Avijatrik TV অভিযাত্রিক টিভি

Avijatrik TV অভিযাত্রিক টিভি This page will broadcast live programme
(2)

🤲🤲 মরণ ভেদি কেন্সারে আক্রান্ত  একজন আলেম সাহেব কে বাঁচাতে এগিয়ে আসুন:🤲🤲ছাতক উপজেলা রাজার গাও নিবাসী ক্বারী মাওঃ Mahmud A...
29/10/2024

🤲🤲 মরণ ভেদি কেন্সারে আক্রান্ত একজন আলেম সাহেব কে বাঁচাতে এগিয়ে আসুন:🤲🤲

ছাতক উপজেলা রাজার গাও নিবাসী ক্বারী মাওঃ Mahmud Ali , খামিছ স্তরের একজন সুদক্ষ ক্বারী, , তিনি ছাতক উপজেলার লেভার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের বর্তমান ইমাম ও খতিব।

তিনি, তিন সন্তানের জনক।
আপনারা সকলে আবগত আছেন তানর কিডনি সমস্যা জনিত কারণে একটি কিডনি জরুরি বিক্তিতে অপসারন করা হয়, আপনাদের সকলের সাহায্য সহযোগীতায় এটি করা হয় । সিলেটের ডাক্তার এবং ডায়াগনস্টিক সেন্টারগুলো ভুলের কারণে এখন তিনি মরণ ভেদি #কেন্সারে আক্রান্ত। একজন ইমাম হয়ে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া উনার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। তাই নিরুপায় হয়ে তিনি আবারও দেশ বিদেশের সবার কাছ আর্থিক সহযোগিতা প্রার্থনা করছেন।
আসুন আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে অল্প অল্প করে হলেও উনাকে সহযোগিতা করি।

সকলের সহযোগিতা ক্বারি মাওঃ মাহমুদ আলী সাহেব স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন,ইনশাআল্লাহ।
মহান আল্লাহতালা যেন উনাকে সুস্থতা দান করেন। আমিন.....🤲🤲

নীচে রোগীর পারসোনাল বিকাশ নম্বর দেওয়া হলো।

+8801720908910
ক্বারী মাওঃ মাহমুদ আলী সাহেব

সাহায্য পাঠিয়ে দয়া করে ইনবক্স করবেন।

আমাদের আগের পেইজ সমস্যা হওয়ার কারণে নতুন একটি ফেসবুক পেইজ ক্রিয়েট করলাম “ সকল শুভাকাঙ্ক্ষীদের উক্ত পেইজে যুক্ত হওয়ার জ...
05/10/2024

আমাদের আগের পেইজ সমস্যা হওয়ার কারণে নতুন একটি ফেসবুক পেইজ ক্রিয়েট করলাম “ সকল শুভাকাঙ্ক্ষীদের উক্ত পেইজে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হলো। লিংক - https://www.facebook.com/profile.php?id=61566569889601&mibextid=ZbWKwL

04/10/2024

আত্মগর্ব মানুষকে বুদ্ধিহারা করে ফেলে
আত্মসমালোচনা মানুষকে সম্মানিত করে।
Maulana Ahmed Hasan Chowdhury Fultali

রাসূল (সা.) এর শানে যখনই আঘাত এসেছে তালামীযে ইসলামিয়া প্রতিবাদে রুখে দাঁড়িয়েছে ---মাওলানা মোস্তফা হাসান চৌধুরী গিলমানবাং...
04/10/2024

রাসূল (সা.) এর শানে যখনই আঘাত এসেছে তালামীযে ইসলামিয়া প্রতিবাদে রুখে দাঁড়িয়েছে
---মাওলানা মোস্তফা হাসান চৌধুরী গিলমান

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মোস্তফা হাসান চৌধুরী গিলমান বলেন, হযরত ফুলতলী ছাহেব কিবলাহ (র.) ছিলেন একজন আপাদমস্তক আশিকে রাসূল (সা.)। তিনি আমাদের হৃদয়ে ইশকে রাসূলকে প্রজ্জ্বলিত করেছেন। তালামীযে ইসলামিয়ার কর্মীরা ইশকে রাসূল (সা.)-কে ধ্যানজ্ঞান মনে করে সকল কার্যক্রম চালিয়ে যায়। এ সংগঠন সমাজে রাসূল (সা.) এর আদর্শ ছড়িয়ে দিতে চায়। কিন্তু যখনই কোথাও রাহমাতুল্লিল আলামীন (সা.) এর শান-মানে আঘাত এসেছে তালামীযে ইসলামিয়া তখনই প্রতিবাদে রাস্তায় নেমে এসেছে। সময়ে সময়ে এ সংগঠন গোস্তাখে রাসূলদের বিরুদ্ধে রুখে দাড়িয়েছে। এ সংগঠন রাসূল (সা.)-এর আদর্শ ছড়িয়ে দেওয়ার সাথে সাথে নবীবিদ্বেষীদের বিরুদ্ধেও সর্বদা আপোষহীন।

