14/12/2025
১২ ঘণ্টা আগেও যে মানুষটা হাসছিল, আজ সে শুধু স্মৃতি… 💔
আবু মারদা—
একজন সৌদি নাগরিক তরুণ যুবক 🇸🇦
মাত্র কিছুক্ষণ আগেও সে ছিল সম্পূর্ণ সুস্থ।
বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়িয়েছে,
Snapchat-এ হাসি, খাবার আর মজার ভিডিও পোস্ট করেছে।
কেউ কল্পনাও করেনি—
এই সুস্থ মানুষটাই আজ আর নেই।
তার মৃত্যুতে আজ সৌদি আরবজুড়ে শোকের ছায়া।
আরব বিশ্বের বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তার মৃ*ত্যুসংবাদ।
সবাই অবাক, সবাই স্তব্ধ—
এত দ্রুত, এত হঠাৎ!
সে ছিল খাবারপ্রেমী,
হাসিখুশি,
বন্ধুদের সঙ্গে মজা করা ছিল তার সবচেয়ে প্রিয় কাজ।
আজ সেই হাসিটাই হারিয়ে গেল একটি সড়ক দুর্ঘটনায়।
মৃত্যু কখন আসে—কেউ জানে না।
এই ঘটনাই আবার মনে করিয়ে দিল,
জীবন কতটা অনিশ্চিত।
🤲 হে আল্লাহ, আমাদের সবাইকে এমন আকস্মিক মৃত্যু থেকে হেফাজত করো।
🚗 যারা গাড়ি চালান—অনুগ্রহ করে সাবধানে চালান।
সবাই তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন।
আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।