দৈনিক আমার বিশ্বনাথ Daynik Amar Biswanath

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • দৈনিক আমার বিশ্বনাথ Daynik Amar Biswanath

দৈনিক আমার বিশ্বনাথ Daynik Amar Biswanath খেলাধুলা,রাজনীতি,অপরাধ,অর্থনীতি,বাণিজ্য,শিক্ষা, বিনোদন,জীবনযাপন,সামাজিক অনুষ্ঠান, সংবাদ লাইভ সম্প্রচার :-

বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবে মুক্তিযুদ্ধা আব্দুল মান্নান সংবর্ধিত বিশ্বনাথ সিলেট প্রতিনিধিঃমহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধ...
29/09/2025

বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবে মুক্তিযুদ্ধা আব্দুল মান্নান সংবর্ধিত

বিশ্বনাথ সিলেট প্রতিনিধিঃ

মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশ পুলিশে কর্মরত থেকে অবসর গ্রহণের পরে সমাজসেবায় অসামান্য অবদান রাখায় বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান কে সংবর্ধনা দিয়েছে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব। এসময় তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ১৯৭১ সালে ৫ নং সেক্টরে মেজর শওকত আলীর অধীনে সেকশন কমান্ডারের দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধ শেষে তিনি ১৯৭২ সালে বাংলাদেশ পুলিশে যোগ দান করেন। ২০০৪ সালে তিনি পুলিশের চাকুরী থেকে অবসর গ্রহণ করে বিভিন্ন সমাজ সেবায় আত্মনিয়োগ করেন। তাঁর এই দেশের তরে দীর্ঘ সংগ্রামের স্বীকৃতি হিসেবে উপজেলা প্রেসক্লাব তাকে আজ আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রেসক্লাবের অফিসে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে তাকে এই সংবর্ধনা প্রদান করে সাংবাদিকদের এই সংগঠন।
উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সায়েস্তা মিয়া'র সঞ্চালনায় সভাপতি মোঃ শাহিন উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দৈনিক সংগ্রাম পত্রিকার সিলেট ব্যুরো প্রধান, সিলেট প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ। এসময় প্রধান অতিথি কবির আহমদ তাঁর বক্তব্যে উপজেলা প্রেসক্লাবের এই ক্ষুদ্র আয়োজনের ভুয়সী প্রশংসা করে বলেন, সমাজের গুণী মানুষকে সম্মান জানিয়ে উপজেলা প্রেসক্লাব একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। গুণীজনদের সম্মান জানিয়ে এই সংগঠনের প্রত্যেক সাংবাদিক নিজেকে সম্মানিত করেছেন। এর ধারাবাহিকতা রক্ষায় কাজ করতে হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখন, বিশ্বনাথ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম, বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক শাহ আলম তালুকদার তুহিন, পৌর যুবদলের আহবায়ক শাহ আমির উদ্দিন, পৌর ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম রেজা।
উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম এর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, দপ্তর সম্পাদক কবি এস. পি সেবু, বিজেপি নেতা এস এম রফিক আহমদ, মিডিয়াকর্মী এম আলী হোসেন মোল্লা প্রমুখ।

27/09/2025

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি' ও অঙ্গ সহযোগী সংগঠনের মতবিনিময় সভা ২ নং ওয়ার্ড ৫ নং দৌলতপুর ইউনিয়ন, বিশ্বনাথ,সিলেট

27/09/2025

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি' ও অঙ্গ সহযোগী সংগঠনের মতবিনিময় সভা ২ নং ওয়ার্ড ৫ নং দৌলতপুর ইউনিয়ন, বিশ্বনাথ,সিলেট #বাংলাদেশরাজনীতি

27/09/2025

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি' ও অঙ্গ সহযোগী সংগঠনের মতবিনিময় সভা ২ নং ওয়ার্ড ৫ নং দৌলতপুর ইউনিয়ন, বিশ্বনাথ,সিলেট

