সুতরাং

সুতরাং তোমার গল্প এখনো শেষ হয়নি। সুতরাং থেমে থেকো না, এগিয়ে যাও!

জীবনের মূল্য মাত্র ৫ লক্ষ টাকা…সাথে একটি চাকরি ফ্রি ....হয়তো কারও চোখে এটা ক্ষতিপূরণ,কিন্তু এক মায়ের চোখে এটা পুরো পৃথিব...
26/10/2025

জীবনের মূল্য মাত্র ৫ লক্ষ টাকা…
সাথে একটি চাকরি ফ্রি ....
হয়তো কারও চোখে এটা ক্ষতিপূরণ,
কিন্তু এক মায়ের চোখে এটা পুরো পৃথিবী হারানোর মূল্য 😔💔

মেট্রোরেল থেকে ছিটকে পড়া স্প্রিংয়ের আ-ঘা-তে এক পথচারীর মৃ/ত্যু 😔আজ (রোববার) দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশন...
26/10/2025

মেট্রোরেল থেকে ছিটকে পড়া স্প্রিংয়ের আ-ঘা-তে এক পথচারীর মৃ/ত্যু 😔

আজ (রোববার) দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে ঘটে যায় এই হৃদয়বিদারক দু/র্ঘ/ট/না।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেট্রোরেল চলাচলের সময় কম্পনরোধে ব্যবহৃত একটি বড় স্প্রিং ছিটকে নিচে পড়ে। সেই সময় ফুটপাত দিয়ে হাঁটছিলেন এক তরুণ (বয়স আনুমানিক ৩৫-৪০)।
স্প্রিংটি তার মাথায় আ-ঘা-ত করে, পরে পাশের একটি দোকানে আ-ঘা-ত লাগে - এতে আরও দুইজন আ/হ/ত হন। নি/হ/তে/র পরিচয় এখনো জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, স্প্রিংটির ওজন প্রায় ৪০-৫০ কেজির মতো ছিল।

আল্লাহ্ ওই তরুণের আত্মাকে মাফ করুন, আহতদের দ্রুত সুস্থতা দান করুন, আমিন।🤲💔

মেয়ের আকীকা অনুষ্ঠানে ফ্যান লাগাতে গিয়ে বিদ্যুৎ স্পষ্ট হয়ে বাবার মৃ/ত্যু.. আল্লাহ্ উনাকে জান্নাতবাসী করুন। আমিন🤲
26/10/2025

মেয়ের আকীকা অনুষ্ঠানে ফ্যান লাগাতে গিয়ে বিদ্যুৎ স্পষ্ট হয়ে বাবার মৃ/ত্যু..
আল্লাহ্ উনাকে জান্নাতবাসী করুন। আমিন🤲

আহারে জীবন…মালয়েশিয়ায় এক প্রবাসী ভাইয়ের মৃ/ত্যু 💔স্বপ্ন ছিল পরিবারের মুখে হাসি ফোটানোর,কিন্তু সেই মুখটাই আজ কফিনে ঢাক...
25/10/2025

আহারে জীবন…
মালয়েশিয়ায় এক প্রবাসী ভাইয়ের মৃ/ত্যু 💔
স্বপ্ন ছিল পরিবারের মুখে হাসি ফোটানোর,
কিন্তু সেই মুখটাই আজ কফিনে ঢাকা… 😭
আল্লাহ্ সকল প্রবাসী ভাইদের হেফাজতে রাখুন।
আমিন 🤲

সকাল থেকে দেখছিঅনেকে একটা ভিডিও দেখে হাসিঠাট্টা করছে,কিন্তু কেউ আসল কারণটা জানে না… 😔ওটা কোনো মজা নয় 💔এক স্কুলের এক মেয়ে...
25/10/2025

সকাল থেকে দেখছি
অনেকে একটা ভিডিও দেখে হাসিঠাট্টা করছে,
কিন্তু কেউ আসল কারণটা জানে না… 😔
ওটা কোনো মজা নয় 💔
এক স্কুলের এক মেয়ের ক্যা/ন্সা/র ধরা পড়েছিল,
চিকিৎসার কারণে তার সব চুল পড়ে যায়।
লজ্জায় সে আর স্কুলে যেতে চাইছিল না।
তখন সেই স্কুলের সব শিক্ষার্থী নিজেদের চুল কেটে
তার মতো করে মাথা ন্যাড়া করে ফেলে
শুধু যেন সেই মেয়েটি একা না মনে করে। 🥺
এটাই আসল মানবতা ❤️
আমরা যেটাকে নিয়ে হাসি,
সেটাই কারও জীবনের গভীর কষ্টের গল্প হতে পারে…

