তানবীর সাদিক/Tanbir Sadik

তানবীর সাদিক/Tanbir Sadik Tanbir sadik

23/10/2024

গত ১৫ বছরে কোন পাপ করেন নাই।
সবাই এখন অলি আউলিয়া হয়ে গেছেন!
৪৫০০ ফাইল এর লিংক কমেন্টে..

মনে পড়ে ২০০৬ সালের ২৮ অক্টোবরের কথা লগি বৈঠা দিয়ে আমার ভাইদেরকে হত্যা করে লাশের উপর নৃত্য  করেছিল আওয়ামী হায়নারা। আমরা ত...
19/10/2024

মনে পড়ে ২০০৬ সালের ২৮ অক্টোবরের কথা লগি বৈঠা দিয়ে আমার ভাইদেরকে হত্যা করে লাশের উপর নৃত্য করেছিল আওয়ামী হায়নারা। আমরা তা ভুলিনি এই নৃশংস হত্যাকান্ডের বিচার বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ

মানুষ লৌকিকতায় ব্যস্ত, ফেসবুকে স্বামী স্ত্রীর পারসোনাল মোমেন্ট শেয়ার না করলে শান্তি পায় না, বউয়ের সৌন্দর্য মানুষকে দেখাত...
09/10/2024

মানুষ লৌকিকতায় ব্যস্ত, ফেসবুকে স্বামী স্ত্রীর পারসোনাল মোমেন্ট শেয়ার না করলে শান্তি পায় না, বউয়ের সৌন্দর্য মানুষকে দেখাতেই হবে । আপনাদের দেখে কেউ বরকতের দুয়া করে না । কমেন্টে ওয়াও নাইছ ইত্যাদি লিখে আর মজা নেয়। মানুষের দৃষ্টিভঙ্গি নানা রকম হয়ে থাকে ।
কেউ ভালো নজরে দেখে, আর কেউ হিংসাত্মক দৃষ্টিতে তাকায় ।
অনেক সময় দেখা যায়, ভালো কোনো জিনিসের প্রতি মানুষের বদনজর লেগে যায় ।
খারাপ নজর লাগলে— নজরকৃত ব্যক্তি বা জিনিস ক্ষতি ও অনিষ্টের সম্মুখীন হয় ।

আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা বদ নজরের প্রভাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা কর । কেননা নজরের প্রভাব সত্য।’ [ইবনে মাজাহ, হাদিস : ৩৫০৮]

বদ নজর থেকে বাঁচার দোয়া..
উচ্চারণ : বিসমিল্লাহি আরকিকা, মিন কুল্লি শাইয়িন ইয়ু’যিকা, ওয়া মিন কুল্লি আইনিন ও ওয়া হাসিদিন আল্লাহু ইয়াশফিকা, বিসমিল্লাহি আরকিকা।

অর্থ : আল্লাহর নামে আপনাকে ফুঁ দিচ্ছি; যেসব জিনিস আপনাকে কষ্ট দেয়, সেসব প্রাণের অনিষ্ট কিংবা হিংসুকের বদ নজর থেকে আল্লাহ আপনাকে শিফা দিন; আল্লাহর নামে আপনাকে ফুঁ দিচ্ছি। [মুসলিম, হাদিস : ৫৫১২]

বাংলাদেশে ও এভাবে 'র' এর এজেন্টদের কে ধরে কঠোর শাস্তির ব্যবস্তা করা উচিত।
09/10/2024

বাংলাদেশে ও এভাবে 'র' এর এজেন্টদের কে ধরে কঠোর শাস্তির ব্যবস্তা করা উচিত।

10/12/2023

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when তানবীর সাদিক/Tanbir Sadik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share