চলচ্চিত্রের মহানায়ক সালমান শাহর ৫৪ তম জন্ম বার্ষিকী ও মহান স্বাধীনতার ৫৪ বছর, কিছু না বলা কথা- এস.পি.সেবু সিলেট থেকে :-স...
18/09/2025

চলচ্চিত্রের মহানায়ক সালমান শাহর ৫৪ তম জন্ম বার্ষিকী ও মহান স্বাধীনতার ৫৪ বছর,
কিছু না বলা কথা- এস.পি.সেবু সিলেট থেকে :-

সুন্দর সুঠাম দেহের অধিকারী লাজুক লাজুক মায়াবী চেহারা আর মোনায়েম চাউনী। প্রথম দর্শনে যাকে আপন করতে ইচ্চা জাগে জনমনে, তিনিই আমাদের বাংলা চলচ্চিত্রের হীরকযুগের আধুনিক মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ট সিনেমা অভিনেতা, সুস্থ সংস্কৃতির উদ্ভাবক, নব্বইয়ের সিলেট রত্ন, স্ট্যাইলের জনক শহীদ চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন সালমান শাহ।

আজ থেকে ৩০ বছর পূর্বে ১৯৯৬ সালে ৬ ই সেপ্টেম্বর শুক্রবার প্রাতরাশে ঢাকার ইস্কাটন প্লাজায় একদল পরিকল্পিত সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত হন তিনি। তাঁর জন্ম ১৯৭১ সালের ১৯ শে সেপ্টেম্বর সিলেট দাড়িয়া পাড়া, সালমান শাহ রোডস্থ "আবে হায়াত "বর্তমান সালমান শাহ ভবনে।

বাংলাচলচ্চিত্রের অলিখিত ব্যাকরণ খ্যাত ছায়াছবি প্রেমিদের হৃদয়ের স্পন্দন সালমান শাহই মাত্র ৪ বছরের ফিল্মিস ক্যারিয়ারে নিজেকে ও ঢাকাইয়া চলচ্চিত্রকে প্রতিষ্টিত করেছিলেন সর্ব্বোচ্চ জনপ্রিয়তার স্বর্ণ শিখরে। হয়ে উঠেছিলেন কিশোর-কিশোরী তরুন-তরুনীদের কাছে অনুসরণযোগ্য ক্রেজ।

১৯৯৬ সালে তাঁর শহীদ হওয়ার সংবাদ টিভি, রেডিও,পত্রিকা, ম্যাগাজিন, টেলিযোগাযোগ মাধ্যামে প্রচারিত হতে না হতে স্থবির হয়ে গিয়েছিল সারা দেশ। অলস্য ভাব সৃষ্টি হয়েছিল শহর থেকে পাড়া মহল্লার সকল কর্মকান্ডে। সব কিছু যেনো শার্টডাউন হয়ে গিয়েছিল,

অজানা আতংক আর বিশ্বাস অবিশ্বাসের কান্নায় ভেঙ্গে পড়ে সর্বস্তরের মানুষ। দেশব্যাপী শোক আর প্রতিবাদের ঝড় ছড়িয়ে পড়ে যায় টেকনাফ থেকে তেতুলিয়া- তামাবিল থেকে সুন্দরবন।

খুনিরা সালমান শাহকে খুন করে তৎতকালীন প্রশাসনের সহযোগীতায় ও ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারের শ্লেডারে

সবকিছু তছনছ করে দেয় সামিরাগং, ঘা ঢাকা দেয় ঘটনাস্থল থেকে। তদন্তের নামে সিলগালা করা হয় সালমানের বাসভবন ইস্কাটন প্লাজার বাসা -! দশদিন পর খুনের আলামত সংগ্রের বিষয়টি জাতির কাছে অত্যান্ত রহস্যময় মনে হয়।

