গণকণ্ঠ জকিগঞ্জ

গণকণ্ঠ জকিগঞ্জ অশ্বারোহী মুসাফির।

আহ!একটা বোতাম চাপলেই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ফিরে যেতে পারতেন পরিবারে, জীবনের কাছে। নিজেকে বাঁচানোর সুযোগ ছিল তাঁর হাত...
21/07/2025

আহ!
একটা বোতাম চাপলেই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ফিরে যেতে পারতেন পরিবারে, জীবনের কাছে। নিজেকে বাঁচানোর সুযোগ ছিল তাঁর হাতে। জরুরি পরিস্থিতিতে বিমানের নিয়ন্ত্রণ সিট ত্যাগ করে প্যারাসুট নিয়ে নিজের প্রাণ রক্ষায় লাফ দেননি তিনি। বিধ্বস্ত হওয়ার আগে ফাঁকা জায়গায় নেওয়ার চেষ্টা করেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত।

তাঁর যে বিমানটি, সেটি ছিল পুরনো এক F-7। একটা যুদ্ধবিমান, যার জায়গা ২০২৫ সালের আকাশে থাকার কথা না। তবু সেটিই উড়ছিল— কারণ দুর্নীতি এখনও উড়ছে এই দেশের আকাশে, আর সেই দুর্নীতির ভার বইছে এই প্রজন্মের সাহসীরা।

তৌকির আকাশে মারা যাননি। তিনি মরে গিয়েছিলেন অনেক আগেই— যেদিন বাজেট চুরি হয়েছিল, যেদিন সিদ্ধান্ত হয়েছিল ১৯৭৬ সালের বাতিল বিমান দিয়েই চলবে আধুনিক যুগের প্রশিক্ষণ।

এই সিস্টেম তাঁর জন্য কিছুই রাখেনি— না কোনো নিরাপত্তা, না কোনো বিকল্প। রেখে গেছে কেবল ঝুঁকি, মরচে ধরা লোহা, আর এক তরুণ অফিসারের নিশ্চিত মৃত্যু।

উত্তরায় বিমান বিধ্বস্তের এই ভয়াবহ ঘটনায় শুধু তৌকির নন, প্রাণ হারিয়েছেন আরও অনেকে। তাঁদের সবার আত্মার মাগফিরাত কামনা করি।

আমরা গভীরভাবে শোকাহত। তাঁদের পরিবার-পরিজনের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।

আহত যারা হয়েছেন, আল্লাহ যেন তাঁদের দ্রুত সুস্থতা দান করেন।

আর যেন কোনো তরুণ তৌকিরকে,একটা মরচে ধরা বিমানের সঙ্গে জীবন বিসর্জন দিতে না হয়।

সংগৃহীত

উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন কলেজ এর ক্যাম্পাসে স্কুল ছুটির মুহুর্তে একটি ভবনের উপর বিমান বিধস্ত হয়েছে। ওই ভবনে মূলত প্লে গ...
21/07/2025

উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন কলেজ এর ক্যাম্পাসে স্কুল ছুটির মুহুর্তে একটি ভবনের উপর বিমান বিধস্ত হয়েছে। ওই ভবনে মূলত প্লে গ্রুপ থেকে নিয়ে বাচ্চাদের ক্লাস হতো। ক্লাস শেষে ঠিক ছুটির মুহুর্তে বিমান বিধস্ত হয়েছে। বহু হতাহতের আশঙ্কা!!

19/07/2025

উইমেন্স মডেল কলেজ সিলেট এর সুনামধন্য অধ্যক্ষ জনাব Abdul Wadud Tapadar সাহেবের সাথে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময়। সরাসরি,,,,

অনেক অনেক শুভকামনা প্রিয় ভাগনা, এগিয়ে যাও।
30/06/2025

অনেক অনেক শুভকামনা প্রিয় ভাগনা, এগিয়ে যাও।

স্বপ্নের টিভির পরিচালক আজাদুর রহমান দেশের শীর্ষ গণমাধ্যম কালের কণ্ঠ মাল্টিমিডিয়া রিপোর্টার হিসাবে নিয়োগ পেলেন।

সাইফুর রহমান:-

আজ (২৬ জুন) রোজ বুধবার বাংলাদেশের শীর্ষ গণমাধ্যম কালের কণ্ঠ মাল্টিমিডিয়া রিপোর্টার হিসাবে নিয়োগ পেলেন স্বপ্নের টিভি ও স্বপ্নের কৃষি টিভির পরিচালক সেই সাথে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নিবার্হী সদস্য আজাদুর রহমান।

