Dawah

Dawah Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dawah, Digital creator, Sylhet.

রাসূল (ﷺ) ইরশাদ করেন : যাদেরকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি এবং যারা কিয়ামতের দিন আমার থেকে সবচেয়ে দূরে অবস্থান করবে তারা হল...
03/04/2024

রাসূল (ﷺ) ইরশাদ করেন : যাদেরকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি এবং যারা কিয়ামতের দিন আমার থেকে সবচেয়ে দূরে অবস্থান করবে তারা হলো সেই সব লোক যারা অনর্থক বেশি কথা বলে যারা অন্যকে তুচ্ছজ্ঞান করে যারা অহংকার প্রদর্শন করে [সুনান আত তিরমিজী: ২০১৮]

নিশ্চয়ই আল্লাহ তায়ালা ধৈর্য্যশীলদের সাথে আছেন। [সূরা আল বাকারা: ১৫৩]
31/03/2024

নিশ্চয়ই আল্লাহ তায়ালা ধৈর্য্যশীলদের সাথে আছেন। [সূরা আল বাকারা: ১৫৩]

30/03/2024

তোমরা তাদের মতো হইও না, যারা আল্লাহকে ভুলে গিয়েছিল। [সূরা হাশর, আয়াত ১৯]

তোমাদের কাছে যে সমস্ত নেয়ামত আছে, তা আল্লাহরই পক্ষ থেকে। [সুরা আন নাহল: ৫৩]
29/03/2024

তোমাদের কাছে যে সমস্ত নেয়ামত আছে, তা আল্লাহরই পক্ষ থেকে। [সুরা আন নাহল: ৫৩]

রাসূল (ﷺ) বলতেন: হে আল্লাহ আমি আপনার কাছে চারটি বস্ত হতে আশ্রয় চাই এমন জ্ঞান যা উপকারে আসে না এমন হৃদয় যা ভীত হয় নাএমন ...
27/03/2024

রাসূল (ﷺ) বলতেন: হে আল্লাহ আমি আপনার কাছে চারটি বস্ত হতে আশ্রয় চাই এমন জ্ঞান যা উপকারে আসে না এমন হৃদয় যা ভীত হয় না
এমন আত্মা যা তৃপ্ত হয় না এমন দু'আ যা কবুল হয় না। [সুনান আবু দাউদ: ১৫৪৮]

সেদিন জান্নাতীদের বাসস্থান হবে উত্তম এবং বিশ্রামস্থল হবে মনোরম। (সূরা আল ফুরকান-২৪)
24/03/2024

সেদিন জান্নাতীদের বাসস্থান হবে উত্তম এবং বিশ্রামস্থল হবে মনোরম। (সূরা আল ফুরকান-২৪)

রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তা'আলার কাছে মিশকের সুগন্ধির চেয়েও অধিক সুগন্ধময়। সহীহ মুসলিম: ২৫৯৭
23/03/2024

রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তা'আলার কাছে মিশকের সুগন্ধির চেয়েও অধিক সুগন্ধময়। সহীহ মুসলিম: ২৫৯৭

وَ لِکُلِّ اُمَّۃٍ اَجَلٌপ্রতিটি জাতির জন্য সময় নির্ধারিত আছে।৭:৩৪
22/03/2024

وَ لِکُلِّ اُمَّۃٍ اَجَلٌ
প্রতিটি জাতির জন্য সময় নির্ধারিত আছে।৭:৩৪

إِنَّ ٱلْمُبَذِّرِينَ كَانُوٓا۟ إِخْوَٰنَ ٱلشَّيَٰطِينِۖ وَكَانَ ٱلشَّيْطَٰنُ لِرَبِّهِۦ كَفُورًا নিশ্চয় অপব্যয়কারীরা শয়...
21/03/2024

إِنَّ ٱلْمُبَذِّرِينَ كَانُوٓا۟ إِخْوَٰنَ ٱلشَّيَٰطِينِۖ وَكَانَ ٱلشَّيْطَٰنُ لِرَبِّهِۦ كَفُورًا
নিশ্চয় অপব্যয়কারীরা শয়তানের ভাই।
আর শয়তান তার রবের প্রতি খুবই অকৃতজ্ঞ।
সূরা ইসরা : আয়াত ২৭

আল্লাহই তোমাদের একমাত্র রব।
19/03/2024

আল্লাহই তোমাদের একমাত্র রব।

18/03/2024

Some scary verses about death.🥺

নবী ﷺ বলেছেন: তোমরা সাহরী খাও, কেননা সাহরীতে বরকত রয়েছে। [সহীহ বুখারী: ১৯২৩]
17/03/2024

নবী ﷺ বলেছেন: তোমরা সাহরী খাও, কেননা সাহরীতে বরকত রয়েছে। [সহীহ বুখারী: ১৯২৩]

16/03/2024

সূরা মুহাম্মদ (سورة محمد) তেলাওয়াত | SURAH MUHAMMAD | SHAMSUL HAQUE | Relaxing Quran

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا كُتِبَ عَلَيْكُمُ ٱلصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى ٱلَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَ...
15/03/2024

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا كُتِبَ عَلَيْكُمُ ٱلصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى ٱلَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরয করা হয়েছে, যেভাবে ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। যাতে তোমরা তাকওয়া অবলম্বন কর। [সূরা আল বাকারা, আয়াত: ১৮৩]

তোমরা সাহরী খাও। কেননা সাহরীতে বরকত রয়েছে। (সহীহ বুখারী ১৯২৩)
14/03/2024

তোমরা সাহরী খাও। কেননা সাহরীতে বরকত রয়েছে। (সহীহ বুখারী ১৯২৩)

إِنَّا جَعَلْنَا مَا عَلَى ٱلْأَرْضِ زِينَةً لَّهَا لِنَبْلُوَهُمْ أَيُّهُمْ أَحْسَنُ عَمَلًا আমি পৃথিবীস্থ সব কিছুকে পৃ...
13/03/2024

إِنَّا جَعَلْنَا مَا عَلَى ٱلْأَرْضِ زِينَةً لَّهَا لِنَبْلُوَهُمْ أَيُّهُمْ أَحْسَنُ عَمَلًا
আমি পৃথিবীস্থ সব কিছুকে পৃথিবীর জন্যে শোভা করেছি, যাতে লোকদের পরীক্ষা করি যে, তাদের মধ্যে কে ভাল কাজ করে। [সূরা আল কাহাফ, আয়াত: ৭]

প্রিয়নবী মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, সূরা ইখলাস কুরআনের এক তৃতীয়াংশের সমতুল্য। [ সহীহুল বু...
12/03/2024

প্রিয়নবী মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, সূরা ইখলাস কুরআনের এক তৃতীয়াংশের সমতুল্য। [ সহীহুল বুখারী ৭৩২]

11/03/2024

আহলান সাহলান মাহে রমাদান

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dawah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dawah:

Share