RUHAN

RUHAN I have drama, and I have memories. That’s life: Live it, love it, learn from it.

The picture shows a dead body inside. Suddenly, it starts raining. Everyone quickly covers the body with plastic and tak...
13/07/2024

The picture shows a dead body inside. Suddenly, it starts raining. Everyone quickly covers the body with plastic and takes shelter in a veranda or room. The person who took the picture did so from inside as well.

Know your true worth. If you die today, people will move on quickly. Your body won't be brought indoors, and no one will get wet in the rain for you. There might be a few tears.

But if someone loses a piece of jewelry or phone every time they think of it, it will mean more to them than your death.

So, live for yourself as long as you are alive.

24/12/2023

আইস স্কেটিং হলো ব্লেড জাতীয় জুতা ব্যবহার করে বরফের উপর চলাফেরা করার একটি উপায়। এটি অনেক কারণেই করা হয়ে থাকে, এর মধ্যে রয়েছে ব্যায়াম, অবকাশের জন্য, ভ্রমণ, এবং বিভিন্ন ক্রীড়া।

আইস স্কেটিং রিংক, ডাউন টাউন, কানাডা।
২৩/১২/২৩

KISS OF LIFEIn 1968, the author received the Pulitzer Prize for this photograph - one of the most prestigious awards in ...
14/08/2023

KISS OF LIFE

In 1968, the author received the Pulitzer Prize for this photograph - one of the most prestigious awards in the United States, which is awarded for achievements in music, cinema, theater and journalism.

The picture shows two electricians, Randall Champion and Jay Thompson, hanging from a power pole. That day there was a strong heat and nothing foreshadowed trouble. The hum of air conditioners in July 1967 was heard throughout the state of Florida. Because of them, in the city of Jacksonville, there was an overload of power lines, and this caused a power surge.

Randall and Jay were doing routine maintenance on a live line when Randall accidentally touched one of the wires. A discharge of 4000 V passed through the body and his heart stopped. For understanding: during the ex*****on in the electric chair, a voltage of 2000 V is used

Randall's lifeless body hung from the harness. But his partner Jay did not lose his head, realizing that every second is precious, he began to give him artificial respiration right on the pole. It was very inconvenient, but there was no other way out. In such a situation, it is difficult to conduct a normal resuscitation, but Jay still tried to start his friend's heart until he had a weak pulse.

Only after that he unhooked his partner's insurance and, throwing him over his shoulder, went down to the ground. By the time the rescuers arrived (they were called by professional photographer Rocco Morabito, who happened to be at the scene), Champion was already conscious on the ground.
Not only was he saved, thanks to Thompson, but he lived another 35 years. The electrician died in 2003 at the age of 64.

Thompson is alive today.

ঈদুল আযহা ২০২৩ঈদ নিয়ে আসে অনেক আনন্দ,ঈদ মুছে দেয় দূরত্ব।ঈদ মানে আনন্দ,ঈদ মানে খুশি।ঈদ মানেহাজারও দুঃখ-কষ্টের মাঝেওএকটুখা...
29/06/2023

ঈদুল আযহা ২০২৩
ঈদ নিয়ে আসে অনেক আনন্দ,
ঈদ মুছে দেয় দূরত্ব।
ঈদ মানে আনন্দ,
ঈদ মানে খুশি।
ঈদ মানে
হাজারও দুঃখ-কষ্টের মাঝেও
একটুখানি হাসি।

আমাকে বিশ্বাস করুনটাইটান সাবমেরিনের বিলিয়নেয়ার এবং মিলিয়নেয়াররা (যদি তারা বেঁচে থাকে) তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত...
22/06/2023

আমাকে বিশ্বাস করুন

টাইটান সাবমেরিনের বিলিয়নেয়ার এবং মিলিয়নেয়াররা (যদি তারা বেঁচে থাকে) তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতিটি একক টাকা পয়সা লেনদেন করবে আপনার এবং আমার সাথে এই মুহূর্তে স্থান পরিবর্তন করতে।

তারা আক্ষরিক অর্থে শুধু 'বিদ্যমান' বা 'বেঁচে থাকার' জন্য এবং ভূমিতে ফিরে আসার জন্য প্রার্থনা করবে।

জীবন নিজেই কতটা মূল্যবান, এটিকে মূল্য দিন, এর জন্য কৃতজ্ঞ হন।

আপনার কাছে এখনও সময় থাকাকালীন আপনার জীবনের সর্বাধিক সদ্ব্যবহার করুন...

#টাইটান #টাইটানিক

(আরো একটি শোক সংবাদ) মানুষটা আমার কাজের এখানে প্রায়ই আসতেন, প্রতিদিন লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, কুশলাদি জিজ্ঞেস করতেন। আম...
05/06/2023

(আরো একটি শোক সংবাদ)

মানুষটা আমার কাজের এখানে প্রায়ই আসতেন, প্রতিদিন লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, কুশলাদি জিজ্ঞেস করতেন। আমি ঠিক সেভাবে চিনতাম না বলে খুব বেশী ঘনিষ্ঠ হতাম না। কে না কে, কই থাকে, কি করে কিছু জানি না, শুধুমাত্র বাঙ্গালি বলে গল্প করতে চান ভেবে একটু অস্থির লাগতো। একদিন বসকে ফোনে বললাম, "এখানে একজন বাঙালি ভদ্রলোক আসেন, প্রায়ই অনেকক্ষন দাঁড়িয়ে থাকেন। এনাকে চেনেন?" তিনি বললেন, "ফটো তুলে পাঠান তো।" পাঠালাম(এই সেই ফটো)। তিনি ফটো দেখে বললেন, "ওহ! উনি আশেপাশেই কাজ করেন। নিরীহ ভদ্রলোক, ভালো মানুষ।" তখন মাঝে মাঝে গল্প করতাম একটু আকটু। পর্তুগালের পেপার করার জন্য এপর্যন্ত ১২০০০ ইউরো খরচ করেছেন, তীর্থের কাকের মতন অপেক্ষা করছেন কবে পেপার হবে, কবে দেশে যাবেন। একটা মানুষ কী পরিমান সহজ সরল হলে পর্তুগালে পেপার করার জন্য দালালকে ১২০০০ ইউরো দিতে পারেন সেটা এখানে যারা আছেন ধারণা করতে পারেন।

