29/10/2024
🤲🤲 মরণ ভেদি কেন্সারে আক্রান্ত একজন আলেম সাহেব কে বাঁচাতে এগিয়ে আসুন:🤲🤲
ছাতক উপজেলা রাজার গাও নিবাসী ক্বারী মাওঃ Mahmud Ali , খামিছ স্তরের একজন সুদক্ষ ক্বারী, , তিনি ছাতক উপজেলার লেভার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের বর্তমান ইমাম ও খতিব।
তিনি, তিন সন্তানের জনক।
আপনারা সকলে আবগত আছেন তানর কিডনি সমস্যা জনিত কারণে একটি কিডনি জরুরি বিক্তিতে অপসারন করা হয়, আপনাদের সকলের সাহায্য সহযোগীতায় এটি করা হয় । সিলেটের ডাক্তার এবং ডায়াগনস্টিক সেন্টারগুলো ভুলের কারণে এখন তিনি মরণ ভেদি #কেন্সারে আক্রান্ত। একজন ইমাম হয়ে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া উনার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। তাই নিরুপায় হয়ে তিনি আবারও দেশ বিদেশের সবার কাছ আর্থিক সহযোগিতা প্রার্থনা করছেন।
আসুন আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে অল্প অল্প করে হলেও উনাকে সহযোগিতা করি।
সকলের সহযোগিতা ক্বারি মাওঃ মাহমুদ আলী সাহেব স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন,ইনশাআল্লাহ।
মহান আল্লাহতালা যেন উনাকে সুস্থতা দান করেন। আমিন.....🤲🤲
নীচে রোগীর পারসোনাল বিকাশ নম্বর দেওয়া হলো।
+8801720908910
ক্বারী মাওঃ মাহমুদ আলী সাহেব
সাহায্য পাঠিয়ে দয়া করে ইনবক্স করবেন।