01/03/2024
২৯ শে ফেব্রুয়ারীর গল্প 🖤💥
২৯ শে ফেব্রুয়ারী তারিখটা অন্য রকম৷ কারণ এই তারিখ টা প্রতি চার বছর পর পর আমাদের জীবনে আসে৷ আমাদের কত শত পরিকল্পনা থাকে এই দিনটা স্বরণীয় করে রাখতে৷ কিন্তু কে জানতো? সারা দিনের সুখ স্মৃতি মাখা এই দিনটি শেষ হবে ট্রাজেডী দিয়ে৷ যে স্বপ্ন নিয়ে মানুষগুলোর দিন শুরু হয়েছিল, কে জানতো সেই স্বপ্নগুলো পুড়ে কয়লা হবে? হয়তো নিয়তী তাদের এমন ছিল একথা বলে আমরা নিজেদের শান্তনা দিবো৷ কিন্তু এ দূর্ঘটনা আমাদের জীবনে কি কোন শিক্ষা দিয়ে যাবে আদৌও!!!
আমরা কবে সচেতন হবো?
আমি নিহতের শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করছি৷🤲 সেই সাথে আহত ও শোকাহত পরিবারের জন্য সমবেদনা জানাচ্ছি৷