News Of Sylhet

News Of Sylhet সিলেট বিভাগের সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল "নিউজ অফ সিলেটে" এ আপনাকে স্বাগতম।

19/09/2025

দুর্গাপূজা সম্পর্কে কথা বলছেন,
প্রীতম দাশ,যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পাটি,(এনসিপি)।

শুভ জন্মদিন কুলাউড়ার অন্যতম প্রেস রিপোর্টার নুরুল ইসলাম শুভকে জন্মদিনের নিউজ অফ সিলেটের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অ...
19/09/2025

শুভ জন্মদিন কুলাউড়ার অন্যতম প্রেস রিপোর্টার নুরুল ইসলাম শুভকে জন্মদিনের নিউজ অফ সিলেটের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন 🫶❤️

গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পিকচার প্রণয়ন সভায় প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকবৃন্দ,দক্ষিণ সুরমা উপজেলা
18/09/2025

গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পিকচার প্রণয়ন সভায় প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকবৃন্দ,দক্ষিণ সুরমা উপজেলা

দক্ষিণ সুরমা থানার অভিযানে লালাবাজার হিলু রাজি বাড়ি থেকে মাদক ব্যবসায়ী স্ত্রীসহ সমুজ আলী গ্রফতার।
18/09/2025

দক্ষিণ সুরমা থানার অভিযানে লালাবাজার হিলু রাজি বাড়ি থেকে মাদক ব্যবসায়ী স্ত্রীসহ সমুজ আলী গ্রফতার।

📢 “আগ্রহী দলসমূহকে নির্ধারিত তারিখের মধ্যে অবশ্যই যোগাযোগ করতে হবে। নির্দিষ্ট সময়সীমার পর আর কোনো দল গ্রহণ করা হবে না। ...
11/09/2025

📢 “আগ্রহী দলসমূহকে নির্ধারিত তারিখের মধ্যে অবশ্যই যোগাযোগ করতে হবে। নির্দিষ্ট সময়সীমার পর আর কোনো দল গ্রহণ করা হবে না। তাই দেরি না করে এখনই আপনার টিম নিবন্ধন করুন।”

এই ব্যক্তিকে কেউ চিনেন, জুড়ী উপজেলাতে উনার বাড়ী বলেন উনি, আর কিছু বলতে পারচেন না।
10/09/2025

এই ব্যক্তিকে কেউ চিনেন, জুড়ী উপজেলাতে উনার বাড়ী বলেন উনি, আর কিছু বলতে পারচেন না।

10/09/2025

জুড়ী - ফুলতলা (জীবন জৌতি মোকাম এলাকা) সড়কের পাশে পড়ে আছে একটি অজ্ঞাত লা*শ!
বিস্তারিত আসছে,,

অবশেষে ব্রাহ্মণবাজারের আলোচিত স্কুল ছাত্রী আনজুম হত্যাকারী কিলার জুনেলের ২ দিনের রিমান্ডে মঞ্জুর করেছে আদালতঅবশেষে ব্রাহ...
09/09/2025

অবশেষে ব্রাহ্মণবাজারের আলোচিত স্কুল ছাত্রী আনজুম হত্যাকারী কিলার জুনেলের ২ দিনের রিমান্ডে মঞ্জুর করেছে আদালত

অবশেষে ব্রাহ্মণবাজারের আলোচিত স্কুলছাত্রী নাফিসা জান্নাত আনজুমের একমাত্র হত্যাকারী কিলার খুনি জুনেলক এবার মৌলভীবাজার আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি ) ওমর ফারুক নিজে উপস্থিত থেকে ৮ সেপ্টেম্বর (সোমবার) ৩য় বারের মতো খুনী জুনেলের রিমান্ডের জন্য আদালতে আবেদন করলে
মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ৫নং আমলি আদালতের ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন দুই দিনের রিমান্ড মঞ্জুর করে এ আদেশ দেন।

