সুতরাং

সুতরাং তোমার গল্প এখনো শেষ হয়নি। সুতরাং থেমে থেকো না, এগিয়ে যাও!

১২ ঘণ্টা আগেও যে মানুষটা হাসছিল, আজ সে শুধু স্মৃতি… 💔আবু মারদা—একজন সৌদি নাগরিক তরুণ যুবক 🇸🇦মাত্র কিছুক্ষণ আগেও সে ছিল স...
14/12/2025

১২ ঘণ্টা আগেও যে মানুষটা হাসছিল, আজ সে শুধু স্মৃতি… 💔

আবু মারদা—
একজন সৌদি নাগরিক তরুণ যুবক 🇸🇦
মাত্র কিছুক্ষণ আগেও সে ছিল সম্পূর্ণ সুস্থ।
বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়িয়েছে,
Snapchat-এ হাসি, খাবার আর মজার ভিডিও পোস্ট করেছে।

কেউ কল্পনাও করেনি—
এই সুস্থ মানুষটাই আজ আর নেই।

তার মৃত্যুতে আজ সৌদি আরবজুড়ে শোকের ছায়া।
আরব বিশ্বের বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তার মৃ*ত্যুসংবাদ।
সবাই অবাক, সবাই স্তব্ধ—
এত দ্রুত, এত হঠাৎ!

সে ছিল খাবারপ্রেমী,
হাসিখুশি,
বন্ধুদের সঙ্গে মজা করা ছিল তার সবচেয়ে প্রিয় কাজ।
আজ সেই হাসিটাই হারিয়ে গেল একটি সড়ক দুর্ঘটনায়।

মৃত্যু কখন আসে—কেউ জানে না।
এই ঘটনাই আবার মনে করিয়ে দিল,
জীবন কতটা অনিশ্চিত।

🤲 হে আল্লাহ, আমাদের সবাইকে এমন আকস্মিক মৃত্যু থেকে হেফাজত করো।
🚗 যারা গাড়ি চালান—অনুগ্রহ করে সাবধানে চালান।

সবাই তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন।
আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

ভিডিওকলে মা ও স্ত্রীর সামনেই মৃ*ত্যুর কোলে ঢলে পড়লেন সিলেটের বিশ্বনাথের ওমান প্রবাসী মতিনপ্রবাস মানেই দূরত্বের যন্ত্রণা—...
14/12/2025

ভিডিওকলে মা ও স্ত্রীর সামনেই মৃ*ত্যুর কোলে ঢলে পড়লেন সিলেটের বিশ্বনাথের ওমান প্রবাসী মতিন

প্রবাস মানেই দূরত্বের যন্ত্রণা—প্রিয়জনদের থেকে হাজার মাইল দূরে থাকা। আধুনিক প্রযুক্তি সেই দূরত্ব কিছু সময়ের জন্য ঘুচিয়ে দিলেও, কখনো কখনো সেই মুহূর্তই হয়ে ওঠে জীবনের সবচেয়ে হৃদয়বিদারক স্মৃতি।

ওমানের সালালাহ শহরে অবস্থানরত সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের নিহালের নোয়াগাঁও গ্রামের প্রবাসী আব্দুল মতিন (৫০+) শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে দেশের বাড়িতে থাকা তাঁর বৃদ্ধা মা ও স্ত্রীর সঙ্গে ভিডিওকলে কথা বলছিলেন। কথোপকথনের এক পর্যায়ে হঠাৎ করেই তিনি বারবার বুকের দিকে হাত ইশারা করতে থাকেন। তীব্র ব্যথায় তিনি কথা বলতে পারছিলেন না।

ভিডিওকলের অপর প্রান্তে থাকা মা ও স্ত্রী বুঝতে পারছিলেন—তিনি মারাত্মক বুকের যন্ত্রণায় ভুগছেন। কিন্তু হাজার মাইল দূরত্বের কারণে কিছুই করার ছিল না তাঁদের। উৎকণ্ঠা আর অসহায় চোখে তাঁরা শুধু তাকিয়ে দেখছিলেন।

ঠিক সেই সময়, ভিডিওকল সংযোগ চালু থাকা অবস্থায়ই আকস্মিকভাবে নিথর হয়ে যান আব্দুল মতিন। চোখের সামনেই তিনি ঢলে পড়েন মৃ*ত্যুর কোলে। মুহূর্তেই থেমে যায় সব কথা—ভিডিওকলের স্ক্রিনে নেমে আসে এক ভয়াবহ নীরবতা।

মৃ*ত আব্দুল মতিনের ছেলে সাব্বির আহমদ জানান, তাঁর পিতা ওমানের সালালাহ শহরের সাদী এলাকায় কফিলের (মালিক) একটি ভবন ও মাদ্রাসার দেখাশোনার দায়িত্বে ছিলেন। ব্যক্তি জীবনে তিনি দুই সন্তানের জনক।

