
25/07/2024
সিলেটিরা কেনো দেশে থাকতে চায় না এবং যেকোনো মূল্যে বিদেশ চলে যেতে চায় কেনো সেটা এখন আর ভালো করে না বুঝালেই চলবে।HSC পাস দেশ ত্যাগ করতে হবে এমন চিন্তা সবার মনে ।
যে দেশে মেধা এবং যোগ্যতার দাম নেই সেই দেশে থাকাটা বৃথা এবং অকল্যাণকর।
সিলেটের বেশিরভাগ লোকেরাই অনেক আগে থেকেই দেশের বাহিরে যাবার জন্য চেষ্টা করে যাচ্ছে এবং চলেও যাচ্ছে।
শুনতে তেতো লাগলেও এটা সত্য যে এখন বাংলাদেশের বেশিরভাগ ছেলে-মেয়েদের একটাই টার্গেট কোনোমতে এস.এস.সি/ এই.এইচ.সি পাশ করে দেশের বাহিরে চলে যেতে পারলেই বাঁচি।
কেনো বেশিরভাগ তরুণ/তরুণী, ছাত্র-ছাত্রী দেশের বাহিরে চলে যেতে চায় তা আশা করি আমার চেয়ে ভালো আপনারাই বলতে পারবেন।
এখন সিলেটিদের আর কেউ দেশের বাহিরে যাবে/ দেশের বাহিরে থাকার স্বপ্ন দেখে বলে খোঁটা দিতে দেখবেন না। কারন সবাই বুঝে সিলেটিরাই দেশের বাহিরে নিজের স্বপ্ন বাস্তবায়নের জন্য ঠিক কাজ করছেন।