Bonna's Dairy

Bonna's Dairy এটা আমার ক্যানভাস। এখানে আমি আমার মনের কোণে উঁকি দেয়া রঙ-বেরঙের কথাগুলোর আঁকিবুঁকি করি।

নীল আকাশে ভেসে চলে সাদা মেঘের রথবুকের ভিতর কাঁপে আজ অতীত সুখের সাগর।তোমার চোখে যেন দেখি গোধূলির আলোযেন সূর্য ডুবে গিয়েও...
06/10/2025

নীল আকাশে ভেসে চলে সাদা মেঘের রথ
বুকের ভিতর কাঁপে আজ অতীত সুখের সাগর।
তোমার চোখে যেন দেখি গোধূলির আলো
যেন সূর্য ডুবে গিয়েও রেখে যায় আলো।

শিউলি ফুল ঝরে পড়ে ভোরের পথঘাটে
তেমনি তোমার স্মৃতি আসে প্রতিটি প্রহরে।
নদীর ঢেউ বলে যায় প্রেম অমলিন চিরকাল
যতই দূরে যাও তুমি হৃদয় খোঁজে ঠিক সেই তাই

পাখিরা গায় প্রেমের সুর, পাতায় বাজে বীন,
তোমার নামেই লিখেছি আমি জীবনের দিন।
মৃত্যু যদি আসে একদিন নিঃশব্দ পদতলে
জেনে রেখো ভালোবেসেছি এই হৃদয় জ্বেলে জ্বেলে।

কে তুমি আগুনের আঁখিদ্বার খুলে এ দুয়ারে এসেছো সবে !ভাঙা বুকে ছিটিয়েছো প্রেমের ফুলমানুষ মানুষকে ছাড়া বাঁচে নাযতটা তুমি ...
03/10/2025

কে তুমি আগুনের আঁখি
দ্বার খুলে এ দুয়ারে এসেছো সবে !
ভাঙা বুকে ছিটিয়েছো প্রেমের ফুল
মানুষ মানুষকে ছাড়া বাঁচে না
যতটা তুমি আছো দূর !

আকাশের সীমানা জানিনা নীল বেদনা বুঝি না
তুমি আছো তাই মেঘ আমি খুঁজি না ।
বৃষ্টিতে ভিজছে তোমার মন
আর আমার এ দুটি আঁখি বন্দী হয়েছে সেখানে।

ক্রমশ নিজেকে আরো ভালোবাসা
এ অনন্ত ভৈরব জানে কি আছে সেথা !
তুমি কি জানো নীরবে ব্যথার কত যন্ত্রণা ?
অভিমানে দূরে সরে যাওয়া যায়
তবে ভুলে থাকা যায় না কখনও

দিবসের মামলা বিবশের আর্তনাদ
তোমাকে কতটা জেনেছি ! কতটা বুঝেছি !
আমার অপরিচয়ের ঠিকানা তোমার বুকে আঁধার
বিনিদ্র রজনী তারা গুনে গুনে তোমাকে ভেবেছি
যা মিলিয়ে দেখলে কয়েকটি দীর্ঘ আলোক বর্ষের সমান।

তোমার ওই দুটি আগুনের আঁখি
হৃদয়ের বাতাসে উড়েছি অজানা পথে
হলুদ কাগজের নৌকার দুনিয়াই বসবাস
আর তোমাকে সেখানে ভালোবেসেছি চিরকাল।।

শুভ সকাল 💜
03/10/2025

শুভ সকাল 💜

জীবন যেদিকে বয়ে যায় সেদিকেই আমি নীরবতা চেয়েছি আমৃত্যু ক্রোধশূন্যতাটিকে থাকার লড়াই এ আমি শূন্যউপচক্রাকার চোখের বিপ্লব...
02/10/2025

জীবন যেদিকে বয়ে যায় সেদিকেই আমি নীরবতা চেয়েছি আমৃত্যু ক্রোধশূন্যতা
টিকে থাকার লড়াই এ আমি শূন্য
উপচক্রাকার চোখের বিপ্লবে বিশ্বাসী নম্রতা।

আবেগের প্রতিটি ক্ষণে নিভে যায় আশার আলো,নিরাশার অন্ধকারে ঢেকে যায় সব ভালো।জগতের বিরুদ্ধে সবকিছু চিরন্তন নয়,তবুও স্বপ্ন...
28/09/2025

আবেগের প্রতিটি ক্ষণে নিভে যায় আশার আলো,
নিরাশার অন্ধকারে ঢেকে যায় সব ভালো।
জগতের বিরুদ্ধে সবকিছু চিরন্তন নয়,
তবুও স্বপ্ন দেখি আমি, জানি হবে জয়।
পৃথিবীর বুকে আজও আঁধার ঘনীভূত,
তবুও হৃদয়ে জ্বলে আশার আলো অদ্ভুত।
ভোরের সোনালী আলোয় দূর হবে আঁধার,
নতুন দিনের স্বপ্নে বিভোর এই মন আমার।
নীরবে নিভৃতে স্বপ্ন দেখি আমি,
একদিন এই পৃথিবী হবে স্বপ্নভূমি।
হিংসা-দ্বেষ ভুলে গিয়ে, ভালোবাসার টানে,
গড়ে তুলব নতুন এক জগৎ, মানুষের কল্যাণে।
আঘাত আসুক যতই, ভয় করি না আর,
স্বপ্নের পথে এগিয়ে যাবো, ভেঙে সব বাধার।
বিশ্বাস রাখি নিজের উপর, জানি পাবো জয়,
একদিন এই পৃথিবী হবে শান্তির আশ্রয়।।

