ক্ষনস্থায়ী পৃথিবী

ক্ষনস্থায়ী পৃথিবী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ক্ষনস্থায়ী পৃথিবী, Digital creator, Sylhet.

10/06/2025

জীবনের পথে হাটতে গিয়ে খুবই ক্লান্ত.......

09/06/2025

প্রত্যেক হারিয়ে যাওয়া মানুষগুলো
হারিয়ে যাওয়ার কারণে মূল্যবান হয়।

08/06/2025

৭ ধরনের মানুষ থেকে ১০০০ হাত দূরে থাকুন
---------------------------------------------

১. ঠেলাগাড়ি মানুষ: এরা সবসময় চায়, আপনি তাদের ঠেলে সামনে এগিয়ে নিয়ে যান।

২. মশা মানুষ: এ ধরনের মানুষগুলো শুধু তখনই আসে, যখন তাদের কিছু দরকার। এরা আপনার সফলতা শুষে নেয়।

৩. বাঁধাই কাঠামো মানুষ: একদিন সে আপনাকে সাহায্য করেছিল বলে এখন চায় সব ব্যাপারে আপনি তার মতামত নেন।

৪. কুমির মানুষ: এরা মিষ্টি কথায় বিশ্বাস ভাঙে। গোপন তথ্য শুনে রাখে, পরে সুযোগ মতো কাজে লাগায়।

৫. গিরগিটি মানুষ: আপনার সফলতা সহ্য করতে পারে না। মুখে প্রশংসা করে, আর পেছনে হিংসা করে।

৬. আবর্জনা ঠেলা মানুষ: এরা সবসময় আপনার সমালোচনা করে, তাদের উদ্দেশ্য আপনার আত্মবিশ্বাস এবং মনোবল ভেঙে দেওয়া।

৭. না-বলা মানুষ: তাদের মুখে শুধু হতাশার কথা, ভয় আর নেতিবাচকতা। কোনো আশার আলো তাদের কাছে নেই।

নিজেকে কেবল তাদের সাথেই Connected রাখুন,
যারা আপনাকে উড়তে দেখলে ডানা কাটার চিন্তা না করে না খুশি হয়ে আরো বেশি উপরে উঠার ব্যবস্থা করার চেষ্টা করে।

05/04/2025

জীবন যে সহজ নয়, আমরা প্রতিদিনই নতুন করে অনুভব করি। কখনো অর্থের অভাব, কখনো সম্পর্কের জটিলতা, আবার কখনো নিজের মধ্যেই যেন এক অস্থিরতা কাজ করে। কিন্তু এই কঠিন পথেই তো জীবনের সত্যিকারের সৌন্দর্য লুকিয়ে আছে।
সংগ্রামই আমাদের শেখায়, বাড়িয়ে তোলে আমাদের সহনশীলতা। প্রতিটি বাধা পার হওয়ার পর আমরা একটু বেশি শক্তিশালী হই, একটু বেশি পরিপক্ব হই। জীবনের এই জটিলতাগুলোকেই যদি আমরা মেনে নিতে শিখে যাই, তাহলে হয়তো কষ্টটাও সহজ হয়ে যাবে।

মনে রাখবেন, "সহজ পথে কখনো সুন্দর গন্তব্যে পৌঁছানো যায় না।" আপনার সংগ্রামই আপনাকে অনন্য করে তুলবে।

05/04/2025

#শাওয়ালের_ছয়_রোজা
------------------------------
“যে ব্যক্তি রমজানের রোজা রাখল, অতঃপর শাওয়াল মাসে আরও ছয়টি রোজা রাখল, সে যেন সারা বছরই রোজা রাখল।”
সুবহান আল্লাহ।
(সহিহ মুসলিম- ১১৬৪)

শাওয়াল মাসের যেকোনো ৬ (ছয়) দিন রোজা রাখলেই এই ফজিলত পাওয়া যায়, ধারাবাহিকভাবে বা আলাদা আলাদাভাবে—উভয়ভাবেই এই ৬টি রোজা রাখা যায়।

আল্লাহ আমাদের সবাইকে এই ৬টি রোজা রাখার তাওফিক দান করুন, আমিন।

04/04/2025

দুনিয়া বা পার্থিব জীবনকে ধোঁকা বা ক্ষণস্থায়ী হিসেবে বর্ণনা করা হয়েছে । কুরআন ও হাদীসে বারবার এটিকে অস্থায়ী, ভোগ-বিলাসের স্থান এবং পরীক্ষার ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। ধন-সম্পদ বা সুখ-সুবিধা সবই ক্ষণস্থায়ী।
এগুলোকে জীবনের লক্ষ্য না ভেবে আল্লাহর সন্তুষ্টি ও আখিরাতের প্রস্তুতিকে অগ্রাধিকার দেওয়া উচিত।

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when ক্ষনস্থায়ী পৃথিবী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ক্ষনস্থায়ী পৃথিবী:

Share

Our Story

আসসালামু আলাইকুম।

ঘরে বসেই দেশীয় পন্য কিনতে আমাদের সাথেই থাকুন।

ধন্যবাদ।