LTV -মিডিয়া

LTV -মিডিয়া লাইভ প্রোগ্রামের জন্য সরাসরি যোগাযোগ,
মোবাইল --01710891950

বিশাল উৎসাহ উদ্দিপনার মধ্যে শেষ হল সিলট সদর উপজেলার ৭ নং মোগল গাওঁ ইউনিয়নের ৭,৮ নং  ওয়ার্ড এর লতিফিয়া ইসলামী ফ্রেন্ডস সো...
22/07/2025

বিশাল উৎসাহ উদ্দিপনার মধ্যে শেষ হল সিলট সদর উপজেলার ৭ নং মোগল গাওঁ ইউনিয়নের ৭,৮ নং ওয়ার্ড এর লতিফিয়া ইসলামী ফ্রেন্ডস সোসাইটির অভিষেক সম্পন্ন—*

উপমহাদেশের পখ্যাত ওলীয়ে কামিল আল্লামা ফুলতলী সাহেব (রহ:) সুহব্বতে ধন্য সিলেট সদর উপজেলা ৭নং মোগলগাঁও ইউনিয়ন এর ৭,৮নং ওয়ার্ড নিয়ে গঠিত সামাজিক সংগঠন লতিফিয়া ইসলামী ফ্রেন্ডস সোসাইটি* ২০২৫-২৬ সেশনের অভিষেক গত ২১ জুলাই ২০২৫ ঈসায়ী, সোমবার বাদ মাগরিব সিলেট সদর উপজেলা বিশিষ্ট শালিশ ব্যাক্তিত্ব মরহুম হাজী মোঃ মর্তুজা আলী সাহেবের বাড়িতে অনুষ্ঠিত হয়।

মোগলগাঁও ইউনিয়ন এর বিশিষ্ট মুরব্বি জনাব হাজী মোঃ মইন মিয়া সাহেবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির আল হাসান এর সঞ্চালনায়, শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ সোহান আহমদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সিলেট সদর উপজেলার সভাপতি জনাব কারী নুরুল হক সাহেব ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল ইসলাহ সিলেট সদর উপজেলার সহ সভাপতি ও কাজিরগাঁও জালালীয়া দাখিল মাদরাসার সহ সুপার মাওলানা তাজ উদ্দিন সাহেব, গালমশাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শামিম আহমদ সাহেব,কাজিরগাঁও মাদরাসা জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজ মতিউর রহমান সাহেব,বিশিষ্ট মুরব্বি জনাব নিজাম উদ্দিন কালা মিয়া,জনাব গোলাম আলী সাহেব,জনাব,আব্দুল,বসির সাহেব,জনাব শাহার আলী সাহেব,তালামীয সিলেট সদর উপজেলা সাবেক দ্বায়িত্বশীল ও অত্র সোসাইটির আহবায়ক ইতালি প্রবাসী মোহাম্মদ আরফান আলী সাহেব।

সোসাইটির দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত সভাপতি মাওলানা মুহিবুর রহমান, সিনিয়র সহ সভাপতিমাওলানা রফিকুল ইসলাম,সহ সভাপতি ফয়সল আহমদ ,সহ সাধারান সম্পাদক জয়নাল আবেদীন,
মোঃ মনসুর উদ্দিন মিসবাহ, সাংগঠনিক সম্পাদক হাফিজ আফসার আহমদ,সহ সাংগঠনিক সম্পাদক আওলাদুজ্জামান মারুফ,সহ , প্রচার সম্পাদক আব্দুস সামাদ,সহ প্রচার সম্পাদক,মেহেদি হাসান নোমান,অর্থ সম্পাদক
মোঃ আজমান আলী,
অফিস সম্পাদক শামিম আহমদ,
সহ অফিস সম্পাদক জামাল আহমদ,প্রশিক্ষন সম্পাদক মাওলানা মোঃ আব্দুল কাইয়ুম, প্রবাসী বিষয়ক সম্পাদক হাঃ কয়েছ আহমদ, সহ প্রবাসী বিষয়ক সম্পাদক
মোঃ গউছ উদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতি সম্পাদক মোহাম্ম্দ আসফাক আহমদ, সহ শিক্ষা ও সাংস্কৃতি সম্পাদক
সাফওয়ান হাসান,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক,মেহেদী হাসান আইমান,সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, মোঃ সাদিকুর রহমান, সহ সমাজ কল্যাণ বিষয়ক মোঃ আজিজুল ইসলাম,সদস্যগন-তাহির উদ্দিন,মাহবুবুর রহমান,ময়বুর রহমান,মোঃ আব্দুল কাদির (২),রকিব আহমদ ,কমর উদ্দিন, শামিম আহমদ, আবুল লেইছ ,শেখ আলিম উদ্দিন রানা,আব্দুল কাদির (৩),দিলওয়ার হোসেন ,নাজিম উদ্দিন,রইছ আলী,মোঃ কুতুব উদ্দিন ,আবু বকর ,রহিম উদ্দিন ,শহিদ মিয়া,হাঃ জামিল আহমদ,মোঃ ইসলাম উদ্দিন ,নাছির উদ্দিন নাহিদ,হাবিবুর রহমান,আব্দুল আহাদ প্রমুখ।

