
28/07/2025
যারা দূরে ছিল তারা দূরেই আছে
কাছাকাছি ঘেঁষে চলে যায় দুটি নদী ।
একটি আকাশ আছে উপরে
টুপ করে মাঝে মাঝে একটা নদী উপর থেকে ঝরে পড়ে ।
উপরে নিচে দুটি নদী
কেউ বয়ে চলে ; কেউ ঝরে পড়ে ।
কেউ কেউ ছায়ার মতো লেগে থাকে
কেউ কেউ শুধুই ছায়া
কেউ কেউ শুধু ছায়াই নয়, বুকের মধ্যে বর্শা হয়ে বিঁধে থাকে ;
শুধু বুকের মাঝেই অনুভুত হয় ।