আজাদুর রহমানকে আজ কালের কণ্ঠের হেড অফিস থেকে মাল্টিমিডিয়া রিপোর্টার হিসাবে নিয়োগ দেওয়া হয়। মাল্টিমিডিয়া ইনচার্জ রাজিবুল হাসান ও নুসরাত জাহান কলির কাছ থেকে নিয়োগ পত্র গ্রহণ করেন।

স্বপ্নের টিভি টিমকে আজাদুর রহমান বলেন, দেশ সেরা চ্যানেলে কাজের সুযোগ পেয়ে আনন্দিত এবং সর্বদা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে চান।

আজাদুর রহমানের এ অর্জনে এলাকায় বইছে আনন্দের জোয়ার এবং বিভিন্ন মাধ্যমে অনেকেই জানাচ্ছেন শুভেচ্ছা।

24/06/2025
24/06/2025
ভদ্রলোকের নাম  Pratik Joshi, গতো ছয় বছর ধরে লন্ডনে থাকেন। ফ্যামিলি নিয়ে বিরাট স্বপ্ন তার।  ওয়াইফ, আর তিন বাচ্চা নিয়ে লন্...
12/06/2025

ভদ্রলোকের নাম Pratik Joshi, গতো ছয় বছর ধরে লন্ডনে থাকেন। ফ্যামিলি নিয়ে বিরাট স্বপ্ন তার। ওয়াইফ, আর তিন বাচ্চা নিয়ে লন্ডনে থাকবেন,একটা সুন্দর লাইফ হবে উনাদের। উনার ওয়াইফ আর বাচ্চাকাচ্চা ইন্ডিয়াতেই থাকে।

অনেক অপেক্ষা আর কাগজপত্র সব হয়ে যাওয়ার পর অবশেষে সেই দিন আসলো! ভদ্রলোক উড়াল দিলেন ফ্যামিলি সহ লন্ডনের উদ্দেশ্য! বিমানে উঠে ছবিটা তুললেন, রিলেটিভ দের পাঠালেন।

বিমান উড়াল দেওয়ার ৪০ সেকেন্ড এর মধ্যে বিমান দুর্ঘটনায় পড়লো! সবাই শেষ! এই ফ্যামিলির কেউ ই বেঁচে নেই!

এতো বছর ধরে 'জীবিত' স্বপ্ন অবশেষে পূরন হচ্ছিলো তাদের কিন্তু শেষ হইয়াও হইলোনা শেষ!

এই ফ্যামিলির ঘটনা টা শুনে আমার ওই যে ওই কথাটাই মাথায় আসছে, 'বড়লোক হলে এটা করবো, টাকা হলে ওটা করবো!' টাইপের স্বপ্ন গুলা কি আসলেই সবার পূরন হয়?
এই ভদ্রলোকের কথাই ধরুন, টাকা হলো, সব হলো কিন্তু লন্ডনে একসাথে আর থাকা হলো না!

কিছুই ফেলে রাখতে নেই! যখন যা মন চায়,সেটাই করার চেষ্টা করা দরকার কারন আপনি ও জানেন না কখন কি ঘটে যাবে!

©

22/03/2024

প্রিয় Shahed Nijam এর মনোমুগ্ধকর তেলাওয়াত!

10/03/2024

বয়ানের মধ্যখানে মায়ের অসুস্থতার খবর আসলে কান্না ভেঙ্গে পড়েন আমাদের সবার প্রিয় মুফতি ছাব হুজুর। আল্লাহ পাক হুজুরের আম্মাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!জকিগঞ্জ তাবলীগ মারকাজ এর মুরুব্বি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল কাইয়ুম...
06/03/2024

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!
জকিগঞ্জ তাবলীগ মারকাজ এর মুরুব্বি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব আজ রাত১১:৫০ মিনিটের সময় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ইন্তেকাল ফরমািয়াছেন।
জানাজার নামাজের সময় পরে জানানো হবে।
আল্লাহ পাক হযরতকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন।

06/03/2024

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন প্রিয় ভাগিনা Muhammad Zakaria তার দাম্পত্য জীবন অনাবিল সুখ শান্তিতে ভরে উঠুক।

কৈফিয়ৎ : এতটা দ্রুত সবকিছু ঘটে গেছে, আমরা কাছের দূরের অনেককেই বিষয়টা অবহিত করতে পারি নাই বলে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি। আশা করি প্রিয়জনেরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

25/02/2024

বৃঃখলাছড়া প্রঃ সমাজসেবা পরিষদ এর সম্মানিত সভাপতি জনাব Shihab U Ddin এর বাড়িতে প্রিয়জনদের সাথে সুন্দর এক সকাল।

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when গণকণ্ঠ জকিগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share