এই দশদিনে খুনি চক্র প্রশাসনের নেতৃত্বে ও আওয়ামীলীগ মন্ত্রী এমপি নেতাদের ইশারায় খুনের সিংহভাগ আলামত ধ্বংশ করে দেয় যাতে ভবিষ্যতে এই পরিকল্পিত হত্যার বিচার সালমান অনুসারীরা না পায়। সালমান পরিবারের চোখে ধুলো দিয়ে, দেশবাসীকে ইন্দ্রজালে বন্ধী করে, রাষ্ট্র ও প্রশাসনযন্ত্রকে জিম্মিকরে, হাসপাতালের ডাক্তার নার্সদের ক্রয়করে দুই দুইবারের ময়নাতদন্ত রিপোর্টকে খুনের পরিবর্তে আত্বহত্যা (সুইসাইড) বলে গোয়েবলসীয় মিথ্যাচার করে খুনিচক্র।

সালমান পিতা ম্যাজিস্ট্রেট কমরুদ্দিন চৌধুরী সন্তান হত্যাকারীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রাখেন। কিন্তুু ভাগ্যের নির্মম পরিহাস তিনি ২০০২ সালে চলেযান না ফেরার দেশে।

সুযোগ বুজে খুনিরা কমরুদ্দিন চৌ এর মৃত্যুকে টার্নেল হিসাবে ব্যাবহার করে আদালতে সালমান শাহর মামলা নিষ্কিয় করে দেয়।

তার পর ইতিহাসের পতন! কত পোষ্টারিং, বক্তব্য,সভা,মহাসভা,
প্রেসবিফিং,সমাবেশ,ভালবাসা,অাবেগ,কান্না, মিশিল, মিটিং সব
চাপা পড়ে যায় মহাকাব্যের তলদেশে। সালমান শাহর অকাল প্রয়ানের শোক সহ্য করতে না পেরে আত্বহত্যার মতো মহাপাপ করে বসেন অনেক ভক্ত।

"লিপিরানী,সেতুরানী,রুনু খাতুন, রুবিনা নার্গিস,লন্ডনী আয়েশা,তিশা,সুমা,সুরমা,ইভা,তাহমিনা, রিয়া রয়,এনি, জান্নাতুল ইভা, জেসমিন, সোনালী,বন্যা কুমারী, জারা বেগম সহ ৫০ টির বেশী তরুন তরুনী।

অনেক জলপন্ডিত কলামিস্ট বা প্রশাসনের কর্তাবাবুরা বলেন : সালমানের মৃত্যুকে রহস্য, খুনের অালামত অস্পষ্ট - যাহা নিন্দনীয় ও দুঃখজনক। খুনকে রহস্যের ফতোয়া দিয়ে খুনিচক্রকে আড়াল করার তৈলবিহীন যন্ত্রকে ষড়যন্ত্র বলে - তা জনগন ভালো করে বুঝে।

আপনারা দেখুন বাংলা চলচ্চিত্রের কী বেহাল অবস্থা আজ। মহানায়ক শহীদ সালমান শাহর প্রয়ানের পর সিনেমা জগতে নেমে আসে ব্লু ফিল্মের কালবৈশাখী। উলঙ্গপনার রমরমা বানিজ্য, সেক্সিথিম, হীরকযুগে সিনেমা প্রেমী পন্ডিত
লোকেরা বাংলা চলচ্চিত্রকে আদর করে বলতো " বই" আর এখন বলে বেশ্যা তৈরির কারখানা।

সালমান শাহী সিমেনাগুলো পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করা যেতো কারণ এতে ছিলোনা নোংরামি, ছিলনা বেহাপনা, ছিলনা কোন অশীল রঞ্জন টকশো। আর আজকাল হিজড়া নায়ক নায়িকাদের মাখামাখি, ওজু ভেঙ্গে কাপড় নষ্ট হয়তো হয় - পরিবারের সবাইকে নিয়ে দেখা মানে আত্বহত্যার শামিল।