এ মর্মান্তিক ঘটনায় নিহালের নোয়াগাঁও গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রবাস থেকে মরদেহ দ্রুত দেশে আনার প্রক্রিয়া চলছে।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দিন। 🤲

পরিচয় গোপন করে প্রতারণা — এক হৃদয়বিদারক বাস্তব ঘটনাগাড়িতে যাত্রাপথে এক মুসলিম মেয়ের সঙ্গে পরিচয় হয় এক হিন্দু যুবকের। ...
14/12/2025

পরিচয় গোপন করে প্রতারণা — এক হৃদয়বিদারক বাস্তব ঘটনা

গাড়িতে যাত্রাপথে এক মুসলিম মেয়ের সঙ্গে পরিচয় হয় এক হিন্দু যুবকের। শুরুতে সে নিজের পরিচয় গোপন করে নিজেকে মুসলিম বলে পরিচয় দেয়। যাত্রাপথের আলাপ, এরপর ফোন নম্বর বিনিময়… ধীরে ধীরে “হাই–হ্যালো” থেকে গভীর প্রেমে রূপ নেয় তাদের সম্পর্ক।

সময়ের সাথে সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ হয়ে ওঠে যে, পরিচয় গোপনকারী সেই যুবক মেয়েটিকে নিয়ে পালিয়ে বিয়েও করে ফেলে। বিয়ের পর ভাড়া বাসায় তারা সংসার শুরু করে—সবই মিথ্যা পরিচয়ের উপর ভিত্তি করে।

কিন্তু বিপর্যয় ঘটে তখন, যখন মেয়েটির পেটে পাঁচ মাসের সন্তান থাকার কথা জানতে পেরে সেই যুবক ঘর ছেড়ে পালিয়ে যায়। পরপর কয়েকদিন যোগাযোগ না থাকায় মেয়েটি কান্নাকাটি করতে করতে ভাড়াটিয়া ও আশেপাশের লোকজনকে সবকিছু খুলে বলে।

তখনই প্রকাশ পায় ভয়ংকর সত্য—
যে ছেলেকে সে মুসলিম ভেবে বিয়ে করেছে, সে আসলে একজন হিন্দু যুবক, যে পরিচয় গোপন করে প্রতারণা চালিয়েছে!

এখন মেয়েটি নিজের ভুল বুঝতে পেরে সকলের কাছে এই প্রতারণার শিকার হওয়া থেকে বাঁচার আকুতি জানাচ্ছে।



⚠️ শিক্ষা ও সতর্কবার্তা

🔸 অপরিচিত কারও পরিচয় যাচাই না করে কখনোই সম্পর্কের গভীরে যাবেন না।
🔸 ফোন–অনলাইন–যাত্রাপথের আলাপ কখনো বিশ্বাসের ভিত্তি হতে পারে না।
🔸 পরিচয় গোপন, ধর্ম লুকানো, দ্রুত প্রেম—এসব প্রতারণার বড় লক্ষণ।
🔸 বিয়ে করার আগে পরিবারকে জানানো, নথি যাচাই করা—সবই অত্যন্ত জরুরি।

👉 নিজে সচেতন থাকুন, অন্যকেও সচেতন করুন।
এই ধরনের প্রতারণা শুধু একটি মেয়ের নয়, পুরো সমাজের জন্য হুমকি।

হাতে স্যালাইন লাগানো, হাসপাতালে বসে টিকটক ভিডিও বানাচ্ছেন, এ জন্য হাসপাতাল কর্তৃপক্ষ রুগী কে বের করে দিলেন।
13/12/2025

হাতে স্যালাইন লাগানো, হাসপাতালে বসে
টিকটক ভিডিও বানাচ্ছেন, এ জন্য হাসপাতাল কর্তৃপক্ষ রুগী কে বের করে দিলেন।

স্বামী প্রতিদিন কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হতেন।আর স্ত্রী?সে বলতো— বাপের বাড়ি যাচ্ছি,কিন্তু বাস্তবে দুই দিন ধরে সে তা...
13/12/2025

স্বামী প্রতিদিন কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হতেন।
আর স্ত্রী?
সে বলতো— বাপের বাড়ি যাচ্ছি,
কিন্তু বাস্তবে দুই দিন ধরে সে তার পরকী*য়া প্রেমিকের সঙ্গে হোটেলে রাত কাটাচ্ছিল।

হঠাৎ একদিন কর্মস্থল থেকেই খবরটা পেয়ে যায় স্বামী।
এক মুহূর্ত দেরি না করে সে পৌঁছে যায় সেই হোটেলে—
এবং নিজের চোখে দেখে ফেলে স্ত্রী ও তার পরকী*য়া প্রেমিককে
একই রুমে আপত্তিকর অবস্থায়।

সেদিনই, ঘটনাস্থলেই—
স্বামী স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেয়।
শুধু তাই নয়,
সে স্ত্রীকে সেই পরকী*য়া প্রেমিকের হাতেই তুলে দিয়ে বলে—

এখন থেকে আমার দায়িত্ব শেষ।
আমার সঙ্গে যা হয়েছে, তার বিচার আল্লাহ করবেন।

স্ত্রী তখন কান্নায় ভেঙে পড়ে।
স্বামীর পায়ে ধরে জীবনের শেষবারের মতো ক্ষমা চায়।
কিন্তু স্বামী একবারও পিছনে তাকায়নি।
একটা বিশ্বাসভাঙা মানুষ আর কতটা শক্ত হলে এমন সিদ্ধান্ত নিতে পারে?

