Bonna's Dairy

Bonna's Dairy এটা আমার ক্যানভাস। এখানে আমি আমার মনের কোণে উঁকি দেয়া রঙ-বেরঙের কথাগুলোর আঁকিবুঁকি করি।

নিষ্প্রাণ মূর্তি আর মনুষ্যত্বহীন মানুষ,এদের মাঝে কোন প্রভেদ নাই!
18/09/2025

নিষ্প্রাণ মূর্তি আর মনুষ্যত্বহীন মানুষ,
এদের মাঝে কোন প্রভেদ নাই!

বাস্তবতার কঠিন স্পর্শে,জীবনের রঙ বদলায়!
16/09/2025

বাস্তবতার কঠিন স্পর্শে,
জীবনের রঙ বদলায়!

নিজের বুদ্ধি লোপ পেলে,অন্যের পরামর্শ কাজে লাগেনা!
15/09/2025

নিজের বুদ্ধি লোপ পেলে,
অন্যের পরামর্শ কাজে লাগেনা!

শুভ সকাল প্রিয় বাংলাদেশ,,।
10/09/2025

শুভ সকাল প্রিয় বাংলাদেশ,,।

উলুবনে যত ছড়ানো মুক্ত ছিলোএকে একে সব কুড়িয়ে নিয়েছি হাতে ,খাল কেটে যত কুমির আনানো ছিলোদিয়েছি নোটিশ ,  ছেড়ে চলে যায় যাতে ।...
08/09/2025

উলুবনে যত ছড়ানো মুক্ত ছিলো
একে একে সব কুড়িয়ে নিয়েছি হাতে ,
খাল কেটে যত কুমির আনানো ছিলো
দিয়েছি নোটিশ , ছেড়ে চলে যায় যাতে ।
শূণ্য গোয়ালে দুষ্টু গরুর ভীড়
তবু সয়ে গেছি , উপায় না কিছু পেয়ে ।
বদলের যুগে প্রবাদও বদলে যাক
নাই মামা ভালো , কানা মামাদের চেয়ে ।

হঠাৎ-ই দেখা ,"কেমন আছো ?  " বলতেইঘুরে তাকালো ঋতু-দি ।ইউনিভার্সিটির তাক লাগানো সুন্দরীঋতুদির কপালে তখন ,সদ্যবিবাহের উদগ্র...
08/09/2025

হঠাৎ-ই দেখা ,
"কেমন আছো ? " বলতেই
ঘুরে তাকালো ঋতু-দি ।

ইউনিভার্সিটির তাক লাগানো সুন্দরী
ঋতুদির কপালে তখন ,
সদ্যবিবাহের উদগ্র লাল স্বাক্ষর ।
পরনে বাতাসের মতো স্বচ্ছ জামদানী ।
গোল মুখের অধিকাংশই ঢাকা পড়েছে
অবিন্যস্ত চুলের অনধিকার চর্চায় ।
মুচকি হেসে বললো - " প্রেমে আছি " ।

এরপর কারশেডের গা ছুঁয়ে বেড়ে ওঠা
কৃষ্ণচূড়া গাছটার পাতা ঝরেছে কয়েকবার... ।

আবারও দেখা একদিন...
অফিস ফেরতা পরিশ্রান্ত ঋতু-দি ...।
" আছো কেমন " জিজ্ঞেস করতেই
মরিয়া হাসলো , কপালের ঘাম মুছে বললো
" ধন্দে আছি " ।

তারপর প্রায় ভুলেই গিয়েছিলাম তাকে ।
ধর্মতলাগামী ভীড় বাসে
আচমকা পিঠে হাত - দেখি ঋতুদি ।
নিজেই বললো ,
" বুঝলি আসলে প্রেম টেম বলে কিছু হয়না

শুভ সকাল ❤️❤️
03/09/2025

শুভ সকাল ❤️❤️

বৃষ্টি 💜💜
30/08/2025

বৃষ্টি 💜💜

শহরের চেনা গলি পেরিয়ে,আজও আমি হাঁটি সেই পুরনো চায়ের দোকানের পথে।পাশে নতুন বিলবোর্ড,চা-দোকানটা পাল্টেছে রঙ, কিন্তু কোণা...
29/08/2025

