডিয়াম লবণ পেয়েছি ১৬০ (স্বাভাবিক হল ১৩৫ -১৪৫ )। তার ইতিহাস থেকে জানলাম পড়শু দিন গরম বেশি লাগায় সে ৩ টি স্যালাইন একসাথে মিশিয়ে এক গ্লাসে খেয়েছে। এরপর থেকে তার অস্থিরতা , মাংস ব্যথা ,মাথা ঘুরানো এবং তীব্র বমি ভাব হচ্ছে।
জটিলতায় চরম পর্যায়ে ব্রেইন কোমায় যেতে পারে , অতঃপর মৃত্যু । মৃত্যুর কারণ কেউ জানবেনা , বলবে কিভাবে কিভাবে যেন মরে গেল!!!!

✅ কি করতে হবে ?
স্যালাইন খেতে হলে অবশ্যই ৫০০ মিলি পানিতে একটি স্যালাইন মিশিয়ে খেতে হবে।

- সংগৃহীত

যে সকল বাড়িতে প্রিপেইড মিটার আছে তারা এটা নিজ আইডিতে শেয়ার করে সঙ্গে রাখতে পারেন....800 : মোট বিদ্যুৎ ব্যবহারের পরিমান।...
20/04/2024

যে সকল বাড়িতে প্রিপেইড মিটার আছে তারা এটা নিজ আইডিতে শেয়ার করে সঙ্গে রাখতে পারেন....

800 : মোট বিদ্যুৎ ব্যবহারের পরিমান।

801 :বর্তমান ব্যালেন্সের (টাকা) পরিমাণ।

802: বর্তমান তারিখ দেখা।

803
: বর্তমান সময় দেখা।

804 : মিটারের সিরিয়াল নাম্বার।

806 : রিলে সংযোগ বিচ্ছিন্নের কারণ

807 : মিটারের অবস্থা দেখা।

808 : বর্তমান সংযুক্ত লোড

809 : ট্যারিপের সূচক দেখা।

810 ইমার্জেন্সি ব্যালেন্সের পরিমাণ

811 ইমার্জেন্সি ব্যালেন্স সচল (Activate) করতে

812 : সংকেত (Alarm) বন্ধ করা.

813 : কত দিনের বিদ্যুতের ব্যবহার

814 : বর্তমান মাসের বিদ্যুত ব্যবহারের পরিমান

815 : সর্বশেষ রিচার্জের তারিখ

816 : সর্বশেষ রিচার্জের সময়

817 : সর্বশেষ রিচার্জের পরিমাণ

819 : বিদ্যুত বন্ধের সময়

13/04/2024
09/04/2024

আসুন দুইটি পরিবারের অবস্থা দেখি

১. বাসায় যে ছুটা বুয়া কাজ করে তার মাসিক ইনকাম ১৩০০০ টাকার মত, দুই বেলা খাবার সহ। তার স্বামী রিক্সা চালিয়ে আয় করে মাসে প্রায় ১৮০০০-২০০০০ টাকা। তাদের ১২ বছরের একটা ছেলে টেম্পুতে হেলপারি করে পায় ৬০০০ টাকা। ঐ পরিবারের মাসিক আয় ৩৯০০০ টাকা। মা,ছেলের ২ বেলা খাবার ফ্রি।
এরা যে বাসায় থাকে তার ভাড়া ৭০০০ টাকা। সব খরচ মিটিয়ে প্রতিমাসে সমিতিতে জমা করে ৮০০০ টাকা, জমার পরেও গত কয়েক বছরে গ্রামের বাড়িতে জায়গা কিনেছে ১০ শতাংশ।

