13/05/2023
মৃত্যুশয্যায় হিথ স্ট্রিক
কোলন এবং লিভার ক্যান্সারের চতুর্থ স্টেজে থাকা হিথ স্ট্রিক মৃত্যুর সাথে লড়ছেন জোহানেসবার্গের একটি হাসপাতালে। জিম্বাবুয়ে ক্রিকেটের পক্ষ থেকে সমগ্র বিশ্বের ক্রিকেট ফ্যানদের কাছে দোয়া চাওয়া হয়েছে৷
জিম্বাবুইয়ান ক্রীড়া মন্ত্রী জানিয়েছেন একমাত্র মিরাকলই এখন বাঁচাতে পারে হিথ স্ট্রিককে। জরুরি ভিত্তিতে স্ট্রিকের পরিবার লন্ডন থেকে রওনা দিয়েছে।
জিম্বাবুয়ে ক্রিকেট দলের সদস্য শেন উইলিয়ামস জানিয়েছেন স্ট্রিকের শরীরে খুব দ্রুত ক্যান্সার ছড়িয়ে পড়েছে, গত সপ্তাহেও স্ট্রিক মাছ ধরেছেন বন্ধুদের সাথে বড়শি দিয়ে।
জিম্বাবুয়ের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা প্লেয়ার হিথ স্ট্রিক, জিম্বাবুয়ের ক্রিকেটারদের ভেতর সবার আগে ১০০ আন্তর্জাতিক উইকেট শিকারের রেকর্ড এখনো তার দখলে।
আমরা যারা ছোট বেলায় তার খেলা দেখেছি তারা জানি স্ট্রিক কতটা বিপদজনক বোলার ছিলেন, একইসাথে কার্যকরী একটা লোয়ার অর্ডার ব্যাটসম্যান ছিলেন তিনি। টেস্ট ক্রিকেটে একটি সেঞ্চুরির (১২৭*) পাশাপাশি আছে এগারোটা অর্ধ-শতক। ওয়ানডে ফরম্যাটে আছে ১৩টা ফিফটি, সেরা ৭৯* রান।
টেস্টে ২১৬ এবং ওয়ানডেতে ২৩৯ টা উইকেট শিকার করেছেন স্ট্রিক।
২০০০ সালে জিম্বাবুয়ে ক্রিকেটের অধিনায়ক নির্বাচিত হন তিনি। কিন্তু পরবর্তী সময়ে জেনারেল রবার্ট মুগাবের সময়ে টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে ২০০৪ সালে ক্রিকেট থেকে অবসর নেন হিথ স্ট্রিক।
হিথ স্ট্রিক বাংলাদেশের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। ২০১৪ সালের মে মাসে জাতীয় দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেন হিথ স্ট্রিক। দায়িত্ব ছাড়েন ২০১৬ সালের মে মাসে৷ তাসকিন, মুস্তাফিজদের জাতীয় দলে প্রথম বোলিং কোচ ছিলেন হিথ স্ট্রিক৷
হিথ স্ট্রিকের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে আর কোন আপডেট মিডিয়াতে জানানো হবেনা স্ট্রিকের শারীরিক অবস্থা নিয়ে, একদম প্রাইভেট রাখা হবে শেষ সময় গুলো।
হিথ স্ট্রিকের জন্য দোয়া থাকলো।