৩ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, বাদ যুহর দোলারবাজারের একটি কমিউনিটি সেন্টারে তালামীযে ইসলামিয়া ছাতক (দক্ষিণ) উপজেলা আয়োজিত "আলোর মশাল" স্মারক প্রকাশনা ও উপজেলা সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ'র কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মনজুরুল করিম মহসিন।

শাখা সভাপতি তারেক আহমদ রাজু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাওছার আহমদ চৌধুরী'র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বুরাইয়া কামিল (এম.এ) মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুস সালাম, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, সুনামগঞ্জ জেলা সভাপতি আবু হেনা মো. ইয়াসিন, সাবেক সভাপতি মো. মুহাইমিনুল হক, পালপুর জালালিয়া আলিম মাদরাসা'র আরবী প্রভাষক মাওলানা শাহাব উদ্দীন সালেহী, লাকেশ্বর দাখিল মাদরাসা'র সুপার মাওলানা আজিজুর রহমান, ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ড ছাতক দক্ষিণ উপজেলা সভাপতি হাফিজ ফজলুর রহমান, উপজেলা তালামীযের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শিরন, দোলারবাজার ইউনিয়ন আল ইসলাহ'র সহ-সভাপতি মাওলানা মামুনুর রশীদ মামুন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের ছাতক (দক্ষিণ) উপজেলা তালামীযের সহ-সভাপতি বেলাল আহমদ, হাসান মাহবুব, সাবেক সহ-সভাপতি সুহেল তাজ, সহ-সাধারণ সম্পাদক সায়েম মিয়া, জুলফিকার আহমদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ নুমান, প্রচার সম্পাদক রেজাউল ইসলাম, সহ-প্রচার সম্পাদক ফয়সল আহমদ, অর্থ সম্পাদক আল আমিন, অফিস সম্পাদক আফিজ মিয়া, সহ-অফিস সম্পাদক রেদওয়ান আহমদ চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক, তোফাজ্জল হোসেন ত্বোহা, সহ-প্রশিক্ষণ সম্পাদক কয়েছ আহমদ, ফখর উদ্দিন, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জাবেদ মিয়া, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক কামাল উদ্দিন, সুলেমান আহমদ প্রমুখ।

04/10/2024

Alhamdulillah

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনAvijatrik TV অভিযাত্রিক টিভি  প্রতিষ্ঠাতা ও পরিচালক কবি রফিকুল ইসলাম মুবিন হুজুরের ...
06/06/2024

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
Avijatrik TV অভিযাত্রিক টিভি প্রতিষ্ঠাতা ও পরিচালক
কবি রফিকুল ইসলাম মুবিন হুজুরের বড় ভাই,,, কবি ও সাংবাদিক নাজমুল ইসলাম মকবুল সাহেব আজ সকাল ৮:১০ টায় মহান মাওলার ডাকে সাড়া দিয়েছেন। মরহুমের জানাযার নামাজ আজ বিকেল ৫.৪০ মিনিটের সময় অলংকারী জামে মসজিদে অনুষ্ঠিত হবে। আল্লাহ যেন উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন🤲

🌙 ১৭ই রামাদান ঐতিহাসিক "বদর দিবস " মাত্র ৩১৩ জন সাহাবী নিয়ে  রাসুল(ﷺ)এর নেতৃত্বে মুসলমানদের প্রথম বিজয়।আলহামদুলিল্লাহ
28/03/2024

🌙 ১৭ই রামাদান ঐতিহাসিক
"বদর দিবস " মাত্র ৩১৩ জন সাহাবী নিয়ে রাসুল(ﷺ)এর নেতৃত্বে মুসলমানদের প্রথম বিজয়।

আলহামদুলিল্লাহ

Address

Biswanath
Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Avijatrik TV অভিযাত্রিক টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Avijatrik TV অভিযাত্রিক টিভি:

Share

Category