Holy Tahzib Media

Holy Tahzib Media Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Holy Tahzib Media, Media/News Company, Sylhet.

28/12/2023

বিপদের সময় যারা পাশে থাকেন,তারা হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ,তাদের কখনো হারাতে দিবেন না।।

28/12/2023

মানুষের জীবন কতটা অদ্ভুত তাই না???

আজ যদি মারা যাই কালকে আমি থাকবো না কিন্তু আমার আইডি, পোস্ট, সব কিছুই থেকে যাবে।
দুইদিন পরে সবকিছু আগের মতোই থাকবে শুধু আমিই থাকবো না।
যে আমিটাকে ঘিরে এতো প্রয়োজন এতো আয়োজন সেই আমিটাই আর পৃথিবীতে থাকবো না....

সবকিছু ছেড়ে হঠাৎ একদিন বিদায় নিতে হবে
তাহলে কি লাভ এই মিথ্যা দুনিয়ার পিছনে ছুটে😥
আল্লাহুম্মাগফিরলী

28/12/2023

কষ্টগুলোকে আকাশ ছুঁতে দাও।
যদি কখনো কালো মেঘের আনাগোনা তোমার মনকে বিষিয়ে তুলে ,
তবে রবের দরবারে হাত উঠিয়ে চোখ দিয়ে ভারী বর্ষণ করাও ।
দেখবে কালো মেঘ কেটে গেছে । কালো মেঘ ভেদ করে "ভরসার সূর্য " তোমার পৃথিবীকে আলোকিত করছে ।
দেখবে কেমন এক জান্নাতি সুখ তোমায় পেয়ে বসেছে ।

তোমার কষ্টের কথা গুলো এমন জনকেই বলা উচিত যে তোমার কষ্ট দেওয়ার পরিবর্তে বুকে তুলে নিবে ; তোমার ভারী বোঝা হালকা করে দিবে ।

এখন বল,
আল্লাহকে ছাড়া আর কে আছে ?
যে তোমার কষ্ট গুলো খুব ভালো ভাবে বুঝবে !
ওয়াল্লাহি , তিনি ছাড়া আমাদের কষ্ট বুঝার কেউ নেই ।
সাহায্য করার কেউ নেই । ভালোবাসার কেউ নেই ।

সবাই যা পারে তা হলো , খুব করে কষ্ট দেওয়া ।।
আর অনেক বেশি পরিমাণে যন্ত্রণা দেওয়া ।।

আর আমার রব আল্লাহ কেবল তাঁর 'রহমতের নীড়ে'ই ডাকেন ।
আলহামদুলিল্লাহ

28/12/2023

রোজ কাঁদি
কাঁদার পর ফের হাসি
আবার কাঁদি
তো আবার হাসি
এইতো জীবনের চলার গতি

28/12/2023

যেদিন থেকে আমি জানতে পেরেছি, আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না,
সেদিন থেকে আমার হৃদয়ে একটা অদ্ভুত প্রশান্তি তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ!
সেদিন থেকে আমি কাউকে নিজের প্রতিদ্বন্দি ভাবিনা, কারও ভালো দেখে আমি কাতর হইনা। জীবনে যা যা পাইনি তার কোনটাই আমার রিজিকে ছিলোনা বিশ্বাস করেছি এবং সেজন্য আফসোস হয়নি আর কোনদিন।আমি একটা শান্তির দীর্ঘশ্বাস ছেড়ে সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি।
নিজের রিজিক নিয়ে দুশ্চিন্তার কিচ্ছু নেই। আমার বা আপনার ভাগেরটুকু কেও নিতে পারবেনা, এই আওকাত আল্লাহ তায়ালা কাউকে দেননি।
"রিজিকের ফায়সালা আসমানে হয়, জমিনে না"
আর হ্যা! শুধু খাদ্যদ্রব্যই কিন্তু রিজিক নয়!পরিবারের সুখশান্তি, পেশাজীবনের সফলতা, নেক জীবনসঙ্গী, নেক সন্তান, উত্তম আখলাক,টাকা পয়সা, নেককার বন্ধুও রিজিকের অন্তর্ভুক্ত।
©

19/08/2023

@ফলোয়ার

মাওলানা মাহফুজ আহমদ সাহেবের।দারুল উলূম (ওয়াকফ) দেওবন্দের দাওরায়ে হাদিসের তালিবুলইলম ভাইদের সঙ্গে আরবিতে  ইলমি মুযাকারাহ।...
05/08/2023

মাওলানা মাহফুজ আহমদ সাহেবের।দারুল উলূম (ওয়াকফ) দেওবন্দের দাওরায়ে হাদিসের তালিবুলইলম ভাইদের সঙ্গে আরবিতে ইলমি মুযাকারাহ। আল্লামা মুহাম্মাদ আনওয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ এর সুযোগ্য নাতি শায়খুল হাদিস সায়্যিদ আহমদ খিজির শাহ সাহেব হাফিযাহুল্লাহ এর হুকুমে।

02/05/2023

পুরুষ তার শ্বশুরবাড়িতে যে পরিমাণ আদর যত্ন পায়, নারী তার শ্বশুরবাড়িতে তার একভাগও পায় না!'🙂

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Holy Tahzib Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share