
25/07/2025
তারেক রহমান দেশে ফিরে ভোটার হবেন সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়।
গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভোটার হতে হলে ওনাকে যা যা করতে হবে -
প্রথমত, ওনার বাবা-মায়ের অনলাইন জন্মনিবন্ধন না থাকলে তা সংশোধন করতে হবে।
দ্বিতীয়ত, সার্টিফিকেট অনুযায়ী ওনার নিজের জন্মনিবন্ধন
অনলাইন করা না থাকলে তা সংশোধন করতে হবে।
তৃতীয়ত, বাড়ির বিদ্যুৎ বিল বা গ্যাস বিলের কপি সংগ্রহ করতে হবে।
চতুর্থত, ওয়ার্ড কাউন্সিলরের সনদ অথবা চেয়ারম্যানের সনদ সংগ্রহ করতে হবে।
সব ডকুমেন্ট একসঙ্গে করে একদিন সময় বের করে নির্বাচন অফিসে গিয়ে জমা দিতে হবে অথবা অনলাইনে সাবমিট করতে হবে।
সবকিছু ঠিকঠাক থাকলে প্রায় ১ বছর পর নির্বাচন অফিস
থেকে ছবি তোলার জন্য SMS আসবে। ছবি তুলে আসার ১ বা ২ বছর পর তিনি NID কার্ড হাতে পেতে পারেন।
আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে ভুলে গিয়েছিলাম -সবকিছু করতে প্রায় হাজার পাঁচেক টাকা লাগবে।
©