(সংগৃহীত) ভিডিও লিংক কমেন্টে

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃ/ত্যু 💔গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার পারুয়া ইউনি...
25/10/2025

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃ/ত্যু 💔
গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়ার দক্ষিণপাড়া গ্রামে ঘটে এ হৃদয়বিদারক দুর্ঘটনা।
নি/হ/ত/রা হল—সুমাইয়া আক্তার (১১), রুবিনা পারভীন হাবিবা (৭) এবং জান্নাত আক্তার (১০)।

তিনজনই আত্মীয়—খালাতো ও চাচাতো বোন।
খেলার ছলে গোসল করতে নেমেছিল তারা, কিন্তু আর ফেরা হলো না কারোই… 😢

এক মুহূর্তের অসতর্কতায় নিভে গেল তিনটি নিষ্পাপ প্রাণ, শোক ছায়া পুরো এলাকায়।
আল্লাহ তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করুন। 🤲

সব বন্ধুরা বন্ধু হয় না!যেমন সালমান শাহ’র বন্ধু ছিল ডন,কিন্তু সেই বন্ধুই তার প্রাণ কে/ড়ে নিল… 💔বন্ধুত্বের মুখোশের আড়ালে ক...
25/10/2025

সব বন্ধুরা বন্ধু হয় না!
যেমন সালমান শাহ’র বন্ধু ছিল ডন,
কিন্তু সেই বন্ধুই তার প্রাণ কে/ড়ে নিল… 💔
বন্ধুত্বের মুখোশের আড়ালে কখন যে বিষ লুকিয়ে থাকে, কেউ জানে না। 😞

ভিডিওতে দেখা যায় চলন্ত একটি সিএনজির পেছনে ঝুলছেন এক যুবক,আর ভেতরে থাকা এক ব্যক্তি দরজা খুলে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত...
25/10/2025

ভিডিওতে দেখা যায়
চলন্ত একটি সিএনজির পেছনে ঝুলছেন এক যুবক,
আর ভেতরে থাকা এক ব্যক্তি দরজা খুলে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাতের চেষ্টা করছে! 😢
পরে জানা যায়, যিনি ঝুলছিলেন তিনিই আসলে ওই সিএনজির চালক, নিজের জীবন বাজি রেখে নিজের গাড়ি বাঁচানোর লড়াই করছেন! 💔
ঘটনাটি নারায়ণগঞ্জের…

এই বাংলাদেশ দেখতে আর ভালো লাগে না,
মানুষের ভেতর থেকে যেন মানুষটা হারিয়ে যাচ্ছে। 😞🇧🇩

24/10/2025

আবারো আ/গু/ন,🔥
দেশে কি আ/গু/ন নিয়ে খেলা চলছে।
সোর্স- কমেন্টে

আহ জীবন…!কেউ ঘুমায় নরম পশমি চাদরে,আর কেউ নর্দমার পাশে ঠাঁই নেয় রাতভর।কত রকম, কত রঙের এই জীবন…যাদের মাথার উপর ছাদ আছে, বা...
24/10/2025

আহ জীবন…!
কেউ ঘুমায় নরম পশমি চাদরে,
আর কেউ নর্দমার পাশে ঠাঁই নেয় রাতভর।
কত রকম, কত রঙের এই জীবন…
যাদের মাথার উপর ছাদ আছে, বাবা-মায়ের ভালোবাসা আছে, দু’বেলা খাবার আর নিরাপদ আশ্রয় আছে —
তারা যেন আল্লাহর কাছে হাজারবার শুকরিয়া আদায় করেন। আলহামদুলিল্লাহ 💜

সাক্ষী ছিল চন্দ্র তারাএখন তরা খাইছোস ধরা...
24/10/2025

সাক্ষী ছিল চন্দ্র তারা
এখন তরা খাইছোস ধরা...

নরসিংদীর ঘোড়াশালে এক অভিনব ঘটনা! পলাশ থানা পুলিশের হাতে ধরা পড়েছে রাকিব হোসেন নামের এক যুবক, iya/বা পাচারের এমন পদ্ধতি, ...
24/10/2025

নরসিংদীর ঘোড়াশালে এক অভিনব ঘটনা!
পলাশ থানা পুলিশের হাতে ধরা পড়েছে রাকিব হোসেন নামের এক যুবক, iya/বা পাচারের এমন পদ্ধতি, যা শুনে পুলিশও হতবাক! 😳 বিস্তারিত কমেন্টে👇

Address

Sylhet
3130

Telephone

+447858018256

Website

Alerts

Be the first to know and let us send you an email when সুতরাং posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সুতরাং:

Share