News Of Sylhet

News Of Sylhet সিলেট বিভাগের সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল "নিউজ অফ সিলেটে" এ আপনাকে স্বাগতম।

17/10/2025

আছুরি ঘাটে বাইক ও নোহা ঘাড়ির সংঘর্ষে ১ জন নিহত,,,

#নিউজ #জুড়ি #বড়লেখা

এইচ এসসি পরিক্ষায় জিপিএ ৫ পেলেন জুবায়ের ,,
16/10/2025

এইচ এসসি পরিক্ষায় জিপিএ ৫ পেলেন জুবায়ের ,,

16/10/2025

জাতীয় সংসদ নির্বাচন মৌলভীবাজার-১

নাসির উদ্দিন আহমেদ মিঠু: এক পোড় খাওয়া রাজনৈতিক নেতার গল্প
#নির্বাচন #বিএনপি #নাসির_উদ্দিন_আহমেদ_মিঠু

14/10/2025

একটি মানবিক সাহায্যের জন্য আবেদন।

নমিতা রানী দাশ, গ্রাম আমতৈল , ০২নং ওয়ার্ড, ০৩ নং পশ্চিম জুরী ইউনিয়ন এর স্হায়ী বাসিন্দা।
আমার স্বামী পটক লাল দাস (৬২) দীর্ঘ দিন যাবত মরণ ব্যাধি গলার ক্যান্সসারে আক্রান্ত হয়ে সিলেট এম এ জি উসমানী হাসপাতালে চিকিৎসাদিন ছিলেন। অর্থ সংকটে থাকার কারণে চিকিৎসা নিয়মিত চালিয়ে যেতে পারছেন না তাই কয়কদিন আগে উনাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। এখন উন্নত চিকিৎসার জন্য প্রচুর পরিমান অর্থের প্রয়োজন কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে উনার চিকিৎসা ব্যায় বহন করা সম্ভব হচ্ছে না। তাই সমাজের বৃত্তবান হৃদয়বান দের কাছে অনুরোধ,আপনাদের আর্থিক সাহায্য প্রার্থনা করছে পরিবারটি । আপনাদের সকলের একটু সহযোগিতা পারবে একটি নতুন জীবন ফিরিয়ে দিতে।

নাম : নমিতা রানী দাস
গ্রাম৷ : আমতৈল
ডাক + পোষ্ট অফিস : জুড়ি ৩২৫১
ইউনিয়ন :০৩ নং পশ্চিম জুড়ি ওয়ার্ড : ০২
উপজেলা জুড়ি,
জেলা মৌলভীবাজার।

➡️ +৮৮ ০১৭৫৫ - ৯৭৭১১৯
বিকাশ পারসোনাল।
➡️ জনতা ব্যাংক জুড়ী শাখা। এ্যাকাউন্ট নাম্বার। ০১০০২৭৮৯৬৪১৬১

বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব, এস এম,নুনু মিয়া সাহেবের অবস্থা সংকটাপন্ন।উনি লন্ডনের একটি হাসপাতালে চিকি...
12/10/2025

বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব, এস এম,নুনু মিয়া সাহেবের অবস্থা সংকটাপন্ন।
উনি লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ।

মহান আল্লাহপাক যাতে উনাকে সুস্থতা দান করেন এই প্রার্থনা করছি আমিন 🤲

লালাবাজার ইউপি চেয়ারম্যান তুহিন গ্রেফতারের নেপথ্যে দুইজন ব্যক্তির নাম!লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুহিনকে গ্রেফত...
12/10/2025

লালাবাজার ইউপি চেয়ারম্যান তুহিন গ্রেফতারের নেপথ্যে দুইজন ব্যক্তির নাম!

লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুহিনকে গ্রেফতারের ঘটনাটি এখন পুরো এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। গত বৃহস্পতিবার সকালে পুলিশ তাঁকে গ্রেফতার করার পর থেকেই স্থানীয় রাজনীতি থেকে শুরু করে সাধারণ মানুষের আড্ডায় এই ঘটনাই টক অব দ্যা টাউন হয়ে উঠেছে।

তুহিনের অনুসারীরা অভিযোগ করেছেন— তাঁকে মিথ্যা ও বানোয়াট মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করা হয়েছে। তারা দাবি করছেন, এই গ্রেফতারের পেছনে রাজনৈতিক প্রতিহিংসা কাজ করেছে। অন্যদিকে সাধারণ জনগণের একাংশ বলছেন, “এই তুহিনকে অনেক আগেই গ্রেফতার করা উচিত ছিল,”— এমন মন্তব্যও শোনা যাচ্ছে এলাকায়।

