EMA GRAPX

EMA GRAPX Alhamdulillah for everything

ChillBowl লোগোটি তৈরি করার সময় প্রথমে আমি একটি মিনিমাল ও কোজি ক্যাফে ভাইব মাথায় রেখেছি। এরপর বেসিক শেপ দিয়ে একটি সিম্পল ...
16/11/2025

ChillBowl লোগোটি তৈরি করার সময় প্রথমে আমি

একটি মিনিমাল ও কোজি ক্যাফে ভাইব মাথায় রেখেছি। এরপর বেসিক শেপ দিয়ে একটি সিম্পল কফি কাপ/বাটি

আঁকি, যার নিচে তিনটি কফি বিন যোগ করে কফির

আইডেন্টিটি আরও শক্ত করেছি। কাপের উপরে নরম

স্টিমলাইন যুক্ত করি যাতে উষ্ণতা ও আরামদায়ক অনুভূতি ফুটে ওঠে।

লোগোটির চারদিকে একটি স্মুথ ওভাল ফ্রেম যোগ করি,

যা পুরো ডিজাইনকে আরও ব্যালেন্সড ও প্রিমিয়াম লুক দেয়।

রঙ হিসেবে কফি ব্রাউনকে প্রাইমারি রাখি এবং নরম বেইজ/ক্রিম টোন দিয়ে একটি উষ্ণ পরিবেশ তৈরি করেছি।

টাইপোগ্রাফিতে “ChillBowl” এর জন্য ব্যবহার করেছি

হ্যান্ডরিটেন/স্ক্রিপ্ট স্টাইল, যাতে একটি বন্ধুসুলভ ও

ব্যক্তিত্বপূর্ণ লুক আসে।

শেষে লোগোর মূল ভার্সন, আইকন ভার্সন, ব্ল্যাক-হোয়াইট

এবং PNG + ভেক্টর ফরম্যাট তৈরি করি, যাতে বিভিন্ন প্ল্যাটফর্মে সহজে ব্যবহার করা যায়।

এই লোগোতে আমি water drop icon ব্যবহার করেছি যা ব্র্যান্ডের freshness, purity এবং hydration-কে বোঝায়। ড্রপ আইকনের ভেতরে আ...
15/11/2025

এই লোগোতে আমি water drop icon ব্যবহার করেছি

যা ব্র্যান্ডের freshness, purity এবং hydration-কে বোঝায়।

ড্রপ আইকনের ভেতরে আমি letter “G” কে হাইলাইট করেছি,

যাতে ব্র্যান্ডের নাম GlowMist–এর একটি ইউনিক ভিজ্যুয়াল আইডেন্টিটি তৈরি হয়।

যেহেতু এটি একটি organic skincare brand,

তাই পুরো ডিজাইনটি soft, clean এবং natural look-এ তৈরি করা হয়েছে।

Minimal shapes, fresh color tone এবং balanced typography মিলিয়ে লোগোটি ব্র্যান্ডের organic,

gentle এবং glow-focused personality প্রকাশ করে।

09/10/2025
✨ Creative Shoe Manipulation Design আপনার ব্র্যান্ডকে করে তুলবে আরও ইউনিক ও প্রফেশনাল।👟 ভালো ডিজাইন শুধু চোখে লাগে না, ব...
22/09/2025

✨ Creative Shoe Manipulation Design আপনার ব্র্যান্ডকে করে তুলবে আরও ইউনিক ও প্রফেশনাল।
👟 ভালো ডিজাইন শুধু চোখে লাগে না, বরং কাস্টমারের আস্থা ও আগ্রহ দুটোই বাড়ায়।

প্রতিদিন সোস্যাল মিডিয়ার জন্য নতুন কন্টেন্ট আইডিয়া খুঁজে ক্লান্ত লাগছে? আপনি একা নন। প্রতিটা পোস্টের পেছনে সময়, চিন্তা আ...
28/05/2025

প্রতিদিন সোস্যাল মিডিয়ার জন্য নতুন কন্টেন্ট আইডিয়া

খুঁজে ক্লান্ত লাগছে?

আপনি একা নন।

প্রতিটা পোস্টের পেছনে সময়,

চিন্তা আর সৃজনশীলতার চাপ অনেক বেশি।

বিশেষ করে যখন আপনাকে একসাথে বিজনেস, মার্কেটিং

আর ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সামলাতে হয় —

তখন কন্টেন্ট আইডিয়া খোঁজার এই যাত্রাটা আরও

কঠিন হয়ে দাঁড়ায়।

কিন্তু ভাবুন তো, যদি আপনি প্রতিদিন মাথা খাটাতে না গিয়ে

আগেই পুরো মাসের কন্টেন্ট প্ল্যান হাতে পেয়ে যান?

যেখানে প্রতিটি পোস্ট স্ট্র্যাটেজিকলি সাজানো,

আপনার ব্র্যান্ডের ভ্যালু অনুযায়ী, টার্গেট অডিয়েন্সকে মাথায় রেখে।

আমরা আপনাকে সেই সাপোর্ট দিতে প্রস্তুত —

যাতে আপনি সময় দেন আপনার আসল কাজটায়:

ব্র্যান্ড গড়া, মানুষকে প্রভাবিত করা এবং সাফল্যের পথে

এগিয়ে যাওয়া।

এখন সময় এসেছে স্মার্ট কাজের।

এক মাসের রেডি-টু-পোস্ট কন্টেন্ট ক্যালেন্ডার দিয়ে

সোস্যাল মিডিয়াকে করুন আরও প্রফেশনাল,

আরও পরিকল্পিত —

আর আপনি দিন নিজেকে একটু মুক্তি।

আপনি কি প্রস্তুত আপনার সোস্যাল মিডিয়াকে নতুন লেভেলে

নিয়ে যেতে? এখনই শুরু করুন। 🌟📈








#উদ্যোক্তা
#ডিজিটালমার্কেটিং #ফেসবুকমার্কেটিং
#ইনস্টাগ্রামগ্রোথ
#ব্র্যান্ড_বিল্ডিং #কন্টেন্ট_ক্রিয়েটর
#প্রতিদিনের_প্রেরণা #উন্নতির_পথে

Address

Sylhet
BANGLADESH,SYLHET

Website

Alerts

Be the first to know and let us send you an email when EMA GRAPX posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share