জরুরি সংবাদএত দ্বারা ৭ নং লক্ষণাবন্দ ইউনিয়নের সকল মসজিদের  সম্মানি ইমাম সাহেবদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৮/...
16/07/2025

জরুরি সংবাদ
এত দ্বারা ৭ নং লক্ষণাবন্দ ইউনিয়নের সকল মসজিদের সম্মানি ইমাম সাহেবদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৮/০৭/২০২৫ ইং রোজ শুক্রবার বাদ জুমুয়া তিন ঘঠিকার সময় লক্ষণাবন্দ ক্লাব পয়েন্ট কেন্দীয় জামে মসজিদে, ৭ নং লক্ষণাবন্দ ইউনিয়নের সকল মসজিদের ইমাম সাহেবদের নিয়ে এক জরুরি সভার আয়োজন করা হয়েছে।
উক্ত সভায় আপনার উপস্হিতি ও সার্বিক সহযোগীতা কামনা করি।
দাওয়াত ক্রমে
হাফিজ মাওলানা আব্দুল আজিজ।
সভাপতি
জাতীয় ইমাম সমিতি ৭ নং লক্ষণাবন্দ ইউনিয়ন শাখা।

মাওলানা আব্দুস সুবহান সাহেব
ভারপ্রাপ্ত সেক্রেটারি
জাতীয় ইমাম সমিতি ৭ নং ইউনিয়ন শাখা।

লক্ষিপাশা দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসার, ২০২৫ ইং সনের দাখিল পরিক্ষার ফলাফল। ১। এ মাইনাস ৫ জন।২।বি গ্রেড ৫ জন।৩। সি গ্রেড ...
10/07/2025

লক্ষিপাশা দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসার, ২০২৫ ইং সনের দাখিল পরিক্ষার ফলাফল।
১। এ মাইনাস ৫ জন।
২।বি গ্রেড ৫ জন।
৩। সি গ্রেড ২ জন।
৪। অকৃত ৪ জন।
মোট পরিক্ষার্থী ১৬ জন।
কৃত কার্য ১২ জন। অকৃত কার্য ৪ জন।

দীর্ঘ অপেক্ষার প্রহর শেষে ইসলামিক নাশিদে একটি নতুন আলো জলছে,,,,ভালোবাসা,আকাঙ্ক্ষা আর ভালো লাগা থেকে জন্ম নেওয়া নাশিদ,বিস...
07/07/2025

দীর্ঘ অপেক্ষার প্রহর শেষে ইসলামিক নাশিদে একটি নতুন আলো জলছে,,,,

ভালোবাসা,আকাঙ্ক্ষা আর ভালো লাগা থেকে জন্ম নেওয়া নাশিদ,

বিস্তারিত কমেন্ট বক্সে,

Muslah PresentsWa Rafana Laka Dhikrak - وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ Directed By: Badr HassaniArtistic Director: Hamza Ben AllalMusic Producer: Soul ALyric & ...

07/07/2025

উত্তর লক্ষণাবন্দ মাঝপাড়া জামে মসজিদে পবিত্র আশুরা মাহফিলে হযরত মাওলানা মুফতি শিহাব উদ্দিন আলীপুরী হুযুরের চমৎকার একটি মিলাদ শরীফ।

05/07/2025

চিত্র নায়ক হেলাল খান
গোলাপগঞ্জ উপজেলা জাসাস এর অনুষ্টান

04/07/2025

লক্ষিপাশা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার দৃশ্য দেখে মনে পড়ে ছোট বেলার কথা আমাদের শিক্ষক গন প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের ছুঠির সময়, গণিতের নমাতা আদম আখলাক ও সালাম শিক্ষা দিতেন। দিন দিন এগিয়ে যাচ্ছে লক্ষিপাশা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা। প্রিয় প্রতিষ্টানের সফলতা কামনা করি।

03/07/2025

দেখার মত চিত্র,সূর্যোদয় কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র বিদ্যালয়ের ছাত্রদের জোহরের নামাজের অযু ও নামাজের চিত্র।

02/07/2025

সিলেটের আলোচিত একটি হাওর ফেঞ্চুগঞ্জ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে.........

02/07/2025

নৌকা বাইচ থেকে সরাসরি সম্প্রচার.........

29/06/2025

আজ ২৯/০৬/২০২৫ ইং রোজ রবিবার লক্ষিপাশা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে মৌসুমি ফল আম তুলে দেয়া হচ্ছে।

26/06/2025

মাশাআল্লাহ
লক্ষিপাশা দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসায় জোহরের নামাজের পর মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসা সুপার মাওলানা রফিকুল ইসলাম।

Address

Sylhet

Website

https://youtube.com/@Ltv-50?si=ewD9RW73swNAyS0v, https://youtube.com/@L

Alerts

Be the first to know and let us send you an email when LTV -মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share