11/08/2025
গোয়াইনঘাট প্রেস ক্লাবে খেলাফত মজলিসের ষান্মাসিক শুরা অধিবেশন অনুষ্ঠিত — সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আলি হাসান ওসামার প্রতিশ্রুতি: ‘এই আসনকে গড়ব মডেল ও দূর্নীতিমুক্ত আসনে’
আজ সোমবার, ১১ আগস্ট ২০২৫, গোয়াইনঘাট প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় খেলাফত মজলিসের ষান্মাসিক মজলিসে শুরা অধিবেশন। অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ) আসনে খেলাফত মজলিস মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আলি হাসান ওসামা হাফিজাহুল্লাহ।
তিনি বলেন, "স্বাধীনতার ৫০ বছর পার হলেও এই এলাকার বাস্তবিক কোনো উন্নয়ন হয়নি। খনিজ সম্পদে সমৃদ্ধ এই অঞ্চলকে দীর্ঘদিন ধরে লুটপাট করা হয়েছে। এলাকার অধিকার আদায়ে কেউই সঠিকভাবে ভূমিকা রাখেনি।"
তিনি আরও বলেন, "আমি যদি জনগণের সমর্থন পেয়ে দেয়াল ঘড়ি প্রতীকে নির্বাচনে জয়লাভ করতে পারি, তবে এই আসনকে একটি মডেল আসনে পরিণত করব ইনশাআল্লাহ। পাশাপাশি এটিকে দুর্নীতিমুক্ত ও সুশাসনের একটি উদাহরণ হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।"
অধিবেশনে দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।