News Of Sylhet

News Of Sylhet সিলেট বিভাগের সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল "নিউজ অফ সিলেটে" এ আপনাকে স্বাগতম।

30/07/2025
জুড়ীর লাঠিটিলায় সেফটি ট্যাংক থেকে মানি ব্যাগ তুলতে গিয়ে  বড় ভাই নি*হত: ছোট ভাই আ*হত!বিস্তারিত আসছে,,
30/07/2025

জুড়ীর লাঠিটিলায় সেফটি ট্যাংক থেকে মানি ব্যাগ তুলতে গিয়ে বড় ভাই নি*হত: ছোট ভাই আ*হত!
বিস্তারিত আসছে,,

জুড়ীতে ইসলামী ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিতমৌলভীবাজার জেলার জুড়ীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিবের পক্ষ থ...
30/07/2025

জুড়ীতে ইসলামী ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলার জুড়ীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিবের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) গ্র্যান্ড শাপলা কনভেনশন হলে ইসলামী ছাত্রশিবির জুড়ী উপজেলা শাখার আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবির জুড়ী উপজেলা শাখার সভাপতি এমরান হোসাইন মনিয়ারের সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ আব্দুল্লাহ'র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ আসনের বাংলাদেশ জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, ছাত্রশিবিরের সাবেক সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মো: রেজাউল করিম রেজা, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক আরিফুল ইসলাম, ছাত্রশিবিরের মৌলভীবাজার শহর শাখার সভাপতি তারেক আজিজ, মৌলভীবাজার জেলা সভাপতি এম. ফরিদ উদ্দিন, ছাত্রশিবিরের সাবেক মৌলভীবাজার জেলা সভাপতি আজিম উদ্দিন, সাবেক মৌলভীবাজার জেলা শহর সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাবেক জেলা সেক্রেটারি মো: জসিম উদ্দিন, জায়ফরনগর ইউনিয়ন জামায়াতের আমির এডভোকেট শাখাওয়াত হোসেন, জেলা কলেজ সম্পাদক তারেক মিয়া, জেলা প্রকাশনা সম্পাদক জুয়েল আহমদ,
ছাত্রশিবির জুড়ী পূর্ব সভাপতি রুমেল আহমদ, জুড়ী দক্ষিণ সভাপতি নাজমুল ইসলাম, জুড়ী পূর্ব সেক্রেটারি জাবির হোসেন, প্রচার সম্পাদক খালেদ মাসুদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাহফুজ আহমদ এবং ইসলামী সংগীত পরিবেশন করেন জলপ্রপাত শিল্পীগোষ্ঠী, মৌলভীবাজার।
কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কৃতি শিক্ষার্থী আমিনা জান্নাত ছুনিয়া, তাসনুবা জান্নাত সাদিয়া ও আশফাক হোসাইন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চার শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

জুড়ীতে তালগাছ রোপন মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা কৃষি অফিসের বাস্তবায়নে পরিবেশের ভারসাম্য রক্ষায় বজ্রপাত নিরোধক তালগাছ রোপন...
30/07/2025

জুড়ীতে তালগাছ রোপন

মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা কৃষি অফিসের বাস্তবায়নে পরিবেশের ভারসাম্য রক্ষায় বজ্রপাত নিরোধক তালগাছ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বুধবার (৩০ জুলাই) সকাল ১১টায় পূর্ববড়ধামাই পিএফএস আউস কৃষক গ্রুপ ও শুকুবস্তি ফ্রিপ কৃষক গ্রুপে যোথ উদ্যোগ সরকারিপাড় মসজিদ থেকে পূর্ব বড়ধামাই পাঞ্জেখানা মসজিদ পর্যন্ত তালগাছের চারা রোপন অনুষ্ঠিত হয়।

পূর্ববড়ধামাই পিএফএস আউস কৃষক গ্রুপের সভাপতি মো: আজির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান শাহীনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রুয়েল উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুরঞ্জিত ধর, শুকুবস্তি ফ্রিপ কৃষক গ্রুপ সভাপতি রমেশ, পূর্ববড়ধামাই পিএফএস আউস কৃষক গ্রুপের সহ-সভাপতি আব্দুল খালিক প্রমুখ।

29/07/2025

জুড়ীতে ই'য়া'বা সহ জনতার হাতে আটক ১জন।

মৌলভীবাজার পুলিশ লাইন্সে জিম সেন্টারের উদ্বোধন শারীরিক সুস্থতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজার জেলা পুলিশ লা...
28/07/2025