শহরের চেনা গলি পেরিয়ে,
আজও আমি হাঁটি সেই পুরনো চায়ের দোকানের পথে।
পাশে নতুন বিলবোর্ড,
চা-দোকানটা পাল্টেছে রঙ, কিন্তু কোণাটা ঠিক আগের মতো।
চা-এর কাপটা হাতে নিয়ে ভাবি,
তুমি আর আমি ! কী সহজ ছিল... একসাথে চুপ করে থাকা;
কেউ বলিনি ভালোবাসি ,
তবু মনজুড়ে ছিল সাজানো সব শব্দের মিছিল।

কত নুতন বন্ধু সব করে আনাগোনা  ,নুতন জিনিস নুতন করে হয় কত জানা ।নুতন ভাষা নুতন জ্ঞান নুতন কত সঞ্চয়  ,নুতন কবিবন্ধুদের সাথ...
25/08/2025

কত নুতন বন্ধু সব করে আনাগোনা ,
নুতন জিনিস নুতন করে হয় কত জানা ।
নুতন ভাষা নুতন জ্ঞান নুতন কত সঞ্চয় ,
নুতন কবিবন্ধুদের সাথে হয় নুতন পরিচয় ।

নুতন নুতন কত কিছু জানতে বুঝতে পারি ,
নুতন নুতন কাব্যের স্বাদ পাই নুতন করি ।
জন্ম নিলাম নুতন করে এই ধরার উপরি ,
নুতন নুতন জ্ঞান অর্জন করি পাঠ্যপাঠ করি ।

নুতন নুতন কত কিছুই নুতন করে দেখি ,
সভ্যযুগে হালফ্যাশানে অবাক হলাম একি ।
নুতন এই নগ্ন নুতন সভ্যতায় নিমজ্জিত দেখি ,
নুতন এই ভুমন্ডলে নুতন ভাবে চিনতে শিখি ।

নুতন করে নুতন মেলা নুতন হৃদয়ের খেলা ,
নুতন করে তৃষ্ণা মিটায় বই পাঠে জ্ঞানের বেলা ।
এইতো মনে খোরাক হৃদয়ের শান্তি মেটার পালা ,
জীবনের মিটে খিদে খুধাতুরের মিটে জীবন জ্বালা ।

অহংকার করে যাদের নাই বিদ্যা বুদ্ধি আহাম্মকেরা ,
অপরকে করে পরিহাস জ্ঞানহীন মুর্খ দূরমুখ যারা ।

নীরবতাই কি সমস্যার সমাধান  ,নাকি নীরব সমস্যার প্রতিবিধান  ।বাস্তবে সমস্যার রোশানলে জ্বলে দেশ ,নাই কারো দৃঢ়তা করবে হিংসার...
24/08/2025

নীরবতাই কি সমস্যার সমাধান ,
নাকি নীরব সমস্যার প্রতিবিধান ।
বাস্তবে সমস্যার রোশানলে জ্বলে দেশ ,
নাই কারো দৃঢ়তা করবে হিংসার শেষ ।

চেতনার ধ্বংস অবক্ষয়ের বিমূর্ত প্রতীক ,
কেউ কি বলতে পারো পথ আছে অধিক ।
করে মিথ্যাকে অবলম্বন নাম নেয় মানবিক ,
জয়মাল্য পরে আর কতদিন রবে বাস্তবিক ।

মিথ্যার জয়মাল্য শুকায় গলে থাকেনা সঠিক ,
পোকা হয়ে পচন ধরে দুর্গন্ধ ছড়ায় চতুর্দিক ।
চারিদিকে ঘনায় মিথ্যার কালোমেঘ আকস্মিক ,
ধোঁয়াসা রঙে প্রকৃতি চাদরে ঘিরে দিগ্বিদিক ।

ছপছপ টুপটাপ চুপচাপ বাতায়নে জল ঘিরে ,
ঝপঝপ পায়ের তলার কাদাজল উঠে শিরে ।
বোধবুদ্ধি জ্ঞান সব ধুলায় লুটায় যায় গড়াগড়ি ,
জ্বালিয়াত ধান্দাবাজের দল ছলে নেয় সব কাড়ি ।

সত্য আজ ধামা চাপা মিথ্যা উচ্চশিরে দাঁড়ায় ,
সৎ পথে চললে সত্যিকথা বললে নরকবাস হয় ।
সবকিছুই উল্টো পাল্টা সৎমানুষ এখন কেউই নয় ,
বাঁকা পথে যেই চলে সেই সর্বদাই সবস্থানে মহাশয় ।

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bonna's Dairy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share