Èšrãt jańņåt jêRįń

Èšrãt jańņåt jêRįń Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Èšrãt jańņåt jêRįń, Digital creator, kodomtoli, Sylhet.

24/12/2023

-আমি স্বার্থপর নই🙂
- আমি আস্তে আস্তে তাদের থেকে দুরে সরে যাচ্ছি, যাদের কাছে আমার কোন মূল্য নেই,কারন মূল্য না দেওয়া মানুষের কাছে না থাকাই উত্তম। 😔😴Y+y

জোর করে কারো আপন হওয়া যায় না.. হয়তো কিছু সময় আপন সেজে থাকা যায়..!!
20/12/2023

জোর করে কারো আপন হওয়া যায় না.. হয়তো কিছু সময় আপন সেজে থাকা যায়..!!

Follow korun
20/12/2023

Follow korun

29 Followers, 90 Following, 312 Likes - Watch awesome short videos created by Èsrät jÃnņat jërïŇ

20/12/2023

উপহার হিসাবে খেউ যুদিল তোমারে ডায়েরির বদলা পবিত্র কোরআন শরিফ দেয় তে কিতা তুমি খুশি অইবায় নি 🥰
,, খুশি অইলে আলহামদুলিল্লাহ,, ❤️

20/12/2023

আফারা আফনারার লাগি নউশা আনছি😊 সব ভালা কোয়ালিটির মার্কেটও নতুন আইছে এখদাম...🙈

😉 🙂 🥸 🤪 😊 🌚
👔 🥼 🦺 👕 👔 🧥
👖 👖 👖 👖 👖 👖

৫০০/৭০০/১০০০/৯০০/৮০০/৮০০০০

দামাদামি খরিয়া শরম দিবা না! খালা জন লন্ডনি অতার লাগি দাম এখটু বেশি.😁😁

20/12/2023

লাইফে প্রথম এই পোস্ট পড়ে কান্না করলাম 🥲👇
---------------------------------------------
রাতে মায়ের হাতে রান্না করা খাবার খুব মজা করে খেয়ে রাত ১০টায় ঘুমিয়ে গেলাম…!!!
সকাল গেলো ঘুম থেকে উঠলাম না…!!! আরামে ঘুমাবো বলে মা ডাকলো না…!!!
দুপুর হয়ে গেলো ঘুম থেকে উঠলাম না…!!!
এবার মা অনেক ডাকলো আমি উঠলাম না।
মা চলে গেলো।
একটু পর আবার আসলো।
এবার অনেক ডাকার পরেও না উঠায় মা অনেক বকলো আমি তাও উঠলাম না। এইবার মা একটা থাপ্পড় দিলো।
তাও উঠলাম না।
এবার মা হাত ধরে টান দিলো কিন্তু আমার হাত পুরো শরীর নিয়ে নড়ে উঠলো।
শরীর আমার পাথরের ন্যায় শক্ত হয়ে গেছে।
মা কিছু না বলে চুপ করে রুম থেকে বেরিয়ে বাবাকে ডেকে নিয়ে আসলো।
কিন্তু বাবা অনেক ডাকার পরও আমি উঠলাম না।
এইবার বাবা চোখের জল ফেলে বলছেঃ উঠে আয় তোকে আর কোন দিন কিছু বলবো না।
যেমন করে থাকতে চাস থাক।
তাও উঠে আয়।
তোকে আজকেই ল্যাপটপ কিনে দিবো।
আমি অবাক হয়ে দেখছি বাবা এতো করুণা করে কোনোদিন আমাকে বলে না অথচ আজ বলছে।
আমি উঠে আসতে চাচ্ছি কিন্তু কিছুতেই উঠতে পারছি না।
এদিকে বাবা নানান রকম লোভ দেখিয়ে বলছে উঠে আসতে।
একটু পর আমার বাড়িতে অনেক মানুষ চলে আসলো।
ওদিকে মা কাঁদছে কেউ মাকে স্বান্ত্বনা দিচ্ছে কেউবা বাবাকে কেউ ভাই বোনকে নানান কথা বলে বুঝাচ্ছে।
একটু পরেই কয়েকজন এসে আমাকে খুব যত্ন করে বিছানা থেকে নামিয়ে লোহার শক্ত খাটিয়াই শুইয়ে দিলো।