বতর্মান চলচ্চিত্রের দিকে তাকালে কী আচ্ছন্ন আচ্ছন্ন নাম নাম,হিন্দি ইংলিশের ছড়াছড়ি।

বায়ান্ন ভাষা সংগ্রাম আর একাত্তের মহান মুক্তিযুদ্ধ আর ২৪ এর আগষ্ট বিপ্লবকে অত্যান্ত সুক্ষভাবে হেঁয়, কলুষিত করে বর্তমান নোরাং সিনেমা তৈরি হচ্চে। যাহা আমাদের সমাজ সভ্যাতা বিরুধী। নবাগত নায়ক নায়িকারা পশ্চিমা লীভ টুগেদার সংস্কৃতি,নগ্নতার মোড়কে বাংলা ও বাঙ্গালীর হাজার বছরের ইতিহাস চিরতরে ধ্বংশ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

এগুলো বন্ধ করার জন্য সালমান ভক্ত ও দেশবাসীকে সজাগ দৃষ্টি রাখতে আহবান জানাচ্ছি।

উদারণ সরুপ বলা যায় চিত্রনায়িকা অপু বিশ্বাস, পরিমনি, সাহারা, মীন, জানবি, ববি, মাহি, আর পর্নো অভিনেত্রী পরীমণি কী ইন্ডিয়ান কুকুরছানা সানিলিওন, রুকসান,মিয়া খলিফার নব্য উত্তরসূরী নয় কি ? পাঠক সমাজের কাছে প্রশ্ন ???

কিংবা টিকটকার আর মডেল বেশ্যাদের কান্ডকারখানা দেখে মেজাজ বিগড়ে যায় সুশিল সমাজের -!

অপ্রিয় হলেও সত্য যে, ৩০ বছর পূর্বের স্ট্যাইলের জনক সালমান শাহর উদ্ভাবিত সালমান শাহী বেশে( দ্যা গ্রেডার লুক ফ্যাশন অফ স্ট্যাইলিশ সিনেমাস ফাদার) আজের এ আইয়ের যুগে স্টেন্ডার চেলেঞ্জের সম্মুখীন ! বাহ -অথচ মহানায়ক সালমান শাহ তাঁর ভক্ত ও প্রেমিদের এ সুস্থ সংস্কৃতি, স্ট্যাইলের অনন্য ধারা ৩০ বছর আগে গিফট করে গেছেন।

হায় সিনেমা জগত, হায় মনুসত্বহীন আধুনিকতা, চিত্রলোকের আড়ালে আবডালে প্রেমের বিশ্বাক্ত ছোঁবলে ভুলতে বসেছে সালমান শাহী কৃতিত্ব।

কিছু খুনিদের দিবালোকে সত্যত্বা স্বীকার, অথচ আদালত আইন অন্ধ........মিথ্যিচার একের পর এক প্রতিবেদন সবি মনগড়া উপন্যাস। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় সব খল চরিত্র অবশ্যই ধ্বংশ হয়েছে।

সকাল থেকে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে টেলিমেইল আসছে বারবার - শহীদ সালমান শাহর সাবেক স্ত্রী ( আমাদের মতে খুনি সামিরা হক) সামিরা ৫ম বিয়ে করে ক্ষুর্দাথ জরায়ুকে শান্ত করেছে, ঐ মহিলাটি এত কামুকী যে সয়ং ইন্ডিয়ান বেশ্যা সানি লিওন ও জুনিয়র লুসি হক পরিবারের কাছে লজ্জিত !!! থাক থাক আমি কারো চরিত্র নিয়ে PHD. থিসিস লিখছিনা। পাঠক পাঠিকাগন আমার উপর চটবেন না। আজ ১৯ শে সেপ্টেম্বর ২০২৫ সালমান শাহর ৫৪ তম জন্ম দিবস। যদি তিনি বেঁচে থাকতেন তাহলে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ৫৪ বছর ও তাঁর ৫৪ তম জন্ম দিনে নানান আয়োজনে উৎসাহে দেশবাসীকে প্রাণঢালা অভিবাদন ভালবাসা প্রকাশ করতেন। জানিয়ে দিতেন সবাইকে সালমান শাহী শুভেচ্ছা ♥♠।
সর্বশেষ একটি কথা সালমান শাহর খুনিদের দ্রুত আইনের আওতায় আনুন, কোন ছাড় নয় - বিচার হতে হবে। ফ্যাসিষ্টদের নিষিদ্ধ পল্লীতে জন্ম নেয়া খুনি সামিরা গংদের দ্রুত গ্রেফতার এখন সময়ের দাবী।