কয়েকদিন আগে তার এক কলিগ আমাকে এসে জিজ্ঞেস করলেন, চৌধুরী ভাইকে দেখেছি কি না গেলো কয়েকদিনে, আমি সেদিনই জানলাম ভদ্রলোকের নাম চৌধুরী। মনে মনে অবাক হলাম কারণ আসলেই তার দেখা পাই নি গত দিন চারেক। তার কলিগের কাছ থেকে শুনলাম যে, গত ১ সপ্তাহ ধরে তার কোন খবর নেই, দেশে ও বিদেশে কারো সাথে কোন যোগাযোগ হয়নি তার। পেপার নেই উনার, পুলিশ টুলিশ ধরে নিয়ে গেলো কিনা, দুশ্চিন্তার ব্যাপার। তিনি পর্তুগালও যান নি, সেখানেও কারো সাথে তার যোগাযোগ হয়নি। আশেপাশে কথা বলে যা বুঝলাম যে, যদি পুলিশ ধরে নিয়ে যায় তাহলে কিছুদিন পরে তাকে ছেড়ে দেওয়ার কথা। তো আর কী করা যায় অপেক্ষা ছাড়া।

আজ কিছুক্ষণ আগে, আমাদের এখানে এক বিদেশী ভদ্রলোক আমার কাছে এসে খবর দিয়ে গেলো যে, তোদের দেশী ভাই চৌধুরী মারা গেছেন গত দুই সপ্তাহ আগে। আফ্রিকান কিছু দুষ্কৃতিকারী এই ট্রেন স্টেশনের পাশে তাকে প্রচুর মারধোর করে মেরে ফেলে রেখে গেছে। এত মেরেছে যে সে সাথে সাথেই মারা গেছে। তার গায়ে হাতে পায়ে মুখে প্রচুর জখম। পুলিশ যেদিন এই ঘটনা ঘটেছে তার পরদিন সকালেই লাশ উদ্ধার করে মর্গে নিয়ে যায়। তার লাশ এখনো মর্গেই আছে। আজ পুলিশ তদন্ত করতে এসে ঘটনাস্থলের আশেপাশে মানুষদের জিজ্ঞাসাবাদ করছে, সেই সুবাদেই সবাই জানতে পেরেছে। তার পরিবারের মানুষদের কিছুক্ষণ পর জানানো হবে। লাশটা এখানে তার পরিচিত মানুষজন গিয়ে নিয়ে আসবে। সব হবে, দাফন হবে, কাফন হবে, সবাই মিলে হয়তো একটা ব্যবস্থা করে তাকে দেশেও পাঠানো হবে শেষবারের মত।

শুধু একটা প্রশ্নেরই উত্তর কেউ জানিনা, এর বিচার কবে হবে? এই যে, এইসব সন্ত্রাসী হামলায় প্রতি বছরই একজন দুইজন বাংলাদেশি মানুষ হারাচ্ছি আমরা, এর শেষটা কোথায়? প্রায় বছর খানেক পেরিয়ে গেলো এক বাংলাদেশী ভাইয়ের অপমৃত্যুর জন্য সবাই মিছিলে নেমেছিলো, আর কয়বার এমন মিছিল নামলে এই অন্যায় বন্ধ হবে? জানি না, এসব ভাবার জন্য যেটুকু মানসিক শক্তি দরকার এই মূহুর্তে তা নাই আমার। এই মানুষটা রোজ আসতো, আর আসবেন না, এটাই ভাবি। এতগুলো দিন আসা যাওয়া করতে রোজ তাকে দেখেছি, এখানে এসে সময় কাটাতেন, খবর জানতে চাইতেন, আর দেখবো না, কারণ কিছু মানুষ তাকে নৃশংসভাবে মেরে রেখে গেছে, এটুকু মানতে পারছিনা। আমার এতটা কাছে দাঁড়িয়ে মানুষটা কথা বলতেন, ভাবলে বিষন্ন লাগে।

নিয়তি কতটা নিষ্ঠুর হতে পারে ভেবে দেখুন, আজকে সকালেই ভদ্রলোকের নোটিফিকেশন মেইল এসেছে যে, তার পর্তুগালের পেপার হয়েছে, তিনি এখন লিগ্যালি দেশে যেতে পারবেন।
চৌধুরী ভাইকে আর কেউ আটকাতে পারবে না, তিনি এখন ঘরে ফিরবেন।

লিখেছেন -------
ইমতিয়াজ আহমেদ রনি
Imtiaz Ronnie

03/06/2023

চীনের অলিগলিতে ইঞ্জিনিয়ার!
ব্রাজিলের অলিগলিতে ফুটবলার!
ভারতের অলিগলিতে ক্রিকেটার!
বাংলাদেশের অলিগলিতে সহ-সভাপতি আর সহ-সম্পাদক :
Collected

28/05/2023

Love your job but don't love your company, because you may not know when your company stops loving you
President of India,
A. P. J. Abdul Kalam

Address

Sylhet

Telephone

+8801813777866

Website

Alerts

Be the first to know and let us send you an email when RUHAN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RUHAN:

Share