আমি কাঁদছি আর বলছি আমার পিঠে খুব ব্যাথা লাগছে নামাও এখান থেকে।
কেউ আমার কথা শুনলো না।
একটু পর ঐ মানুষ গুলো গরম পানি নিয়ে এসে আমার শরীরে কিছুটা পানি ডেলে দিলো।
ঈশ আমার শরীর পুড়ে গেলো বলে চিৎকার করছি কেউ কথা শুনছে না আমার। আমাকে পরম যত্নে গরম পানি দিয়ে খুব সুন্দর করে ডলে ডলে ধুঁইছে।
আমি কাঁদছি আর বলছি আমাকে আর গরম পানি দিয়ো না,শরীর পুড়ে যাচ্ছে। আমায় আর ডলা দিয়ো না।
খুব ব্যাথা লাগছে কেউ শুনলোনা।
অনেক সময় নিয়ে গোসল করিয়ে আমার শরীর ভালো করে মুছে নিয়ে আসলো আমার বসার জায়গাতে।
আমি খুব খুশি হলাম ভাবলাম আমাকে এইবার এখানে বসাবে।
কিন্তু ওরা আমাকে না বসিয়ে কাঠের শক্ত একটা খাটে শুইয়ে দিলো।
একটা চাদরও নিচে দিলনা।
একটু পরে মা,বোন আরো কয়জন মিলে আমাকে একটা সাদা কাপড় পড়ালো।
মা অনেক আদর করে আমার মুখে হাত বুলাচ্ছে আর কাঁদছে।
এতো আদর কোনোদিন করেনি মা আমাকে।
আমি অনেক করে বললাম কান্না থামাতে কিন্তু কিছুতেই কান্না থামাচ্ছে না।
আমি এতো করে বলছি কেঁদো না।
মা কিন্তু কিছুতেই শুনছে না আমার কথা । একটু পর কয়েক জন এসে আমার পা আর মাথাটা বেঁধে দিলো কত বললাম একটু খুলে দাও বাঁধন কেউ শুনলো না।
মাকে সরিয়ে দিয়ে আমাকে নিয়ে যেতে লাগলো।মা কিছুতেই নিতে দিচ্ছে না আমাকে।
ভাই বোন সব চুপ হয়ে কাঁদছে আর কিছু বলছে না।
কত করে বলছি ডিস্টার্ব করিস না আমাকে একজনও শুনলো না।
কেঁদেই চলেছে।
একটু বেশি ঘুমালে বাবা বকা দিতো।
কিন্তু এখন বাবা চুপ করে দাঁড়িয়ে চোখের পানি মুছতেছে।
একটা বকাও দিলো না আমাকে।
মাকে জোর করে সরিয়ে দিয়ে কয়েক জন আমাকে নিয়ে অনেক মানুষের সামনে শুইয়ে দিলো একটা ছায়ায়।
তার পরেই জানাজা পড়লো আমার। জানাজা শেষেই নিয়ে গেলো আমায়। একটু দূরেই একটা মাটির গর্ত করে রাখছে।
বাবা আর ভাই, ২ জন মিলে মাটির গর্তে নেমে আমাকে কোলে তুলে নিয়ে ঐ ছোট মাটির গর্তে শুইয়ে দিলো।
একটা বালিশ, চাঁদর কিছু দিলো না।
একটা লাইটও দিলো না।
আমার পা আর মাথার কাছের বাঁধন গুলো খুলে দিয়ে আমার উপর খুব তাড়াহুড়া করে কিছু কাচা বাঁশ দিয়ে ঢেকে দিলো।
তার উপর আরো কি কি দিলো আমি কিছুই দেখতে পাচ্ছি না।
যতই সময় যাচ্ছে মাটির গর্তটা অন্ধকার হয়ে যাচ্ছে।
আমি চিৎকার করছি আর বলছি এখান থেকে আমাকে বের করো।
আমার খুব ভয় করছে।
কিছু দেখতে পাচ্ছি না।
একটু পরেই আমার উপর মাটি চাপা দিয়ে সবাই চলে যাচ্ছে।
আমি ডাকছি আর বলছি আমাকে একা রেখে যেওনা।
না কেউ শুনল না।
স্বার্থপরের মত সবাই চলে গেলো…!!!
কি ভাবছেন…???
মৃত্যুবরণ করবেন না…???
আরো রং তামাশা করার বাকি আছে…?
আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের সহিত মৃত্যু দান করুন..
আল্লাহুম্মা আমিন
Collected: 🥲🤲🕋