২. বিশ্ববিদ্যালয় থেকে বছর দশেক আগে মাস্টার্স করা ছেলে রফিকুল ইসলাম, বিবাহিত, ৮ বছরের ছেলে আছে। একটা বায়িং হাউসে চাকরি করত। করোনার কারনে চাকরি চলে যায়, দীর্ঘদিন বেকার থেকে বহু চেষ্টা তদবির করে আরেকটা প্রতিষ্ঠানে চাকরি পায়। বেতন সর্বসাকুল্যে ২৮৫০০ টাকা, ৩ দিন লেট হলে ১ দিনের বেতন কাটা। ২ রুমের বাসা নিয়ে ঢাকায় থাকে, বাসা ভাড়া সমস্ত বিল সহ ১৪,০০০ টাকা। বাকি ১৪,৫০০ টাকা দিয়ে খাওয়া, যাতায়াত, কাপড়চোপড়, চিকিৎসা, বাচ্চার লেখাপড়া সব। ২০ দিন যেতে না যেতেই টাকা শেষ। এরপর ধার দেনা করে চলতে হয়। জমানো বা সম্পদ করা তো দুরের কথা

** দেশে ১ কোটি দরিদ্র পরিবারকে টিসিবি কার্ড দেওয়া হচ্ছে কম দামে পণ্য কেনার জন্য।
এই কার্ড কে পাওয়ার যোগ্য- কাজের বুয়া নাকি রফিকুল ইসলাম?

কোন্ ক্রাইটেরিয়াতে দারিদ্র্যতা সঙ্গায়িত হয় বাংলাদেশে, আয় দিয়ে নাকি সামাজিক অবস্থান দিয়ে?

এক বােতল ১ লিটার জলের মূল্য সাধারণত ১৫ টাকা । যেটা দোকানে এখন ১৬-১৮ টাকায় পাওয়া যায় । বাসে ট্রেনে বিক্রি করে ২০ টাকায...
14/10/2023

এক বােতল ১ লিটার জলের মূল্য সাধারণত ১৫ টাকা । যেটা দোকানে এখন ১৬-১৮ টাকায় পাওয়া যায় । বাসে ট্রেনে বিক্রি করে ২০ টাকায় । আর ফাইভ ষ্টার হােটেলে ২০০ টাকা যদিও এয়ারপাের্টের ভিতরে তা ৩০০ টাকা । একই বােতল এবং একই ব্রান্ড পরিবর্তন শুধু স্থানের । ভিন্ন ভিন্ন জায়গায় সেই একই জিনিসের দাম পরিবর্তন করে দিয়েছে ।
সুতরাং নিজেকে যদি কখনাে মূল্যহীন মনে হয় তবে একই স্থানে না থেকে জায়গা পরিবর্তন করে দেখুন । সাহস যােগাড় করে নিজের গন্ডি পরিবর্তন করে এমন স্থানে যান যেখানে মানুষ আপনাকে গুরুত্ব প্রদান করে । নিজেকে এমন কিছু মানুষের মাঝে নিয়ে যান যারা আপনার মুল্য বুঝে আপনার কাজে উৎসাহ প্রদান করে।😊🙂

ঘটনা তাহলে এই🙃🤭শুধুমাত্র বিনোদনের জন্য 🤣🤣🤣🤣🤣
09/10/2023

ঘটনা তাহলে এই🙃🤭

শুধুমাত্র বিনোদনের জন্য 🤣🤣🤣🤣🤣

ফুটপাতের সুস্বাদু ঝালমুড়ি থেকে শুরু করে অতিথি আপ্যায়ন কিংবা পার্কে বসে প্রেমিকার সাথে গল্প করতে করতে মুঠোয় মুঠোয় খাওয়া চ...
07/10/2023

ফুটপাতের সুস্বাদু ঝালমুড়ি থেকে শুরু করে অতিথি আপ্যায়ন কিংবা পার্কে বসে প্রেমিকার সাথে গল্প করতে করতে মুঠোয় মুঠোয় খাওয়া চানাচুর যেভাবে বানানো হয়...

Address

Subanighat
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pranto online Graphics Design posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share