মৌলভীবাজার পুলিশ লাইন্সে জিম সেন্টারের উদ্বোধন

শারীরিক সুস্থতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্সে একটি জিম সেন্টার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) রাতে জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ জিম সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, “কথায় আছে- সুস্থ দেহে সুস্থ মন গড়ে ওঠে। পুলিশ সদস্যদের দিনরাত লম্বা সময় ডিউটি করতে হয়। সেজন্য পুলিশ সদস্য হিসেবে আমাদের শারীরিকভাবে ফিট থাকা অত্যন্ত জরুরি। আমার বিশ্বাস, আমাদের পুলিশ সদস্যদের ফিটনেস উন্নয়নে এই জিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি বলেন, “নিয়মিত শরীরচর্চার মাধ্যমে পুলিশ সদস্যদের কর্মদক্ষতা ও মনোবল যেমন বাড়বে, তেমনি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে।”

তিনি আরও বলেন, এ উদ্যোগ জেলা পুলিশের আধুনিকায়নের অংশ হিসেবে নেওয়া হয়েছে, যাতে বাহিনীর সদস্যরা মানসিক ও শারীরিকভাবে সুস্থ থেকে দায়িত্ব পালন করতে পারেন।

পুলিশ লাইন্স হাসপাতালের নিচতলায় স্থাপিত এই জিম সেন্টারে নারী ও পুরুষ—উভয় পুলিশ সদস্যদের জন্যই শরীরচর্চার সুযোগ রাখা হয়েছে। প্রতিদিন নির্ধারিত সময়সূচি অনুযায়ী পুলিশ সদস্যরা এখানে শরীরচর্চা করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব শাকিল আহমেদসহ অন্যান্য কর্মকর্তাগন।

District Police Moulvibazar

জুড়ীতে গ্রাউকের বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিতমৌলভীবাজার জেলার জুড়ীতে স্থানীয় উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংস্থা 'গ্রাম উন্...
28/07/2025

জুড়ীতে গ্রাউকের বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলার জুড়ীতে স্থানীয় উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংস্থা 'গ্রাম উন্নয়ন কার্যক্রম (গ্রাউক) এর আয়োজনে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ জুলাই) উপজেলার সোনারুপা চা-বাগান হাসপাতালে অভিজ্ঞ ডাক্তার দ্বারা চা-বাগানের শ্রমিক সহ বিভিন্ন গ্রামের সুবিধাবঞ্চিত ৫ শতাধিক রোগীদের মাঝে বিনামূল্যে দিনব্যাপী চক্ষু শিবির ক্যাম্পিং এর শুভ উদ্বোধন করেন গ্রাউকের চেয়ারম্যান অশোক রঞ্জন পাল।

এসময় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রবীণ শিক্ষাবিদ আলহাজ্ব তাজুল ইসলাম সহ অনেকেই।

দিনব্যাপী চক্ষু শিবিরে রোগীদের মাঝে পরীক্ষা-নিরীক্ষার পর ঔষধপত্র, চশমা ও পরিবেশ বন্ধু গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া প্রায় ৫০জন ছানিপড়া রোগীর অপারেশনের জন্য বাছাই করা হয়। এ পর্যন্ত গ্রাউকের অধীনে বিভিন্ন ক্যাম্পিংয়ের মাধ্যমে প্রায় দুই হাজার রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয় এবং দেড় শতাধিক এর অধিক দরিদ্র গ্রামীণ রোগীর জন্য ক্যাটারাক্ট (এসআইসিএস) অপারেশনসহ লেন্স স্থাপন করা হয়।

আলহামদুলিল্লাহ হারিয়ে যাওয়া পাসপোর্ট । পাওয়া গেছে। 🥰👍
28/07/2025

আলহামদুলিল্লাহ হারিয়ে যাওয়া পাসপোর্ট ।
পাওয়া গেছে। 🥰👍

কুলাউড়ায় আলোচিত আনজুম হ°ত্যার বিচার বিলম্বে শ্রীপুরে মি'ছি'ল কুলাউড়ায় আলোচিত নাফিসা জান্নাত আনজুম হত্যা'কা'ণ্ডের দ্রুত ব...
28/07/2025

কুলাউড়ায় আলোচিত আনজুম হ°ত্যার বিচার বিলম্বে শ্রীপুরে মি'ছি'ল

কুলাউড়ায় আলোচিত নাফিসা জান্নাত আনজুম হত্যা'কা'ণ্ডের দ্রুত বিচার ও খু'নি জুনেলের ফাঁ'সির দাবিতে শ্রীপুরে বি'ক্ষো'ভ মি'ছি'ল ও প্রতি'বাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

(২৭ জুলাই) সন্ধ্যায় শ্রীপুর বাজারে স্থানীয় সাধারণ জনগণ এই কর্মসূচি পালন করেন। মি'ছি'লটি শ্রীপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে এক প্রতি'বাদ সভায় রূপ নেয়।

