Leo Messi Fans ツ

Leo Messi Fans ツ Like my page

18/10/2025

Trolling Him Like He Hasn't Won Anything 🏆1x Euro🏆🏆2x Laliga🏆1x Copa Del Rey 🏆1x Supercopa 🎖Euro Best Young Player 🎖Lali...
09/06/2025

Trolling Him Like He Hasn't Won Anything

🏆1x Euro
🏆🏆2x Laliga
🏆1x Copa Del Rey
🏆1x Supercopa

🎖Euro Best Young Player
🎖Laliga Best Young Player

He's Only 17 Still Long Way To Go 🇪🇸✨️

নাম তার এম এম আলম।ইতিহাসের আকাশে উড়ে যাওয়া এক বিস্ময়। মাত্র ৬০ সেকেন্ডে ভারতীয় পাঁচ-পাঁচটি যুদ্ধবিমান গুলি করে নামিয়ে দি...
13/05/2025

নাম তার এম এম আলম।

ইতিহাসের আকাশে উড়ে যাওয়া এক বিস্ময়। মাত্র ৬০ সেকেন্ডে ভারতীয় পাঁচ-পাঁচটি যুদ্ধবিমান গুলি করে নামিয়ে দিয়েছিলেন তিনি—১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে।

রণাঙ্গনের এমন নিখুঁত, শীতল ও ভয়হীন পারফরম্যান্স আর কেউ কখনো করতে পারেনি, সম্ভবত পারবেও না। এই রেকর্ড আজও অটুট।

তিনি কথা বলতেন বাংলায়। তার মা ছিলেন বাঙালি, বাবা বিহারি। জন্মসূত্রে পাকিস্তানি, মনের গভীরে এক অনাড়ম্বর বাঙালিত্ব।

১৯৭১ সালে তার সহযোদ্ধা, আরেক লেজেন্ড সাইফুল আজম পাড়ি জমালেন স্বাধীন বাংলাদেশের দিকে। আর মেজর জিয়াউর রহমান তো পরিণত হলেন রাষ্ট্রনায়কে। আলম?
তিনি দাঁড়িয়ে রইলেন ভারতের বিপরীতে—পাকিস্তানের পক্ষে।

তার সিদ্ধান্ত হয়তো রাজনৈতিক ছিল, হয়তো ব্যক্তিগত। হয়তো হৃদয়ের কোনো গভীর সংকট থেকে উদ্ভূত। কিন্তু সেই সিদ্ধান্তই তাকে বাঙালির ‘নায়ক’ হওয়ার পথ থেকে ছিটকে দিল চিরতরে।

তবু এক জগতে তিনি অমর—আকাশযুদ্ধে লেজেন্ডদের মধ্যে লেজেন্ড।
পাঁচটা শত্রুবিমান গুলি করে নামানো? সিনেমায়ও কল্পনা করা যায় না।
কিন্তু এম এম আলম তা বাস্তবে করেছিলেন। এক মিনিটের মধ্যে, এক নিঃশ্বাসে।

বাংলা তাকে ভালোবাসতে পারেনি।
কিন্তু আকাশ এখনো জানে, গতি জানে, গ্র্যাভিটি জানে
কীভাবে এক বাংলায় কথা বলা পাইলট
আকাশে লিখে গিয়েছিলেন
সোনার হরফে নিজের নাম—এম এম আলম।

ইন্টার মিলানের হয়ে টানা ৫ টি চ্যাম্পিয়নস লীগ ম্যাচে গোল ; এতো বছর হওয়ার পর, ইন্টারের জার্সিতে এতো কিংবদন্তিরা খেলার পরও ...
17/04/2025

ইন্টার মিলানের হয়ে টানা ৫ টি চ্যাম্পিয়নস লীগ ম্যাচে গোল ; এতো বছর হওয়ার পর, ইন্টারের জার্সিতে এতো কিংবদন্তিরা খেলার পরও কেউ এই মাইলফলক স্পর্শ করতে পারেনি।

আজ প্রথম ইন্টার ফুটবলার হিসেবে ইউসিএলে টানা ৫ ম্যাচে গোল করার রেকর্ড গড়লেন এল তোরো!👏👏

ম্যাচের আগেঃCumback মাদ্রিদবার্নাব্যুউতে ৯০ অনেক লম্বাচটিভেশনাল ভিডিও রেডিআমরা শুধু সেকেন্ড লেগের কথা ভাবছিশান্তিনাইগো ব...
17/04/2025

ম্যাচের আগেঃ
Cumback মাদ্রিদ
বার্নাব্যুউতে ৯০ অনেক লম্বা
চটিভেশনাল ভিডিও রেডি
আমরা শুধু সেকেন্ড লেগের কথা ভাবছি
শান্তিনাইগো বার্নাব্যুর ছাদ বন্ধ
ড্রেসিংরুমে শুধু Remontada এর কথা হচ্ছে
১৮ বছরের নিচে প্রবেশ নিষেধ

ম্যাচের শেষেঃ
১৫ উচল🥴

ইন্টার মিলানের সাথে আর্জেন্টাইনদের সম্পর্ক পুরনো না ; বরং অনেক মধুর।ভেরন, ক্যাম্বিয়াসো, মিলিতোর মতো আর্জেন্টাইন কিংবদন্ত...
17/04/2025

ইন্টার মিলানের সাথে আর্জেন্টাইনদের সম্পর্ক পুরনো না ; বরং অনেক মধুর।

ভেরন, ক্যাম্বিয়াসো, মিলিতোর মতো আর্জেন্টাইন কিংবদন্তি এই ক্লাবের হয়ে খেলেছে, জিতেছে। হাভিয়ের জানেত্তি শুধুমাত্র ইন্টারের হয়ে খেলেননি, বা কিংবদন্তি হয়ে থাকেননি, বরং তাকে সম্মান জানিয়ে তার জার্সি নাম্বারই তুলে রাখা হয়েছে।

লাউতারোকে ইন্টারে আনার পেছনে জানেত্তির অবদান ছিল। সে লাউতারোর ভেতর দেখেছিলো ডিয়েগো মিলিতোর প্রতিচ্ছবি কে, হয়তো দেখেছিলো তারই মতো ইন্টারকে এগিয়ে নিয়ে যাওয়া নেতাকে।

যখনই ইন্টার বিপদের মুখে পড়ে, লাউতারো গোল করে। ইন্টারকে ম্যাচ জেতানো গোলও লাউতারোর পা থেকে আসে।

প্রথম লেগে যেমন বায়ার্নের বিপক্ষে ম্যাচ উইনিং গোল করলেন, আজ যখন বায়ার্ন এগ্রিগেটে সমতায় ফিরলো, ওমনি গোল করে দলের উপর থেকে চাপ কমালেন।

সামনে থেকে নেতৃত্ব দেয়া একেই বলে!

Baller🤯
17/04/2025

Baller🤯

Address

Sylhet

Telephone

+8801932193026

Website

Alerts

Be the first to know and let us send you an email when Leo Messi Fans ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Leo Messi Fans ツ:

Share