(উলেখ্য যে, ১৯৯৬ থেকে ২০০১ অবদি সিনেমার বহু নায়ক নায়িকার রহস্যময় মৃত্যু ফ্যাসিষ্ট খুনি হাসিনার শাসনামলেই হয়েছে, ক্লিয়ার মেসেজ, সব রহস্য দিবালোকের মতো স্পষ্ট)

( লেখক : কবি এস.পি.সেবু সিলেট, কেন্দ্রীয় সভাপতি, সিএম ও ফুয়েলার : স্বপ্নবাংলা পরিষদ, জালালাবাদ কিংডম, সিলেট, মানবাধিকার ফিল্ডমার্শাল সাংবাদিক, গবেষক ও কেন্দ্রীয় প্রতিষ্টাতা প্রথম সিনিয়র যুগ্ম আহবায়ক :
সালমান শাহ ভক্ত ঐক্যজোট,কেন্দ্রীয় নির্বাহী সংসদ,বাংলাদেশ)

15/09/2025

নিজেকে শান্তনা দিতে পারাটা পৃথীবির সুন্দরতম ক্ষমতা..!😅💔

প্রবাসীদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আরও বেশি করে সংযুক্ত করার দৃঢ়প্রত্যয় থেকে বাংলাদেশ সরকার গত বছর প্রবাসীদের ভোটাধিকা...
14/09/2025

প্রবাসীদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আরও বেশি করে সংযুক্ত করার দৃঢ়প্রত্যয় থেকে বাংলাদেশ সরকার গত বছর প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় প্রবাসীদের জন্য অনলাইন ও অফলাইনে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

(এডমিন)

11/09/2025
09/09/2025

পালের চক গ্রামের কৃত্তি সন্তান, দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট পালের চক নতুন জামে মসজিদ শাখার সহ-নাজিম মো. সহেদুজ্জামান শিমু"প্রবাস গমন বিদায়ী সংবর্ধনা : সরাসরি

একজন প্রকৃত প্রিন্ট মিডিয়ার নিবেদিত পরিশ্রমী সাংবাদিক,  কিছু দিন উনার সাথে এই ডিপার্টমেন্টে কাজ করেছিলাম, কাছথেকে দেখেছি...
07/09/2025

একজন প্রকৃত প্রিন্ট মিডিয়ার নিবেদিত পরিশ্রমী সাংবাদিক, কিছু দিন উনার সাথে এই ডিপার্টমেন্টে কাজ করেছিলাম, কাছথেকে দেখেছি খুবই পেশাদারিত্ব মেন্টেইন করেন, লোভ লালসা নেই বল্লেই চলে।
অভিনন্দন সায়েস্তা মিয়া ভাই, Md Shaista Miah
দৈনিক মানবকন্ঠে নিয়োগ পেলেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সায়েস্তা মিয়া , এছাড়াও তিনি জৈন্তা বার্তা পত্রিকায় কাজ করেন।

Address

College Road, Biswanath
Sylhet
3130

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক আমার বিশ্বনাথ Daynik Amar Biswanath posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক আমার বিশ্বনাথ Daynik Amar Biswanath:

Share