Abul kayer Liton

Abul kayer Liton Hello Ebryone,This is official page of Abul kayer liton. Follow here Fore more updete About me..�

13/11/2025

মানুষকে জ্যান্ত দেখিয়ে মা'র'তে চাও?
তবে, প্রথমে তার চোখে একটু আলো দাও,
অন্ধকারে হাত রেখে বলো,ভয় পেও না, আমি আছি।
তারপর একদিন ঠিক সেই হাতটাই সরিয়ে নাও,
যখন সে সবচেয়ে বেশি তোমার উপর ভর করে।

13/11/2025

এখনও মাঝরাতে ঘুম ভাঙে,
মনে হয় কেউ আমার নাম ধরে ডাকছে,
কিন্তু সে কণ্ঠটা কেবল হাওয়ায় মিশে যায়।
আমি হাত বাড়াই, পাই শুধু শূন্যতা,
যেন ভালোবাসার পর মৃ|ত্যু নয়,
মৃ|ত্যু|র পরেও রয়ে যাওয়া ভালোবাসা।
তখন বুঝি, জ্যা'ন্ত থাকা মানেই সবসময় বেঁচে থাকা নয়,
কখনো কখনো ভালোবাসাই মানুষকে
সবচেয়ে নরমভাবে মে|রে ফেলে।

02/11/2025

মানুষটা আপনাকে প্রচন্ড ভালোবাসে" জেনেও তাকে ছেড়ে দিতে চাচ্ছেন, যে মানুষটাকে ছেড়ে দিতে চাচ্ছেন শেষ বারের মতো তাকে ধরে রেখে দেখুন "!

হয়তো কিছু দিন পর আপনি নিজেই বলবেন তখন ছেড়ে দিলে বড্ড ভুল হয়ে যেতো, যে আপনাকে ভালোবেসে থেকে যেতে চায় তাকে একটু কষ্ট করে হলেও মানিয়ে নেন,

অন্তত তাঁর কাছ থেকে কখনো ঠকবেন না। সে যেমনি হোক মানুষটাকে রেখে দিলে আপনি বলতে পারবেন দিনশেষে পাশে থাকার মতো একজন আছে, এতটুকুই বা কজন গর্ব করে বলতে পারে, যে আপনার সাথে সারাজীবন থেকে যেতে চায় বিনা শর্তে যত্ন করে রেখে দিন।

মনে রাখবেন এখন কার দিনে সবাই থেকে যেতে চায় নাহ!🤍🌸

24/08/2025

মন খারাপের দিনগুলোতে আমি নিজেকে সামলাতে পারি না। হুট করেই কেঁদে ফেলি। চাইলেও নিজেকে যেন কিছুতেই আটকাতে পারি না। এরপর আস্তে আস্তে মনের চারপাশে ভিড় জমায় রাজ্যের সব মন খারাপের গল্প,সাথে ভারী হয় কন্ঠস্বর, ফুলে যাওয়া চোখ তো আছেই।প্রচন্ড কান্নার রেশে শরীর হয় ক্লান্ত। তারপর মাথা ধরার সাথে ঘুমের চেষ্টা এবং এক সময় এসে ঘুম। আর একবার যদি ঘুম এসেই যায়, তবে সব শান্ত..

02/08/2025

, কারোর অনেক অর্থ বলেই তাকে ভালোবাসার প্রতিশ্রুতি দেবেন না। কেউ আপনার হাতে পায়ে ধরে ভালোবাসার ভিক্ষা চাইছে বলেই তাকে ভালোবাসার কথা বলে বসবেন না....
যদি ভালোবাসতে পারেন পুরোপুরি মন থেকে, তবেই ভালোবাসার প্রতিশ্রুতি দিন। যদি একসাথে থাকার সদিচ্ছা থাকে, যদি পাশাপাশি থাকার সদিচ্ছা থাকে, যদি যে কোনো সমস্যায় একসঙ্গে লড়াই করার প্রতিশ্রুতি দিতে পারেন তবেই ভালোবাসাবাসির কথা বলুন....
অন্যকিছু পাওয়ার জন্য বা কাউকে করুণা করে "ভালোবাসি" বলে নাটক করবেন না, নাটক কিন্তু বেশিদিন করা যায় না।
হ্যাঁ জানি, টাকাপয়সা, উপহার এগুলো জীবনে চলার পথে খুবই দরকার। কিন্তু ভালোবাসার প্রতিশ্রুতি দেওয়ার জন্য কেবলমাত্র ভালোবাসা থাকাটা দরকার.....
ভালোবাসা থাকলে দুজনে মিলে একসঙ্গে লড়াই করে নিজেদের সমস্ত ইচ্ছে পূরণ করা যাবে, ভালোবাসা থাকলে দুজনেই দুজনের কাছে নিজেকে আপনা থেকেই সমর্পণ করবে।
কিন্তু টাকাপয়সা, পাওয়ার জন্য ভালোবাসার অজুহাত দেবেন না। আর কাউকে করুণা করেও ভালোবাসার কথা বলবেন না....
"ভালোবাসা" শব্দটার উপর একটা মানুষের গোটাজীবন নির্ভর করে, অনেক স্বপ্ন, অনেক লড়াই নির্ভর করে....
একটা মানুষের বিশ্বাস ভেঙে দেওয়া পাপ, আপনি আজকে একজনের বিশ্বাস ভাঙলে, কালকে কিন্তু কেউ না কেউ ঠিকই আপনার বিশ্বাস ভেঙে গুঁড়িয়ে দেবে, মনে রাখবেন প্রকৃতি ঠিকই প্রতিশোধ নেয়....

