TR RAKIB

TR RAKIB আমি বিশ্ব ঘুরে নিঃস্ব হবো সাথে থেকো তুমি. I read your mind & take you around the world

11/08/2025

গোয়াইনঘাট প্রেস ক্লাবে খেলাফত মজলিসের ষান্মাসিক শুরা অধিবেশন অনুষ্ঠিত — সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আলি হাসান ওসামার প্রতিশ্রুতি: ‘এই আসনকে গড়ব মডেল ও দূর্নীতিমুক্ত আসনে’

আজ সোমবার, ১১ আগস্ট ২০২৫, গোয়াইনঘাট প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় খেলাফত মজলিসের ষান্মাসিক মজলিসে শুরা অধিবেশন। অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ) আসনে খেলাফত মজলিস মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আলি হাসান ওসামা হাফিজাহুল্লাহ।

তিনি বলেন, "স্বাধীনতার ৫০ বছর পার হলেও এই এলাকার বাস্তবিক কোনো উন্নয়ন হয়নি। খনিজ সম্পদে সমৃদ্ধ এই অঞ্চলকে দীর্ঘদিন ধরে লুটপাট করা হয়েছে। এলাকার অধিকার আদায়ে কেউই সঠিকভাবে ভূমিকা রাখেনি।"

তিনি আরও বলেন, "আমি যদি জনগণের সমর্থন পেয়ে দেয়াল ঘড়ি প্রতীকে নির্বাচনে জয়লাভ করতে পারি, তবে এই আসনকে একটি মডেল আসনে পরিণত করব ইনশাআল্লাহ। পাশাপাশি এটিকে দুর্নীতিমুক্ত ও সুশাসনের একটি উদাহরণ হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।"

অধিবেশনে দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

04/08/2025

মুফতি আলি হাসান ওসামা হাফি : সিলেট ৪ আসন তথা জৈন্তা গোয়াইনঘাট কোম্পানিগঞ্জে সংসদ পদপ্রার্থী।

 #উসামা-বিদ্বেষীদের মুখোশ আর কতদিন ঢেকে রাখবেন?যার কলমে সত্যের দীপ্তি,যার কণ্ঠে হকের বজ্রনিনাদ,যার বক্তব্যে তরুণরা খুঁজে...
01/08/2025

#উসামা-বিদ্বেষীদের মুখোশ আর কতদিন ঢেকে রাখবেন?

যার কলমে সত্যের দীপ্তি,
যার কণ্ঠে হকের বজ্রনিনাদ,
যার বক্তব্যে তরুণরা খুঁজে পায় চিন্তার আলোকবর্তিকা-
তাকে নিয়ে ঈর্ষান্বিত হয়ে কুৎসা রটানো কি নতুন কিছু?

উনার নাম 'আলী হাসান উসামা'—একমাত্র এই নামটাই যথেষ্ট অনেকের ঘুম হারাম করে দিতে।
কারণ?
তিনি কোনো তোষামোদী চামচা নন,
তিনি কোনো রঙ বদলানো সুবিধাবাদীও নন।
তিনি স্পষ্টভাষী, অটল এবং আপসহীন—এই যুগে সত্যভাষণের অপরাধেই যাদের মাথায় হাত পড়ে।

আজ যারা তার বিরুদ্ধে লেখে, তাদের সমস্যা উনার বক্তব্যে না—সমস্যা তাদের অন্তরের রোগে।
কারণ উনার কথায় জবাব দেওয়ার মত জ্ঞান তাদের নেই,
তাই তারা চরিত্রে কামড় বসায়।

যাদের শিরদাঁড়া নরম, তারা সবসময় চায় অন্যের শক্ত মেরুদণ্ড ভেঙে দিতে।
তাদের চোখে অসহ্য লাগে, যখন কেউ 'হক' বলার সাহস করে।
তাদের অন্তর জ্বলে উঠে, যখন কেউ চিন্তার স্বাধীনতা নিয়ে সত্যকে তুলে ধরে।

তবে স্মরণে রাখা ভালো—
ঝড় সবসময় বড় গাছকেই নেড়ে দেয়,
আর কু*কুর গুলো সেই পথিকের পিছে, যে এগিয়ে চলে!

মুফতি উসামা সাহেব কোনো দল বা গোষ্ঠীর সীমানায় আটকে পড়া নাম নয়।
তিনি একটি চিন্তার নাম,
একটি সাহসের নাম,
একটি নির্ভীক ও স্বচ্ছ দীপ্তির নাম।

তাই যাদের অন্তরে হিংসা, তাদের আগুনে পুড়তে দিন।
আর যারা সত্য চেনেন, তারা জানেন—
এই কলমচিহ্নিত মানুষগুলোই কাল ইতিহাস গড়েন।
copy প্রিয়
✍️:হুসাইন আহমদ জুবায়ের

Address

Gowainghat
Sylhet
3150

Alerts

Be the first to know and let us send you an email when TR RAKIB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TR RAKIB:

Share