jaan গো তুমাকে মিস করি তুমি কি বুঝো না
19/12/2023

jaan গো তুমাকে মিস করি তুমি কি বুঝো না

19/12/2023

Cute baby,,🙃🙃🙃

18/12/2023

.

BTS ফেন না হলে হাহা দিন😆
18/12/2023

BTS ফেন না হলে হাহা দিন😆

18/12/2023

🥰এক মিনিট এর অসাধারণ একটা গল্প 🥰
স্ত্রী: আজ আসতে এত রাত হলো যে,

স্বামী..................
স্ত্রী: কথা বলছো না যে

স্বামী:তোর কী মনে হয়?

আমি মেয়ে নিয়ে ঘুরতে গেছি হে নাকি অফিসে ঘুমাইছি

১টা থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিবো এত সন্দেহ যখন হয় আছিস কেন আমার কাছে?

চলে যেতে পারস না? কেন আছিস আমার কাছে?

স্ত্রী:.....😶😶😶😶😶!

স্বামী: কী? চুপ করে আছি‌স কেন?

ওহ এখন বলবি যে আমাকে বাপের বাড়ি দিয়ে এসো?

ওকে রেডি হ দিয়ে আসি

স্ত্রী: আপনাকে রাগলে লাল টমেটুর মত লাগে

আর আপনি রেগে গেলে কথা বলার সময় চোখ ২টো কী টানাটানা হয়ে যায় বাপ রে

স্বামী: এতক্ষন কাকে বকলাম আমি?

স্ত্রী: আপনার বউকে

স্বামী:সরি মাথাটা বেশিই গরম হয়ে গেছিলো

স্ত্রী:জী বুঝতে পারছি আজ আমার টমেটু তার কাজে অনেক চাপ ছিলো...

তার পেটে অনেক ক্ষুদা...

তাই কানেই কাছে মশার মত পু পু পু করাতে ঘরে বিস ফরন হয়েছে

এখন এ-ই রাগকে ভাত..গোসল..ঘুম..এ মিটাতে পারবে

স্বামী:পাগলী একটা,,,

স্ত্রী: চলুন এখন গোসল করে আসুন আমারও ক্ষুধা লাগছে বাপরে পেটের ভিতর ইদুর গুলি

লাথি মারছে একটু পর ভূমিকম্প শুরু হয়ে যাবে

স্বামী: এখন থামো আর পারছিনা

স্ত্রী:😝😝😝😝

স্বামী: Love you Pagli

স্ত্রী:Love you 2হাজার

🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা আসলে ছেলে মানুষ কাজে থেকে আসলে তাদের মাথা গরম হয়ে থাকে....

আর তারা রেগে গেলে চুপ থাকুন তাহলে আর ঝগড়া অশান্তি সৃষ্টি হবে না ইনশাআল্লাহ

স্বামী স্ত্রী তো এমন হয়া উচিত একজন পানি আরেক জন আগুন🍀🍀🍀

🌿🌿🌿 এরকম গল্প পেতে শেষ গল্পের- আমার আইডিটা ফলো করবেন

Address

Kodomtoli
Sylhet
777908

Website

Alerts

Be the first to know and let us send you an email when Èšrãt jańņåt jêRįń posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share