
22/07/2025
বিশাল উৎসাহ উদ্দিপনার মধ্যে শেষ হল সিলট সদর উপজেলার ৭ নং মোগল গাওঁ ইউনিয়নের ৭,৮ নং ওয়ার্ড এর লতিফিয়া ইসলামী ফ্রেন্ডস সোসাইটির অভিষেক সম্পন্ন—*
উপমহাদেশের পখ্যাত ওলীয়ে কামিল আল্লামা ফুলতলী সাহেব (রহ:) সুহব্বতে ধন্য সিলেট সদর উপজেলা ৭নং মোগলগাঁও ইউনিয়ন এর ৭,৮নং ওয়ার্ড নিয়ে গঠিত সামাজিক সংগঠন লতিফিয়া ইসলামী ফ্রেন্ডস সোসাইটি* ২০২৫-২৬ সেশনের অভিষেক গত ২১ জুলাই ২০২৫ ঈসায়ী, সোমবার বাদ মাগরিব সিলেট সদর উপজেলা বিশিষ্ট শালিশ ব্যাক্তিত্ব মরহুম হাজী মোঃ মর্তুজা আলী সাহেবের বাড়িতে অনুষ্ঠিত হয়।
মোগলগাঁও ইউনিয়ন এর বিশিষ্ট মুরব্বি জনাব হাজী মোঃ মইন মিয়া সাহেবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির আল হাসান এর সঞ্চালনায়, শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ সোহান আহমদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সিলেট সদর উপজেলার সভাপতি জনাব কারী নুরুল হক সাহেব ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল ইসলাহ সিলেট সদর উপজেলার সহ সভাপতি ও কাজিরগাঁও জালালীয়া দাখিল মাদরাসার সহ সুপার মাওলানা তাজ উদ্দিন সাহেব, গালমশাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শামিম আহমদ সাহেব,কাজিরগাঁও মাদরাসা জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজ মতিউর রহমান সাহেব,বিশিষ্ট মুরব্বি জনাব নিজাম উদ্দিন কালা মিয়া,জনাব গোলাম আলী সাহেব,জনাব,আব্দুল,বসির সাহেব,জনাব শাহার আলী সাহেব,তালামীয সিলেট সদর উপজেলা সাবেক দ্বায়িত্বশীল ও অত্র সোসাইটির আহবায়ক ইতালি প্রবাসী মোহাম্মদ আরফান আলী সাহেব।
সোসাইটির দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত সভাপতি মাওলানা মুহিবুর রহমান, সিনিয়র সহ সভাপতিমাওলানা রফিকুল ইসলাম,সহ সভাপতি ফয়সল আহমদ ,সহ সাধারান সম্পাদক জয়নাল আবেদীন,
মোঃ মনসুর উদ্দিন মিসবাহ, সাংগঠনিক সম্পাদক হাফিজ আফসার আহমদ,সহ সাংগঠনিক সম্পাদক আওলাদুজ্জামান মারুফ,সহ , প্রচার সম্পাদক আব্দুস সামাদ,সহ প্রচার সম্পাদক,মেহেদি হাসান নোমান,অর্থ সম্পাদক
মোঃ আজমান আলী,
অফিস সম্পাদক শামিম আহমদ,
সহ অফিস সম্পাদক জামাল আহমদ,প্রশিক্ষন সম্পাদক মাওলানা মোঃ আব্দুল কাইয়ুম, প্রবাসী বিষয়ক সম্পাদক হাঃ কয়েছ আহমদ, সহ প্রবাসী বিষয়ক সম্পাদক
মোঃ গউছ উদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতি সম্পাদক মোহাম্ম্দ আসফাক আহমদ, সহ শিক্ষা ও সাংস্কৃতি সম্পাদক
সাফওয়ান হাসান,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক,মেহেদী হাসান আইমান,সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, মোঃ সাদিকুর রহমান, সহ সমাজ কল্যাণ বিষয়ক মোঃ আজিজুল ইসলাম,সদস্যগন-তাহির উদ্দিন,মাহবুবুর রহমান,ময়বুর রহমান,মোঃ আব্দুল কাদির (২),রকিব আহমদ ,কমর উদ্দিন, শামিম আহমদ, আবুল লেইছ ,শেখ আলিম উদ্দিন রানা,আব্দুল কাদির (৩),দিলওয়ার হোসেন ,নাজিম উদ্দিন,রইছ আলী,মোঃ কুতুব উদ্দিন ,আবু বকর ,রহিম উদ্দিন ,শহিদ মিয়া,হাঃ জামিল আহমদ,মোঃ ইসলাম উদ্দিন ,নাছির উদ্দিন নাহিদ,হাবিবুর রহমান,আব্দুল আহাদ প্রমুখ।