27/12/2025
🟢 জরুরি মিটিংয়ের নোটিশ 🟢
রায়পুর ইসলামী যুব ফোরাম
আসসালামু আলাইকুম।
গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনার লক্ষ্যে *রায়পুর ইসলামী যুব ফোরাম*-এর একটি জরুরি মিটিং এর আহ্বান করা হয়েছে।
📌 তারিখ: ৩১/১২/২০২৫ (বুধবার)
📌 সময়: বাদ এশা
📌 স্থান: নজরুল সাহেবের দ্বিতীয় তলায় আমাদের অফিসে।
1️⃣ আসন্ন তাফসির মাহফিল পরিচালনা কমিটি গঠন হবে ।
2️⃣ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও পরামর্শ সভা।
গ্রামের ছোট বড় সবাইকে যথাসময়ে উপস্থিত থেকে বৈঠক কে সফল করার অনুরোধ করা যাচ্ছে।
"সময়মতো উপস্থিতি, সংগঠনের প্রতি দায়িত্ববোধের পরিচয় রাখে ।"
আল্লাহ আমাদের একতাবদ্ধ রাখুন, দ্বীনের পথে অটল রাখুন।
— রায়পুর ইসলামী যুব ফোরাম
📚 ইসলাম, ইখলাস ও একতা আমাদের মূল ভিত্তি।