আমি জানি —একদিন তোমার আশ্চর্য অনুশোচনায়আপনাকে কাদাবে স্তব্ধ কণায়,নিরবে ঝলসে নামবে অশ্রুজল;তা জেনেও আমি তোমাকেজ্বালাতন কর...
27/09/2025

আমি জানি —
একদিন তোমার আশ্চর্য অনুশোচনায়
আপনাকে কাদাবে স্তব্ধ কণায়,
নিরবে ঝলসে নামবে অশ্রুজল;
তা জেনেও আমি তোমাকে
জ্বালাতন করি,
কোনো অজানা মোহে নয়,
কেবল আবেগের বশে।

আমি জানি—
তুমি ভুলতে পারবে না কোনদিন,
একদিন ঠিকই স্মৃতির জাদুঘরে তুলে রাখবে
আমার নামের প্রতিটি অক্ষর,
তা সত্ত্বেও —
আমি প্রহর গুনি অপেক্ষার,
যার সীমা — যুগান্তর পেরিয়েও
ব্যাপৃত হয় মহাকাল ব্যাপী।

আমার প্রতীক্ষা—
সে কোটি বছর ধরে বহমান,
জন্ম দেয় অজস্র বিরহের;
তোমার দৃষ্টিতে প্রেম—
সে তো ক্ষণজন্মা টিস্যু পেপার;
যে আজ তোমার হৃদয়ে,
আর কাল ডাস্টবিনে।

প্রকৃত সম্পর্কে দূরত্ব বলে কিছু নেই"
23/09/2025

প্রকৃত সম্পর্কে দূরত্ব বলে কিছু নেই"

তুমি কি কখনো মানুষ দেখেছ?দেখেছ কি তার ভিতরের প্রকৃত রুপ!কখনো অনুভবের দেয়ালে একেছো কি--অমানুষের বিভৎস চিত্র রেখা!খেয়ালের ...
20/09/2025

তুমি কি কখনো মানুষ দেখেছ?
দেখেছ কি তার ভিতরের প্রকৃত রুপ!
কখনো অনুভবের দেয়ালে একেছো কি--
অমানুষের বিভৎস চিত্র রেখা!
খেয়ালের দুয়ারে বসে,
পড়েছো কি ভালো আর মন্দের,
বিপরীত ইতিহাস!
ভেবেছো কি, রাত আর দিনের মাঝে চলছে কি এক---
আলো অন্ধকারের খেলা!
কখনো শরতের পড়ন্ত বিকেলে,
হৃদয়ের খোলা জানালায় একাকী-
নির্জন গৃহে বসে ভেবেছো কি,
মানুষ কাকে ব'লে!
কি তার আসল পরিচয়--
ভাবনার আকাশে কখনো উদয় হয়নি,
সত্যের শ্বাশত সূর্য!
তাই তুুমি চিরকাল অন্ধকারেই রয়ে গেলে!
আঁধার নামের মহাসাগরে ডুবে,
তুমি আলোর কথা বলতে গিয়ে-
মাঝে মধ্যে হটাৎ চমকে উঠতে!
খেয়ালি মনের হেয়ালি আবেগে,
কখনো মুখ বিকৃত করে--
যখন প্রকৃত মানুষের অনুসন্ধান করো,
তখন সত্যি আমি বিস্মিত হই!
আজ মনের রাজ্যে,
তুুমি স্বাধীন এক রাজকুমারী---
খেয়াল খুশিতে যা ইচ্ছে তাই করতে পারো---
যদি মনে করো প্রাচীন সভ্যতার এই মেকি দেয়াল ভেঙে,
চলে যাবে দুরের কোন এক -
পাড়া গাঁয়ের রাখালের ঘরে!
যেতে পারো,কোন বাঁধা নেই!
নেই কোন সীমানা প্রাচীর,
নেই কোন দেশের কাঁটাতার!
স্বাধীন মনের জগতে তুমিই শাসক--
তোমার রাজ্য জয়ের ইচ্ছায়,
যে মানুষ এতকাল সাধনা করেছিলো-
অনেক দিন আগেই--
সেই কুমার অপমৃত্যুর,
অসীম জগতে হারিয়ে গেছে!
তোমার স্বাধীন সত্তার অধিকারে
যেখানে খুশি চলে যেতে পারো--
কেউ কিছু বলবেনা, কেউ বাঁধা দেবার নেই ---

নিষ্প্রাণ মূর্তি আর মনুষ্যত্বহীন মানুষ,এদের মাঝে কোন প্রভেদ নাই!
18/09/2025

নিষ্প্রাণ মূর্তি আর মনুষ্যত্বহীন মানুষ,
এদের মাঝে কোন প্রভেদ নাই!

বাস্তবতার কঠিন স্পর্শে,জীবনের রঙ বদলায়!
16/09/2025

বাস্তবতার কঠিন স্পর্শে,
জীবনের রঙ বদলায়!

নিজের বুদ্ধি লোপ পেলে,অন্যের পরামর্শ কাজে লাগেনা!
15/09/2025

নিজের বুদ্ধি লোপ পেলে,
অন্যের পরামর্শ কাজে লাগেনা!

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bonna's Dairy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share