22/07/2025
ইতিমধ্যে আরও একটি গুজব চারদিকে ছড়িয়ে পড়েছে যে, “গত একদিন আগে ‘Anonymous Main Page’ থেকে একটি প্রেডিকশন করা হয় যে স্কুলের বাচ্চা মা/রা যাবে বিল্ডিংয়ের সমস্যার কারণে।”
এটার সঙ্গে আজকের বাংলাদেশের দুঃখজনক ঘটনাটি মিলে যাওয়া এবং “স্কুল” শব্দটির মিল দেখে অনেকেই এটিকে পূর্বপরিকল্পিত বা প্রি-প্ল্যানিং ভাবছেন।
কিন্তু পোস্টে স্পষ্টভাবে লেখা আছে “poor maintenance”, অর্থাৎ বিল্ডিংয়ের সমস্যাজনিত কারণে স্কুলের বাচ্চাদের সমস্যা হতে পারে বা মা/রা হতাহত হতে পারে।
কিন্তু বাংলাদেশের ঘটনাটি সম্পূর্ণ ভিন্ন — একটি ফাইটার জেট F-7 সলো ট্রেনিংয়ের সময় যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়।
বিষয়টি আংশিকভাবে মিলে যাওয়াতে তারাও এটিকে ব্যবহার করছে। তারা আজ আরেকটি পোস্ট করেছে — “আজ থেকে কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশে বো/মা বিস্ফোরণ ঘটতে পারে। হোটেল ও হাসপাতাল মূল টার্গেট।”
এগুলো মানুষকে আতঙ্কিত ও বিভ্রান্ত করার জন্য পোস্ট করা হচ্ছে। যেহেতু পোস্টগুলো ভাইরাল হচ্ছে, তারা ইতোমধ্যে “Anonymous Architect” নামে আরেকটি পেজ খুলে ভিউ ব্যবসা শুরু করে দিয়েছে।
মুসলিম ভাইদের বলবো, এসব ভবিষ্যদ্বাণী করা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। তাই আতঙ্কিত না হয়ে আল্লাহর উপর ভরসা রাখুন। হেফাজতের মালিক একমাত্র আল্লাহ। ❤️