হঠাৎ করে মনে পড়ে গেলো, প্রথম দেখার কথা।  কি নির্মল ব্যবহার, কি স্বচ্ছ সততা-মুগ্ধ হয়েছিলাম।  তখন তোমাকে দেখে একবারের জন্...
01/08/2025

হঠাৎ করে মনে পড়ে গেলো, প্রথম দেখার কথা।
কি নির্মল ব্যবহার, কি স্বচ্ছ সততা-মুগ্ধ হয়েছিলাম।
তখন তোমাকে দেখে একবারের জন্যও মনে হয়নি-
তুমি একদিন আমাকে ভা ঙ বে,
মিথ্যা আশ্বাসের ভেতরে দাঁড়িয়ে।

কীভাবে মানুষ এত নিখুঁত অ ভি ন য় করে-
তোমায় না দেখলে বুঝতেই পারতাম না।
শুধু একটাই প্রার্থনা, একটাই চাওয়া-
এই অভিনয় যেন কেউ আর তোমার সঙ্গেও না করে।

কারণ, তুমি সহ্য করতে পারবে না-
এই অভিনয়ের ভেতরে জমে থাকা য ন্ত্র ণা।

31/07/2025

" এখনো কিচ্ছু বদলায়নি দেখো !
ঐ যে আকাশের রং, বাতাসের গন্ধ, নিস্তব্ধ নগরীর অলি-গলি, রাস্তাঘাট কোনোকিছুই বদলায়নি। শুধু বদলে গেছে চিরচেনা সময়, অনুভূতি আর কিছু সম্পর্ক!
যে সময় ফুরিয়ে গেছে, তা কি চাইলেই কি আর ফিরে পাবো বলো?
মানুষ কি আর মানুষ আঁকড়ে বাঁচে? মানুষ বেঁচে থাকে স্মৃতি আঁকড়ে!
শুধু বদলে গেছে আমার বেহায়া মন। অবহেলা–অনাদরে বদলে গেছে সেই চিরচেনা অনুভূতি। তোমাকে ভালোবেসে বদলে গেছে নিত্যদিনের আচরণ! তোমার অভাবে পৃথিবীতে নেমে গেছে দুর্ভিক্ষ! চারদিকে কত জনসমাগম, অথচ কি নিদারুণ নিঃসঙ্গ একা আমি!
শুধু বদলে গেছে আমার অভিমানের ভাষা!
এখন আর অভিমান করতেও ভালো লাগে না। অভিমান মুখ থুবড়ে পড়ে থাকে মনের এক কোণে! অবসরে কেটে যায় তোমায় দেয়া সময়গুলো। কথারা বুকের হিমঘরে বন্ধ থাকে, বের হয় না। বুকটা ভীষণ ভারী লাগে, নিঃশ্বাস ভারী হয়ে যায়,অসহ্য যন্ত্রণা হয়!
পৃথিবীর আর কিছুই বদলায়নি, শুধু বদলে গেছে ঠোঁট, গভীর আলিঙ্গনে জড়িয়ে থাকা বুক,মাথা আর আঁকড়ে ধরার হাত। বদলে গেছে সেই রাত জাগা হাসি–কান্না, দিনের আলোতে আনন্দ, সুখ গুলো! অবশেষে তুমিও....
শুধু বদলে গেছে চিরচেনা ডাক নাম!
আমাদের সম্পর্ক, আমাদের অধিকার কোথায় যেনো না চাইতেও হারিয়ে গেছে। অবহেলায় বদলে গেছে তোমাকে কাছে চাওয়ার আকুতি। মানুষ কি আর এমনিতেই বদলায় বলো?
মানুষ বদলায় অবহেলায়, অনাদরে, বিশ্বাসঘাতকতায়! মানুষ হারায় অনাদরে, অযত্নে আর মিথ্যা ভালোবাসায়!

24/07/2025

লেখা - সংগৃহীত

17/07/2025

পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর নেশা হচ্ছে কারো মায়ার নেশা! একবার কারো মায়ার নেশায় জড়িয়ে পড়লে, নিজের সমস্ত সুখ বিসর্জন দিয়েও সে মায়া কাটানো যায় না!

