Explore With Ripon

Explore With Ripon ✈️ Explore With Ripon – নতুন চোখে আবিষ্কার করুন প্রিয় বাংলাদেশ! A Teacher! An Entrepreneur! A Traveller!

Mission 64 সিরিজ আবার শুরু হতে যাচ্ছে। এবার আমরা যাচ্ছি দক্ষিণবঙ্গের যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এবং অতি অবশ্যই সুন...
18/09/2025

Mission 64 সিরিজ আবার শুরু হতে যাচ্ছে। এবার আমরা যাচ্ছি দক্ষিণবঙ্গের যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এবং অতি অবশ্যই সুন্দরবন!

আগামী ২৬শে সেপ্টেম্বর রাতে আমরা সিলেট থেকে রওনা হবো। পুজোর ছুটির বেশীরভাগ সময়টাই কাটবে ঘুরে ঘুরে।

14/09/2025

টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রী লেকে একদিন | A Day in Tanguar Haor & Niladri Lake

টাঙ্গুয়ার হাওরে গিয়েছিলাম বেশ কিছুদিন আগে! কিন্তু ভিডিও এডিটিং সম্পন্ন করলাম আজ। আসলে ফুল টাইম চাকরী ও টুকটাক বিজনেস করে...
13/09/2025

টাঙ্গুয়ার হাওরে গিয়েছিলাম বেশ কিছুদিন আগে! কিন্তু ভিডিও এডিটিং সম্পন্ন করলাম আজ। আসলে ফুল টাইম চাকরী ও টুকটাক বিজনেস করে ভিডিওর পোস্ট প্রসেসিং (স্ক্রিপ্ট, ভয়েসওভার, এডিটিং) করা আমার জন্য বেশ ঝক্কির কাজ।

তবে থামলে তো চলবেনা! পথে যেহেতু নেমেছি, গন্তব্যে তো পৌছতে হবেই! আর এই পথচলায় আপনাদের পাশে না পেলে আমার থমকে যাওয়ার সম্ভাবনা প্রবল। তাই আর দেরী না করে আমার ইউটিউব চ্যানেলে দেখুন টাঙ্গুয়ার হাওর ভ্রমণের গল্প।

ভিডিও লিংক কমেন্টে।

09/09/2025

হাকালুকি হাওরে মাছ ধরেই নিলাম!

বাংলাদেশের সবচেয়ে বড় হাওর হাকালুকি হাওর। সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার ও মৌলভীবাজার জেলার বড়লেখা ও কুলা...
06/09/2025

বাংলাদেশের সবচেয়ে বড় হাওর হাকালুকি হাওর। সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার ও মৌলভীবাজার জেলার বড়লেখা ও কুলাউড়া উপজেলার বিস্তৃত এলাকা নিয়ে এই বিশাল হাওরের অবস্থান।

আমরা ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়া দিয়ে আজ হাকালুকি হাওরে এসেছি।

আজকের বিছনাকান্দি। ৫ আগস্টের পর অধিকাংশ পাথর চুরি হয়ে গেলেও, সবেধন নীলমণি হিসেবে এখনো কিছু পাথর রয়ে গেছে। আর এই পাথরগুলো...
05/09/2025

আজকের বিছনাকান্দি। ৫ আগস্টের পর অধিকাংশ পাথর চুরি হয়ে গেলেও, সবেধন নীলমণি হিসেবে এখনো কিছু পাথর রয়ে গেছে। আর এই পাথরগুলোই বিছনাকান্দিকে করে তুলেছে অনিন্দ্যসুন্দরী।

তবে বিছনাকান্দি যাওয়ার রাস্তার অবস্থা বেহাল! তাই এক সময়ের জনপ্রিয় এই ট্যুরিস্ট স্পটে পর্যটকদের আনাগোনা একদম কমে এসেছে।

Device: DJI Osmo Action 5 Pro

29/08/2025
বহুল প্রতীক্ষার অবসান! অবশেষে হাতে পেলাম DJI Osmo Action 5 Pro একশন ক্যামেরা। সামনে আসছে দারুণ সব ভিডিও।
29/08/2025

বহুল প্রতীক্ষার অবসান! অবশেষে হাতে পেলাম DJI Osmo Action 5 Pro একশন ক্যামেরা। সামনে আসছে দারুণ সব ভিডিও।

আমাদের জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা ছিল মেঘালয় ভ্রমণ। প্রিয় খাবারের জন্য যেমন হঠাৎ করে প্রবল ক্রেভিং জাগে, তেমনি প্রতিদ...
21/08/2025

আমাদের জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা ছিল মেঘালয় ভ্রমণ। প্রিয় খাবারের জন্য যেমন হঠাৎ করে প্রবল ক্রেভিং জাগে, তেমনি প্রতিদিন সকালে ঘুম ভাঙলেই মনে হয়—ইশ, যদি এখনই শিলং চলে যেতে পারতাম!

ছবি: ২০২৪ সালে শিলং যাওয়ার পথে।

15/08/2025

পাথর চুরির আগে সাদা পাথর কেমন ছিল? সাদা পাথর ভ্রমণ | Sada Pathor Sylhet Tour | Explore With Ripon

সিলেট শহরের একদম কাছে খাদিমনগরে অবস্থিত বাগান বাজার। চা বাগানের মধ্যে বাজারটি বসে বলে এটি বাগান বাজার নামে পরিচিত হলেও এ...
10/08/2025

সিলেট শহরের একদম কাছে খাদিমনগরে অবস্থিত বাগান বাজার। চা বাগানের মধ্যে বাজারটি বসে বলে এটি বাগান বাজার নামে পরিচিত হলেও এর আসল নাম রবিবারী বাজার। প্রতি রবিবার সকালে এই হাট বা বাজার শুরু হয়ে কেনাবেচা চলে দুপুর পর্যন্ত।

নিত্য প্রয়োজনীয় সকল পণ্য এই বাজারে পাওয়া যায়। আশপাশের বাগানের অধিবাসীসহ সর্বস্তরের মানুষের দেখা মেলে এই বাজারে। তবে শহুরে ক্রেতাদের মূল আকর্ষণ থাকে দেশী মুরগী, হাঁস ও খাসির প্রতি।

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Explore With Ripon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Explore With Ripon:

Share