খুনি জুনেলের রিমান্ড মঞ্জুর হয়েছে এ খবর শুনে আনজুমের পরিবারের সদস্যরা ও এলাকায় সাধারণ জনগণের মধ্যে এবার অনেকটা স্বস্তির নিঃশ্বাস নেমে এসেছে।

উল্লেখ্য স্কুল ছাত্রী আনজুমের হত্যার ঘটনার ২ দিনের মাথায় পুলিশ একমাত্র খুনি জুনেলক গ্রেফতার করলে তাদের কাছে আনজুম হত্যার কথা স্বীকার করে সে । এরপর প্রথমে গত ১৯ জুন তাকে আদালতে তুললে চত্বুর খুনি জুনেল বিচারকের সামনে স্বীকারোক্তি মূলক জবানবন্দী না দিয়ে বিচারকার্যকে বাধাগ্রস্ত করতে চলনার আশ্রয় নেয়। এরপর ২য় বারের মতো গত ৩০ জুন রিমান্ডের জন্য আদালতে জুনেলকে তুললে আদালত রিমান্ড না দিয়ে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দেয় এতে এতদিন থেকে আনজুম হত্যার সুষ্ঠু বিচার পাওয়া নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়, এরপর জেলা জুড়ে ও স্কুলে স্কুলে শুরু লাগাতার মানববন্ধন, বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা ও আন্দোলন।

অবশেষে ৮ সেপ্টেম্বর (সোমবার) সকালে ৩য় বারের মতো মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ৫নং আমলি আদালতের ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেনের খাস কামরায় রিমান্ড আবেদনের জন্য
তুলা হয় খুনি জুনেলকে। তবে এবার ও খুনি জুনেলের পক্ষে কোনো আইনজীবী আদালতে দাঁড়াননি। তবে আনজুমের পক্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছাড়াও অন্যান্য বেশ কয়েকজন আইনজীবী উপস্থিত ছিলেন।

আনজুমের একমাত্র খুনি জুনেলের দুই দিনের রিমান্ড মঞ্জুর হওয়ায় এবার সুষ্ঠু বিচার পাবেন বলে মনে করেন খুন হওয়া স্কুল ছাত্রী আনজুমের পরিবার ও এলাকাবাসী।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি ওমর ফারুক রিমান্ডের সত্যতা নিশ্চিত করে কুলাউড়া মিডিয়া ৭১কে জানান,আমরা আদালতে খুনি জুনেলের ৭ দিনের রিমান্ডের আবেদন করেছিলাম, আদালত তাকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দিয়েছে

08/09/2025

জুড়ীতে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস -২০২৫' কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন!

07/09/2025

কাতার থেকে চন্দ্রগ্রহণ সরাসরি,,,

06/09/2025

চট্টগ্রাম–সিলেটগামী ট্রেনে মোবাইল ছিন,তাই,য়ের চেষ্টা।মুহূর্তেই ধরা খেয়ে যায় ছিন'তাই'কারী।

বড়'লেখায় কলেজ ছাত্রের ঝুল'ন্ত লা'শ উ'দ্ধা'রমৌলভীবাজারের বড়লেখা উপজেলায় তারেক আহমদ (১৯) নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত ম+র+দ...
06/09/2025

বড়'লেখায় কলেজ ছাত্রের ঝুল'ন্ত লা'শ উ'দ্ধা'র

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় তারেক আহমদ (১৯) নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত ম+র+দে+হ উদ্ধার করেছে পুলিশ। ৬ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি শনিবার দুপুর ২টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত তারেক আহমদ বড়লেখা উপজেলার উত্তর মুছেগুল গ্রামের মৃত লতিফ উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় একটি কলেজের ছাত্র।

পরিবার সূত্রে জানা যায়, দুপুরে তারেকের বড় বোন ঘরের ভেতরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে অবহিত করেন।

এ ঘটনায় আ+ত্ম+হ+ত্যা+র সঠিক কারণ জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মৃ+ত্যু*র রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when News Of Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Of Sylhet:

Share