এই মায়া ব্যাপারটা তৈরি হয় মূলত কথার মাধ্যমে। কথা বলতে বলতে একটা মানুষের প্রতি তীব্র ভাবে আসক্ত হয়ে পড়ে মানুষ৷ আর তারপর সেই মায়া শুধু বাড়তেই থাকে, কমে না।

মানুষ যখন মায়ার নেশায় জড়িয়ে পড়ে, তখন সে ঠিক না ভুল সেটা বোঝে না৷ কোনো বাঁধা মানে না, কোনোকিছু চিন্তা করে না। সে শুধু মায়ার টানে সবকিছু মেনে নেয়, মেনে নিতে বাধ্য হয়।

যখন কারো প্রতি মায়া জন্মায়, ঠিক তার আগের মূহুর্ত অবধি মানুষ নিজের আয়ত্তে থাকে। আর যখন কারো প্রতি মায়া জন্মায়, তখন নিজের নিয়ন্ত্রণ আর মানুষের হাতে থাকে না। যার প্রতি মায়া জন্মায়, নিজের অনুভূতির সমস্ত নিয়ন্ত্রণ নিয়ে নেয় সেই মানুষটা!

মানুষ চায় নিজেকে সেই মায়া থেকে টেনেহিঁচড়ে বের করে নিয়ে আসতে, কিন্তু পারে না! হাজার যন্ত্রণা, কষ্ট পাওয়ার পরেও সে এই মায়ার নেশা থেকে বেরিয়ে আসতে পারে না।

যে একবার কারো মায়ার নেশায় পড়ে, সে তার ভালো থাকার চাবিটা তার হাতে ছেড়ে দেয়। তারপর কথা ফুরায়, সময় ফুরায়, সম্পর্ক এবং মানুষ হারিয়ে যায়, শুধু মায়া ফুরায় না!

15/07/2025

আমি আসলে ভাঙা আয়নার টুকরোগুলো জোড়া লাগিয়ে তৈরি হওয়া এক মানুষ। প্রতিটা টুকরোর ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে পুরোনো আঘাত, পুরোনো কান্না। বাইরে থেকে হয়তো আমাকে সম্পূর্ণ দেখায়, কিন্তু এই ভাঙা অংশের যন্ত্রণাটা শুধু আমিই জানি।

সেই যন্ত্রণা লুকানোর জন্যই ঠোঁটে থাকে এক মিথ্যে হাসি। এই হাসিটা আমার ঢাল, আমার মুখোশ। কেউ বোঝে না এই হাসির আড়ালে লুকিয়ে আছে এক গভীর ক্ষত, যা কোনোদিন শুকায় না, শুধু রক্তক্ষরণ হয়ে চলে।

চোখের কোণে জমতে থাকা জলেরা আজ আর ঝরে না, তারা জমে গিয়ে নীরব অক্ষরে পরিণত হয়েছে। যেন এক না লেখা চিঠি, যার প্রতিটি শব্দে লুকিয়ে আছে অব্যক্ত কষ্ট। আমি চাইলেও এই অক্ষরগুলো কাউকে দেখাতে পারি না।

আর এভাবেই আমি রোজ সেই না পড়া শব্দের ভার নিয়ে হেঁটে চলি, একা। কারণ এই পথচলার গল্পটা শোনার মতো কেউ নেই, বোঝার মতো কেউ নেই। এই একাকীত্বই এখন আমার সবচেয়ে বড় সঙ্গী

13/07/2025

সত্যি বলতে ভেতরটা ভেঙে চুরমার হয়ে গেছে কিছু ঘটনায়..😭

আর কিছু বলার সাহস হারিয়ে ফেলেছি প্রশ্ন করাও বারন কারন অধিকার নেই..💔
সত্য বলতে আমি আসলেই প্রশ্ন বা অধিকার কাটাতে পারিনা কারন আমি ঐরকম কিছু করতে পারিনি সবকিছু করেছি উল্টো দায়িত্ব পালনে বরাবরই আমি ব্যার্থ ছিলাম কেন কী কারন তার অনেক ব্যাখ্যা আছে কিন্তু সেগুলো চাপা পড়ে গেছে কথার মাধ্যমেই দিনশেষে আমি একজন ব্যার্থ পুরুষ..!
নিজের কাছে এই মুহূর্তে সবচাইতে খারাপ লাগার অনুভূতি হলো আমার কারনে একজনের গোছানো লাইফ টা নষ্ট হয়ে যাচ্ছে যা আমি কোন ভাবেই চাই নি কিন্তু দিনশেষে হয়েই গেলো না পারলাম ওয়াদা রাখতে না পারলাম দায়িত্ব নিয়ে তাকে হাসিখুশি রাখতে দিনশেষে দেখতে হলো অনেক কিছুই সবকিছুর সমাধান সে হ্যাপি থাকুক তারমতো করে তার যেটা ভালো মনে হয় সেই পথেই যাক দিনশেষে ভালো থাকুক আমি ব্যার্থ হয়ে হার মেনে নিলাম👍

কষ্ট হবে কিন্তু মানিয়ে নিতে হবে আর না পারলে দুনিয়া ত্যাগ করে নিজেকে শান্ত করতে হবে কষ্ট নিয়ে বেছে থাকা অনেক কঠিন..?

Address

Sylhet
3100

Telephone

+8801316161956

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abul kayer Liton posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abul kayer Liton:

Share