23/02/2024                                                                            
                                    
                                                                            
                                            ★★আবেগ এবং ভালোবাসার আরেক নাম "হাসি খুশি ক্লাব"★★
 # # অসাম্প্রদায়িক  মিলন মেলার আরেক নাম হাসিখুশি ক্লাব।  # #
★ গত ১০ বছর যাবৎ, এলাকার মানুষের ভালোবাসায় সিক্ত আমরা। অল্প সময়ে, গোছালো ভাবে এত বড় পরিসরে, এত সুন্দর একটি পুজা পরিচালনা করা খুব কঠিন হলেও,আমার  বন্ধু-বান্ধব ও এলাকায় সকল মানুষের সহযোগিতার কারনে তা অতি সহজেই  সম্ভব হয়। আমরা "হাসি খুশি ক্লাব" আপনাদের সাথে আছি আর থাকব।যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন, আপনাদের প্রতি সারাজীবন ঋনি হয়ে থাকব। আর যারা মানসিকভাবে সহযোগিতা করেছেন আপনাদের কে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।আশা করি সব সময় আপনাদেরকে পাশে পাব।
ভবিষ্যতে আপনাদের নিয়েই এগিয়ে যেতে চাই।
★★ পরিশেষে  বলতে চাই, এত সুন্দর একটি ক্লাব পরিচালনা করতে যারা সহযোগিতা করেন, সেই সকল বড় ভাই ও  বন্ধুরা আজীবন, আমার মনের মনিকোটায় থাকবে।তোমাদের মত বন্ধু  পেয়ে আমি গর্বিত।ভালো থাকিস।, ভালোবাসা অভিরাম।
 # দেখা হবে-২০২৫  এ!!!
 # বি:দ্র: আমাদের কোন ভুল হলে, অভিমান /অভিযোগ না করে, সমাধানের রাস্তা দেখালে উপকৃত হব।