গ্রেফতারের পেছনে জটিল সম্পর্কের জাল

তুহিনকে গ্রেফতারের ঘটনায় দুইজন ব্যক্তির নাম উঠে এসেছে— স্থানীয় ব্যবসায়ী জুবায়ের আহমদ (লিটন), ও ইউপি সদস্য নজরুল ইসলাম মনির মেম্বার। এলাকাজুড়ে আলোচনা চলছে, এই দুই জনের সমন্বিত প্রচেষ্টাতেই তুহিনকে আইনের হাতে সোপর্দ করা হয়েছে।

পাঁপড়ি রেস্টুরেন্টের জুবায়ের আহমদ লিটনের শত্রুতা

সূত্রে জানা গেছে, লালাবাজারের বিতর্কিত “পাঁপড়ি রেস্টুরেন্ট”-এর স্বত্বাধিকারী লিটনের সঙ্গে তুহিনের দীর্ঘদিনের ব্যক্তিগত ও ব্যবসায়িক বিরোধ ছিল। তুহিনের সঙ্গে পূর্বশত্রুতার জের ধরে লিটন এই গ্রেফতারে ভূমিকা রেখেছেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

আরও জানা গেছে, দক্ষিণ সুরমা থানার কয়েকজন কর্মকর্তার সঙ্গে লিটনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রায় প্রতিদিনই থানার কর্মকর্তারা তাঁর রেস্টুরেন্টে বিনামূল্যে খাবার খান বলে অভিযোগ উঠেছে। ফলে থানার সঙ্গে লিটনের ‘বিশেষ যোগাযোগ’-এর কারণে তিনি প্রশাসনিকভাবে অনেক সুবিধা ভোগ করেন। এমনকি প্রতি মাসে তিনি বড় অঙ্কের টাকা থানায় দিয়ে আসেন বলেও জানা গেছে। এই সম্পর্কের সূত্র ধরেই তুহিনকে গ্রেফতারে লিটনের ভূমিকা ছিল বলে স্থানীয়রা মনে করছেন।

মনির মেম্বারের ক্ষোভ

অন্যদিকে, ইউনিয়নের মেম্বার নজরুল ইসলাম মনিরের নামও এই ঘটনার সঙ্গে জড়িয়েছে। জানা যায়, তুহিন মনিরের কাছ থেকে দেড় লাখ টাকা নিয়েছিলেন তাঁকে প্যানেল চেয়ারম্যান করার প্রতিশ্রুতি দিয়ে। কিন্তু সম্প্রতি প্রশাসনের মাধ্যমে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়, যেখানে মনিরের নাম বাদ পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে মনির তুহিনের বিরুদ্ধে অবস্থান নেন।

স্থানীয় সূত্রের দাবি, ব্যক্তিগত ক্ষোভ থেকেই মনির এই গ্রেফতারের পেছনে প্রশাসনিকভাবে ভ

লালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোয়াজিদুল হক তুহিন গ্রে'ফ'তা'রপ্রতিনিধি : মো উমর ফারুক
09/10/2025

লালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোয়াজিদুল হক তুহিন গ্রে'ফ'তা'র

প্রতিনিধি : মো উমর ফারুক

শাজান মিয়ার পৃষ্টপোষকতায় কুলাউড়া পৌর কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্বোধন বিস্তারিত কমেন্টে......
08/10/2025

শাজান মিয়ার পৃষ্টপোষকতায় কুলাউড়া পৌর কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্বোধন

বিস্তারিত কমেন্টে......

05/10/2025

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জুড়ী উপজেলার ৬ নং সাগরনাল ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসাবে আলোচনায় এসেছেন এলাকার জনপ্রিয় সমাজসেবক ও তরুণ উদ্যোক্তা সোহেল আহমেদ।

আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মৌলভীবাজার ২ (কুলাউড়া) আসনে এমপি হিসেবে কাকে দেখতে চান।🔷নবাব আলী আব্বাস খাঁন। 🔷এডভোকেট আব...
03/10/2025

আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মৌলভীবাজার ২ (কুলাউড়া) আসনে এমপি হিসেবে কাকে দেখতে চান।

🔷নবাব আলী আব্বাস খাঁন।
🔷এডভোকেট আবেদ রাজা।
🔷ডঃ সাইফুল আলম চৌধুরী।
🔷আলহাজ্ব সৈয়দ জুবায়ের আলী।
🔷 ইন্জিনিয়ারি সাহেদ আলী।
🔷 কাজী মাওলানা ফজলুল হক খাঁন সাহেদ।

আপনার পছন্দের ব্যক্তি কে তা কমেন্টে জানাবেন।

কুলাউড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা...বিস্তারিত কমেন্টে.....
02/10/2025

কুলাউড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা...

বিস্তারিত কমেন্টে.....

02/10/2025

সিলেট কিং ব্রিজ পাশে সুরমা নদীতে প্রতিমা বিসর্জন

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when News Of Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Of Sylhet:

Share