👉 আপনাদের মতামত কী?
স্বামীর এই সিদ্ধান্ত কি সঠিক, নাকি ভুল?

#বিশ্বাসভাঙা

#বাস্তব_ঘটনা
#সম্পর্কের_শেষ
#বিচার_আল্লাহর

ওসমান হাদীর অবস্থা খুবই সংকটাপন্ন।চিকিৎসকরা তার মাথার খুলি খুলে ফেলেছেন…মাথার ভেতরের অংশগুলো আলাদা করে রাখা হয়েছে ভাবলেও...
13/12/2025

ওসমান হাদীর অবস্থা খুবই সংকটাপন্ন।
চিকিৎসকরা তার মাথার খুলি খুলে ফেলেছেন…
মাথার ভেতরের অংশগুলো আলাদা করে রাখা হয়েছে ভাবলেও গা শিউরে ওঠে। 🥲

তিনি এখনো বেঁচে আছেন,
কিন্তু আগের সেই হাসিখুশি হাদী হয়তো আর কখনো ফিরবে না… 😭

বর্তমানে তাকে উন্নতমানের চিকিৎসার জন্য
এভারকেয়ার হাসপাতাল–এ ভর্তি করা হয়েছে।

সবাই তার জন্য দোয়া করুন।
আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন
আমিন 🤲💔

মানুষের জীবনের কোন মূল্য নেই? ওসমান হাদীর অবস্থা গুরুতর, কোমায় চলে গেছেন।ওসমান হাদীর সুস্থতা কামনা করি।🤲
12/12/2025

মানুষের জীবনের কোন মূল্য নেই?
ওসমান হাদীর অবস্থা গুরুতর, কোমায় চলে গেছেন।
ওসমান হাদীর সুস্থতা কামনা করি।🤲

সাজিদের জানাজায় হাজারো মানুষের ঢল, দাফন সম্পন্ন।
12/12/2025

সাজিদের জানাজায় হাজারো মানুষের ঢল, দাফন সম্পন্ন।

আমার নিজেরও সাজিদের সমান দুই বছরের মেয়ে আছে, তাই কষ্টটা আরও বেশি অনুভব করছি। গতকাল থেকে বাচ্চাটা ওই অন্ধকূপে আটকে আছে। এ...
11/12/2025

আমার নিজেরও সাজিদের সমান দুই বছরের মেয়ে আছে, তাই কষ্টটা আরও বেশি অনুভব করছি। গতকাল থেকে বাচ্চাটা ওই অন্ধকূপে আটকে আছে। এইটুকু সময় না খেয়ে, না পান করে বাচ্চাটা কীভাবে আছে, তা চিন্তা করতেই বুক ফেটে যাচ্ছে। ওর মায়ের হাহাকার একজন মা হিসেবে আমি বুঝতে পারছি। মহান আল্লাহর অলৌকিক দয়া ছাড়া এতটুকু শিশুর পক্ষে এতক্ষণ লড়াই করা সম্ভব ছিল না। আল্লাহ তুমিই ভরসা! 💔

(সংগৃহীত)

ইটের পাঁজরে সবুজের আল্পনা। প্রকৃতি তার জায়গা ঠিকই করে নেয়।
11/12/2025

ইটের পাঁজরে সবুজের আল্পনা।
প্রকৃতি তার জায়গা ঠিকই করে নেয়।

নির্দোষ হয়েও বছরের পর বছর কারাগারের অন্ধকারে কাটিয়ে দেয়ার মতো অন্যায় আর কিছু হতে পারে না।তাদের চোখের দিকে তাকাতে পার...
10/12/2025

নির্দোষ হয়েও বছরের পর বছর কারাগারের অন্ধকারে কাটিয়ে দেয়ার মতো অন্যায় আর কিছু হতে পারে না।
তাদের চোখের দিকে তাকাতে পারি না…
অসহায়ত্ব, কষ্ট আর চেপে রাখা আর্তনাদ—সব কিছুই স্পষ্ট দেখা যায়।

মোহাম্মদপুরে মা-মেয়েকে হ'ত্যা,সেই গৃহকর্মী গ্রে*ফ*তা*র।
10/12/2025

মোহাম্মদপুরে মা-মেয়েকে হ'ত্যা,
সেই গৃহকর্মী গ্রে*ফ*তা*র।

Address

Sylhet
3130

Telephone

+447858018256

Website

Alerts

Be the first to know and let us send you an email when সুতরাং posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সুতরাং:

Share