Faiza Sume

Faiza Sume Assalamulaikum Welcome to Faiza Sume

সাবানা হয়ে থাকতে চাইছিলাম🙂কিন্তু তা আর হলো না 🥹রিনা খান ছাড়া বর্তমান যুগ চলেনা🙂🙃
09/02/2025

সাবানা হয়ে থাকতে চাইছিলাম🙂
কিন্তু তা আর হলো না 🥹
রিনা খান ছাড়া বর্তমান যুগ চলেনা🙂🙃

03/02/2025

I made this amazing food

22/01/2025

আমি অসুন্দর, আমি ব্যর্থ, আমি বদ মেজাজি, আমি খারাপ! কিন্তু আমি আমিই!🙂💜

16/01/2025

মাঝে মাঝে ভাবি আল্লাহ চাইলে আমার সমস্যা গুলোর সমাধান হতে কতক্ষণ। আল্লাহ তো সব ব্যাপারেই অবগত। আল্লাহ জানেন আমি কতটুকু সহ্য করতে পারবো কতটুকু না।

যা হচ্ছে হোক অভিযোগ নেই। আমার চেয়েও তো কত বিশাল সমস্যা নিয়ে মানুষ দিন কাটায়। আল্লাহ যেদিন ভালো মনে করবেন ওইদিন এক নিমিষেই আমার সকল সমস্যা দূর হয়ে যাবে। আল্লাহ ভরসা।

15/01/2025

জীবনে যতবার মনে হয়েছে এবার হয়তো সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এবার হয়তো ক্যারিয়ার নিয়ে চিন্তা করতে করতে প্রতি রাতে এপিঠ ওপিঠ করতে থাকার সময় ঘনিয়ে এসেছে।

ততবারই সফলতার খুব কাছে গিয়েও এক পায়ের জন্য পিছিয়ে গিয়েছি দীর্ঘ লম্বা পথ। প্রতিবার নিজেকে প্রশ্ন করি আমার চেষ্টায় কি কিছু কম আছে? খুঁজে দেখি চেষ্টা টা সব না। ভাগ্যটাও জরুরী।

আমি পৃথিবীর নিয়মকানুনের সাথে লড়াই করে যাচ্ছি। যখনই যে পরিস্থিতিতে ছিলাম আল্লাহর উপর ভরসা রেখে মোকাবেলা করে গিয়েছি। সবশেষে শেষ কিনারায় গিয়ে দেখি লড়াই টা মূলত নিজের ভাগ্যের সাথে ছিলো। 😀

01/01/2025
আল্লাহ ধৈর্য দাও🤲🥺
11/12/2024

আল্লাহ ধৈর্য দাও🤲🥺

একলা এক নৌকা আমি নিঃসঙ্গ  হয়ে ভাসি। শূন্যতাকে কেন্দ্র করে,নিজের কাছেই কেবল ফিরে আসি।
03/11/2024

একলা এক নৌকা আমি
নিঃসঙ্গ হয়ে ভাসি।
শূন্যতাকে কেন্দ্র করে,
নিজের কাছেই কেবল ফিরে আসি।

02/11/2024

একটা নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে মানুষ। একসময়।পৌঁছে যায়। পৌঁছে দেখে দীর্ঘযাত্রা ভুল গন্তব্য। অযথা, এক জীবনের কি দারুণ অপচয়😔

মানুষ দূরেই ছিলো, আমিই শুধু কাছের ভাবতাম!💔😅
31/10/2024

মানুষ দূরেই ছিলো, আমিই শুধু কাছের ভাবতাম!💔😅

26/10/2024

জীবন যখন মেলে না পরিকল্পনার সাথে ;
স্বপ্ন ভাঙার চাপা ব্যাথায় কেঁদে উঠে মন!
মনকে তখন সান্ত্বনা দিও,"তোমার চেয়ে তোমার রবের পরিকল্পনা উত্তম। "❤️🌹🌹📌📌

আলহামদুলিল্লাহ।"❤️

02/10/2024

দুঃখের কথা যার কাছে বলবো ভেবেছিলাম অবশেষে সেও দুঃখ হয়ে গেলো! 😅

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Faiza Sume posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share