Sylhet Metro News

Sylhet Metro News সিলেটের সব খবর সবার আগে পেতে
ফলো করে সাথে থাকুন
𝐒𝐘𝐋𝐇𝐄𝐓 𝐌𝐀𝐓𝐑𝐎 𝐍𝐄𝐖𝐒 এর।

14/08/2025

13/08/2025

মিরপুরে যুবদল,ছাত্রদল নেতাদের ছত্রছায়ায় `ভইরা দে’ গ্রুপের ত্রা/স, রাজনৈতিক ছত্রছায়ায় অ/প/রাধের সাম্রাজ্য!!

13/08/2025

ফেসবুকে পোষ্ট করায় প্রবাসীকে ছাত্রদল নেতার হু`মকি l l #ছাত্রদল l l কল রেকর্ড

এনসিপি নেতাদের নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের বক্তব্য ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করা না হলে তাকে কিশোরগ...
13/08/2025

এনসিপি নেতাদের নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের বক্তব্য ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করা না হলে তাকে কিশোরগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করার ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার জেলা পাবলিক লাইব্রেরির হলরুমে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় বিপ্লবী ছাত্র জনতা।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সাবেক আহ্বায়ক ইকরাম হোসেন, যুগ্ম আহ্বায়ক রাতুল নাহিদ ভূইয়া ও সদস্য সচিব ফয়সাল প্রিন্স।

তারা বলেন, বিপ্লবের এক বছরের মাথায় বিপ্লবীদের মৃত্যুর ভয় দেখানো হচ্ছে। যে মুজিববাদকে আমরা উপড়ে ফেলেছি, সেই মুজিববাদের সৈনিক ফজলুর রহমান যার প্রতিটি কথায় আওয়ামী ফ্যাসিবাদের কণ্ঠ শোনা যায়। তিনি ছাত্র-জনতার বিপ্লবকে স্বীকার তো করেনই না; বরং এই বিপ্লবকে অস্বীকার, কুরুচিপূর্ণ বক্তব্য, শহীদদের অবমাননা, আহতদের তিরস্কারসহ অভ্যুত্থানের নেতাদের আওয়ামী বয়ানে ঘায়েল করতে চান। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আর কোনো ফ্যাসিবাদ, কোনো মুজিববাদী শাবককে আমরা মেনে নেব না। আমরা দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, অতিসত্বর এই মুখোশধারী মুজিববাদী শাবককে আপনার উপদেষ্টা পদ থেকে বহিষ্কার করে বিএনপিকে দায়মুক্ত করুন।

তারা আরো বলেন, ফজলুর রহমান এক অনুষ্ঠানে নাহিদ ইসলামসহ এনসিপির নেতাদের বেজন্মা বলে গালি দেন। মুজিববাদী এই ফজলুর রহমান বিএনপির নেতা হয়েও গত কয়েক মাস ধরে গণহত্যাকারী আওয়ামী লীগারের হয়ে মাঠে সরব থাকছেন। তিনি যে ভাষায় বিএনপির প্রতিনিধিত্ব করছেন, সে ভাষা ও বয়ান পুরাপুরি খুনি লীগের। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি ফজলুর রহমান তার বক্তব্য প্রত্যাহার না করেন তাহলে কিশোরগঞ্জের ছাত্র জনতা তাকে অবাঞ্ছিত ঘোষণা করবে।

13/08/2025

সিলেট আম্বরখানা রোডে দলের নেতাকে চাঁদা না দেওয়ায় হকার ব্যবসায়ীকে মারধর!! অভিযোগ চাঁদা না দিলে তুলে নিয়ে গিয়ে হোটেল টি ল্যান্ডে আটকে নির্যাতন!!
বিস্তারিত সরাসরি..

(সিলেটের সব খবর সবার আগে পেতে ফল দিয়ে সাথে থাকুন) Sylhet Metro News

13/08/2025

মানিক অভিযানে যাইও না,আমিও এখানে শরিক আছি! পাথর লুটে বাধা দিতে চাইলে এই কথা বলেন সিলেট জেলা যুবদলের সেক্রেটারি মকসুদ আহমদ!
দাবি কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মানিক মিয়ার।

তিনি আরো বলেন, এই লুটপাট করতেছে বিএনপি'র কিছু ফায়দালোভী ডেভিল অনুসারী নেতা।

মানিক মিয়ার দাবি, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের কিছু নেতা এবং সিলেট জেলা যুবদলের সেক্রেটারি মকসুদ আহমেদের বাহিনী আওয়ামী লীগের ডেভিলদের নিয়ে সীমান্তবর্তী এলাকার পাথর লুট করেন,ব্রিজ ধ্বংস করেন। তাদের নেতৃত্বেই কোম্পানীগঞ্জে লুটতরাজ চলতেছে।

রাজশাহীতে শিক্ষাগত যোগ্যতার জাল সনদ দিয়ে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি হওয়ার পর ধরা পড়েছেন বাঘা পৌরসভা...
13/08/2025

রাজশাহীতে শিক্ষাগত যোগ্যতার জাল সনদ দিয়ে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি হওয়ার পর ধরা পড়েছেন বাঘা পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম ওরফে তফি।

রাজশাহী শিক্ষা বোর্ডের তদন্তে তার জাল সনদের বিষয়টি ধরা পড়ে। এ পরিপ্রেক্ষিতে তার সভাপতির পদ বাতিল করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চিঠি দিয়েছেন শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক শামীম হাসান।

12/08/2025

সিলেটে আবারও খুন!!
আব্দুল কাদির আজাদ মিয়া
খাদিম নগর।

(সিলেটের সব খবর সবার আগে পেতে ফল দিয়ে সাথে থাকোন)

বিএনপি-যুবদল সং*ঘর্ষ, আ*হত ১০ #বিএনপি  #যুবদল
12/08/2025

বিএনপি-যুবদল সং*ঘর্ষ, আ*হত ১০
#বিএনপি #যুবদল

12/08/2025

ডিসিকে হত্যার হুমকি দিলেন বিএনপির সাবেক এমপি!! বললেন, কলিজা খুলে ফেলব!
কল রেকর্ড ভাইরাল!

12/08/2025

বিএনপির সন্ত্রাসী হারুন, বিএনপির সন্ত্রাসীদের টাকা দেইনি বলে আমাকে মারছে ভাই, আমাকে মারার জন্য খুজতেছে, প্লিজ আমাকে বাঁচান,আমাকে পেলে মেরে ফেলবে!!

চট্টগ্রামের বাকলিয়ায় রক্তাক্ত অবস্থায় লাইভে এসে বিএনপি নেতাদের কাছ থেকে বাঁচার আকুতি জানান ডাক্তার ইকবাল!!

লাইভে তিনি বলেন, টাকা না দেওয়া স্থানীয় বিএনপি নেতা হারুন এবং তার কর্মীরা উনাকে মারধর করেছে। তিনি একটি রুমে লুকিয়ে আছেন, উদ্ধার না করলে বিএনপির কর্মীরা তাকে মেরে ফেলবে।

প্রবাসীদের কষ্ট কেউ বুঝেনা!!
12/08/2025

প্রবাসীদের কষ্ট কেউ বুঝেনা!!

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sylhet Metro News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share