Amit's Vlogs

Amit's Vlogs Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Amit's Vlogs, Digital creator, Sylhet.

বাইক আমার সঙ্গী, ভ্রমণ আমার নেশা 🏍️ পথের কিছু মুহূর্ত শেয়ার করি এখানে! সিলেটি ব্লগার।

19/10/2025

ঠান্ডা বাতাস হালকা ছুঁয়ে যাচ্ছে মুখে, দূরে মেঘ গড়িয়ে যাচ্ছে পাহাড়ের গায়ে, এমন পরিবেশে খাবার খাওয়া মানেই প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া।
📍 আদ্রক গার্ডেন রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট Y জংশন। বান্দরবান।

18/10/2025

জীবনে টাকা-পয়সা দিয়ে কি করবেন?
ঘুরে দেখুন পৃথিবীটা এমন ভিউ,
এমন শান্তি টাকা দিয়ে মেলে না।



সাহায্য করতে না পারলে ১ টি করে শেয়ার করেনদানশীলদের নজরে আসবেHelp post.. 😭😭৩ বোন - ১ ভাইও মেঝো- ফাতেমা ওর নাম - ঠিকানা কু...
18/10/2025

সাহায্য করতে না পারলে ১ টি করে শেয়ার করেন
দানশীলদের নজরে আসবে
Help post.. 😭😭
৩ বোন - ১ ভাই
ও মেঝো-
ফাতেমা ওর নাম - ঠিকানা কুমিল্লা মুরাদনগর
২বছর ৬ মাস ধরে ক্যান্সার -
ব্লাড ক্যান্সার -
অর বাবা একজন সব্জি বিক্রেতা-
কিছুদিন ধরে অনেক অসুস্থ + এখন এক্টু অসুস্থ বেশি - ইন্ডিয়া থেকে বলছে ১২ লাখ টাকা হলে অপারেশ্ন হবে. 😕
তার বাবা মা সব মিলে ৩ লাখ এর মত মেনেজ করছে -- 😭😭 এখন অনেক টাকার প্রয়োজন আমরা চাইলে মেয়েটির পাশে দাঁড়িয়ে মেয়েটির মুখে আবার হাসি ফিরিয়ে দিতে. আমরা যে যতটুকু পারি মেয়ে টির পাশে এসে দাঁড়াই সবার কাছে আমার অনুরোধ আপনারা যে যতটুকু পারেন মেয়েটিকে সাহায্য করে তাকে আবার সুন্দর পৃথিবী ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি আশা করি আপনারা সবাই এর পাশে দাড়াবেন🙏🙏
🔜01946258076 Bkash ফাতেমার ভাইয়ের নাম্বার 👏👏দয়া করে সবাই সহযোগীতার হাত বাড়িয়ে দেন।😫😫


18/10/2025

কেওক্রাডং-এর শেষ আপহিলটা সত্যিই চ্যালেঞ্জিং! অনেকেই পড়ে যান। মূল কারণ, গিয়ার শিফটিং ঠিকভাবে না জানা। # # # #

17/10/2025

যতক্ষণ না তুমি নিজ চোখে পাহাড় দেখো, তার সৌন্দর্যের গভীরতা বুঝবে না। 👑🇧🇩 👑 ゚

17/10/2025

পাহাড়ের এই আকা বাকা রাস্তায় বাইক চালাতে ভালোই লাগে। ゚

বাংলাদেশের বান্দরবান জেলার আলীকদম ও থানচি উপজেলার সীমান্তে অবস্থিত এই “ডিম পাহাড়” এক বিস্ময়কর স্থান। সমুদ্রপৃষ্ঠ থেকে প্...
17/10/2025

বাংলাদেশের বান্দরবান জেলার আলীকদম ও থানচি উপজেলার সীমান্তে অবস্থিত এই “ডিম পাহাড়” এক বিস্ময়কর স্থান। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৫০০ ফুট উচ্চতায় এই পাহাড়ের অবস্থান।
এর চূড়া থেকে চারদিকে তাকালে দেখা যায়, পাহাড়গুলো গোলাকার ডিমের মতো উঁচু-নিচু হয়ে সাজানো। স্থানীয়রা তাই একে ভালোবেসে নাম দিয়েছেন “ডিম পাহাড়”। কেউ কেউ বলেন, সূর্যোদয়ের সময় সূর্যের গোল আভা পাহাড়ের মাথায় পড়লে মনে হয় যেন ডিমের কুসুমের মতো সোনালি আলো ঝলমল করছে । সেখান থেকেও এসেছে এ নামের প্রেরণা।

প্রতিটি বাড়ির উঠোনে ফুল, প্রতিটি মানুষের মনে সৌন্দর্য। এটাই মুনলাই পাড়া।বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম, যেখানে মানুষ ...
16/10/2025

প্রতিটি বাড়ির উঠোনে ফুল, প্রতিটি মানুষের মনে সৌন্দর্য। এটাই মুনলাই পাড়া।
বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম, যেখানে মানুষ আর প্রকৃতি একসাথে বাঁচতে শিখেছে।
যেখানে সকালের সূর্য ওঠে পাহাড়ের মাথায়, আর প্রতিটি ঘর ঝকঝকে পরিচ্ছন্ন সেই গ্রামই আমাদের গর্ব, মুনলাই পাড়া, বান্দরবান।
পরিচ্ছন্নতা কোনো অভ্যাস নয়, এটা সংস্কৃতি।
মুনলাই পাড়ার মানুষ সেই সংস্কৃতি বাঁচিয়ে রেখেছে প্রতিদিন। ভালোবাসা, যত্ন আর সচেতনতার মাধ্যমে।

16/10/2025

রাতের কর্ণফুলী সেতু। ゚

16/10/2025

কেওক্রাডং গেছি দৃশ্য দেখতে,
কিন্তু কুয়াশা ভাই সব লুকায়া ফেলছে! 😭🌫️

16/10/2025

নীলগিরিতে দেওয়া আছে, পুরো বান্দরবানের ম্যাপ।





বগালেক, বান্দরবান প্রকৃতির মাঝে এক টুকরো স্বর্গ!সম্প্রতি ঘুরে এলাম বাংলাদেশের অন্যতম সুন্দর প্রাকৃতিক লেক বগালেক (Bagale...
18/07/2025

বগালেক, বান্দরবান প্রকৃতির মাঝে এক টুকরো স্বর্গ!
সম্প্রতি ঘুরে এলাম বাংলাদেশের অন্যতম সুন্দর প্রাকৃতিক লেক বগালেক (Bagalek) থেকে, যা রুমা উপজেলা, বান্দরবান-এ অবস্থিত।

প্রায় ১,২০০ ফুট উচ্চতায় অবস্থিত এই হ্রদটির চারপাশ ঘিরে রয়েছে সবুজ পাহাড় আর নীল আকাশ। পানির নিচে আকাশের প্রতিচ্ছবি আর আশপাশের শান্ত পরিবেশ—সবকিছুই যেন মনের ভিতরে প্রশান্তির ছোঁয়া দেয়।

📍 লোকেশন: বগালেক, রুমা, বান্দরবান

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Amit's Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amit's Vlogs:

Share