বক্তারা বলেন, “আনজুম হ'ত্যা নিয়ে দীর্ঘদিন পার হলেও এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। আমরা হতাশ। যদি দ্রুত বিচার ও খু'নি জুনেলের ফাঁ'সি না হয়, তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা। বক্তারা দ্রুত তদন্ত শেষ করে সুষ্ঠু বিচারের মাধ্যমে আনজুম হ'ত্যা'র বিচার নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য, নাফিসা জান্নাত আনজুমকে নৃশংসভাবে হ'ত্যা করা হয়, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

এই একজন এতিম ছেলেখুবই আর্জেন্ট পাসপোর্ট দরকার। পাওয়া না গেলে ভিসা  নষ্ট হয়ে যাবে। সবাই শেয়ার করে পাসপোর্ট পেতে সহযোগিতা...
27/07/2025

এই একজন এতিম ছেলে
খুবই আর্জেন্ট পাসপোর্ট দরকার। পাওয়া না গেলে ভিসা নষ্ট হয়ে যাবে। সবাই শেয়ার করে পাসপোর্ট পেতে সহযোগিতা করবেন।

ফকির বাজার থেকে বড়লেখা যাওয়ার পথে, সিএনজিতে ভুল করে পাসপোর্ট সহ ব্যাগটি হারিয়ে গেছে। সিএনজিটি বিয়ানিবাজারের দিকে গেছে।

কোন হৃদয়বান ব্যক্তি যদি পেয়ে থাকেন ওই নাম্বারে দয়া করে যোগাযোগ করবেন 01772359301, খুবই জরুরি পাসপোর্ট, আজকে সকালে ছেলেটার মেডিকেলে যাওয়ার কথা ছিলো।

সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর হোয়াটসঅ্যাপ একাউন্ট হ্যা/ক!
27/07/2025

সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর হোয়াটসঅ্যাপ একাউন্ট হ্যা/ক!

অভ্যুত্থানের পর নানা শক্তি আবারও চেষ্টা করছে পুরনো সিস্টেমে দেশকে নিয়ে যাবার: নাহিদ ইসলামজাতীয় নাগরিক পার্টি এনসিপির আহব...
26/07/2025

অভ্যুত্থানের পর নানা শক্তি আবারও চেষ্টা করছে পুরনো সিস্টেমে দেশকে নিয়ে যাবার: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, পুরনো আইনে,পুরনো সিস্টেমে আমরা আর এই বাংলাদেশকে পরিচালিত হতে দেবোনা। কিন্তু অভ্যুত্থানের পরে নানান শক্তি আবারও চেষ্টা করছে পুরনো সিস্টেমে দেশকে এগিয়ে নিয়ে যাবার। আমরা বলেছি জুলাই অভ্যুত্থানে আমরা যখন রাজপথে নেমেছিলাম,আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে, আমাদের বোনেরা নির্যাতিত হয়েছে। আমরা আর এই বাংলাদেশকে পুরনো রূপে ফিরত যেতে দেবোনা। বিচার,সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই।

শনিবার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে মৌলভীবাজার শহরের শাহমোস্তফা সড়কের বেড়িরপাড় এলাকায় পূর্ব নির্ধারিত এনসিপি মৌলভীজার জেলা শাখা আয়োজিত জুলাই পদযাত্রা শেষে অনুষ্ঠিত সমাবেশে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

এর আগে বিভাগীয় শহর সিলেটের পদযাত্রা শেষে তাদের গাড়ি বহর নিয়ে ফেঞ্চুগঞ্জ হয়ে মৌলভীবাজার শহরে প্রবেশ করেন। এর পর মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা সমাবেশ স্থলে এসে পৌঁছলে এনসিপির মৌলভীবাজার জেলা শাখার নেতাকর্মীরা র্মুমুহু শ্লোগানে কেন্দ্রীয় নেতাদের বরণ করেন। সমাবেশে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া নাহিদ, সার্জিস আলম, আক্তার হোসেন, ডাক্তার তাসনিম জারা সহ কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শুনতে কিংবা একনজর দেখতে প্রখর রোদের কয়েকহাজার মানুষ উপস্থিত ছিলেন।

সমাবেশে নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের পর আমাদের সপ্ন আর আখাঙ্খা ছিল আকাশচুম্বি। আমরা বলেছিলাম, তরুণরা কর্মসংস্থানের দাবিতে রাজপথে নেমেছিল, বাংলাদেশের জনগণ অর্থনৈতিক বৈষম্য বিলোপের দাবিতে রাজপথে নেমেছিল। বাংলাদেশের মানুষেরা মানবিক মর্যাদা নিজেদের স্বাধীনতার জন্য রাজপথে নেমেছিল। আমরা হয়তো সেই স্বাধীনতা গণতন্ত্র পেলেও আমাদের যে অর্থনৈতিক ও কর্মসংস্থানের যে দাবি সেটি পূরণ করতে পারিনি। আমরা এই অর্ন্তবর্তী সরকারের সময় অনেক সপ্ন দেখেছিলাম, আমাদের অনেক দাবি ছিল। কিন্তু আমাদের সব সপ্নকে নির্বাচনের সাথে একমাত্র দাবিতে রূপান্ত করে ফেলা হয়েছে। আমরা বলেছি আমরা নির্বাচন চাই। আমরা গণতন্ত্রের পক্ষে লড়াই করা শক্তি, ভোটাধিকারের লড়াই করা শক্তি। কিন্তু বিচার সংস্কার ছাড়া হবেনা।

সমাবেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী সরকারের জুলাই ঘোষণা নিয়ে টালবাহানা প্রসঙ্গে বলেন, আমরা বলেছিলাম জুলাই ঘোষণাপত্র প্রয়োজন, সরকার জনগণকে বলেছিল জুলাই ঘোষণা পত্র হবে। আমরা বিশ্বাস করেছিলাম, আবার যখন আমরা আন্দোলন করেছিলাম আবার আমাদেরকে বললো একমাসে জুলাই ঘোষনা পত্র হবে। আমরা সরকারের কথা বিশ্বাস করতে চাইনা। জনগণের ঘোষনা পত্র এখন রাজপথে জনগণই দিবে। আগামী ৩ তারিখে (আগস্ট) সবাই শহীদ মিনারে একত্রিত হবেন। বাংলাদেশের লিখিত দলিল, মৃত্যুর দলিল নিজেরাই তৈরি করবেন। তিনি বলেন, দেশে স্বাস্থ্য ব্যবস্থা নেই, আর এখন যারা প্রশাসনে রয়েছেন, যারা বৃটিশ আমলের লাট সাহেব তাদের মতো তারা জনগণের সাথে ব্যবহার করে। যেই জনগণের ট্যাক্সের টাকায় প্রশাসন চালিকা হয়, সেই প্রশাসন যদি জনগণের কল্যাণ না করতে পারে এমন প্রশাসন বাংলাদেশে আমরা চাইনা। চাকরীর দাবিতে তরুণ প্রজন্ম মাঠে নেমেছিল, তরুণ প্রজন্মের চাকরি হয় নাই। উপদেষ্টাদের গাড়ি হয়েছে. উপদেষ্টাদের সবকিছু হয়েছে, ব্যবসা বাণিজ্য দখল হয়েছে, কিন্তু আমাদের যারা ছাত্র ভাই বাংলাদেশে তাদের কোন ব্যবস্থা হয়না।

সমাবেশে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তার বক্তব্যে বলেন, বাংলাদেশ বিরোধী কথা-বার্তা যারা প্রচার করছেন,তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্তের বিপক্ষে অবস্থান নিয়েছেন। এই বাংলাদেশের মানুষ চব্বিশের গণঅভ্যুত্থানে জীবন দিতে গিয়ে আমাদের চোখ খুলে গেছে। যারা সুশীলতার মোড়কে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নেয়, স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে, সম্প্রীতির কিরুদ্ধে কথা বলে। বাংলাদেশের মানুষের ধর্মীয় ভাবাবেগের বিরুদ্ধে কথা বলে। তাদেরকে চিহ্নিত করতে আমাদের আর সময় লাগেনা। অত এব এই বাংলাদেশকে রক্ষা করতে হলে বাংলাদেশের সকল জনতাকে এক হতে হবে। কোন ধরণের জাতিগত ভেদাবেদের মধ্যে আমরা আর থাকতে চাইনা। দেশকে রক্ষা করতে হলে ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষকে এক থাকতে হবে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম আহ্বায়ক অনিক রায় এর সঞ্চালনায় সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়াও বক্তব্য রাখেন, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক, যুগ্ম সদস্য সচিব ডা: তাসনিম জারা, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির।

এদিকে এনসিপির পদযাত্রা কর্মসূচি ঘিরে প্রশাসনের পক্ষে আগে থেকেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সমাবেশ শুরুর আগের রাত থেকে বন্ধ করে দেওয়া হয় পুরো শাহমোস্তফা সড়ক। এতে করে বন্ধ হয়ে যায় ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল। সমাবেশে বিভিন্ন স্থানে থেকে মিছিল নিয়ে আসেন এনসিপির স্থানীয় নেতাকর্মীরা। দুপুর ১টার দিকে সমাবেশ শেষ হলে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহর শ্রীমঙ্গলের পথে পদযাত্রা কর্মসূচি শুরু করে।অপরদিকে সিলেটের জুলাই পদযাত্রা কর্মসূচিতে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম উপস্থিত থাকলেও মৌলভীবাজারের কর্মসূচিতে যোগ দেননি এই দুই নেতা

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when News Of Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Of Sylhet:

Share