Explore With Ripon

Explore With Ripon ✈️ Explore With Ripon – নতুন চোখে আবিষ্কার করুন প্রিয় বাংলাদেশ! A Teacher! An Entrepreneur! A Traveller!

১৮ জুন, রাজশাহীতে আমাদের সকাল শুরু হলো বৃষ্টি মাথায় নিয়ে। ভাবলাম রাজশাহী বুঝি আজ আর ঘোরা হলোনা! তবে ক্রমেই বৃষ্টি কমে এল...
02/08/2025

১৮ জুন, রাজশাহীতে আমাদের সকাল শুরু হলো বৃষ্টি মাথায় নিয়ে। ভাবলাম রাজশাহী বুঝি আজ আর ঘোরা হলোনা! তবে ক্রমেই বৃষ্টি কমে এলো। আর আমরা সারাদিন ধরে চষে বেড়ালাম রাজশাহীর আনাচে-কানাচে।

দিনের একফাঁকে চলে গেলাম পদ্মা গার্ডেনের পাশে পদ্মা নদীর তীরে। নদীর পাড়ে বসে অনেকটা সময় কাটালাম। পদ্মার সৌন্দর্য আমাকে বারবার মোহিত করে।

পদ্মা নদী প্রথম দেখেছিলাম ২০১৬ সালে, ঢাকার কাছেই মৈনতঘাটে। সেই প্রথম দেখাতেই মুগ্ধ হয়েছিলাম।

নদী যে এতটা বিস্ময়কর হতে পারে, তা আগে কল্পনাও করিনি। যমুনার মতো বড় নদী দেখেছিলাম ঠিকই, কিন্তু মাওয়া ঘাট বা মৈনতঘাটে পদ্মার যে প্রস্থ, যে বিস্তার—তা অন্য সবকিছুকে ম্লান করে দেয়।

পদ্মা এখানে যেন এক অফুরান জলরাশি—নেই কোনো কূল, নেই কোনো প্রান্ত। যত দূর দৃষ্টি যায়, শুধু জল আর জল! মাঝনদীতে গেলে মনে হয়, যেন সমুদ্রের বুকে এসে পড়েছি। তীরের কোনো চিহ্ন নেই, শুধু দিগন্তজুড়ে সাদা কুয়াশার মতো জল আর তার বুক চিরে চলা নৌকা আর লঞ্চ।

একেবারে শেষ বিকেলে, যখন হঠাৎ করেই আলো নিভে চারদিকে সন্ধ্যার আবছা ছায়া নামছিলো, ঠিক তখনই এই জায়গায় এসে দাঁড়াতেই আমি হতবাক...
01/08/2025

একেবারে শেষ বিকেলে, যখন হঠাৎ করেই আলো নিভে চারদিকে সন্ধ্যার আবছা ছায়া নামছিলো, ঠিক তখনই এই জায়গায় এসে দাঁড়াতেই আমি হতবাক হয়ে গেলাম। মুহূর্তেই মনে হলো যেন মেঘালয়ে এসে পৌঁছেছি।

ক্যামেরায় এই দৃশ্যের প্রকৃত সৌন্দর্য ধরা সম্ভব নয়। এই সৌন্দর্য শুধু চোখে দেখেই পুরোপুরি অনুভব করা যাবে।

হঠাৎ করে আজ বিকেলে ঘুরে এলাম সিলেট শহর লাগোয়া দারুণ এক জায়গায়!
01/08/2025

হঠাৎ করে আজ বিকেলে ঘুরে এলাম সিলেট শহর লাগোয়া দারুণ এক জায়গায়!

26/07/2025

পদ্মা তীরের রাজশাহীর অজানা গল্প | রাজশাহীর রাজসিক ইতিহাস ও সৌন্দর্য | Rajshahi Travel Documentary | Mission 64 Episode 03

আমরা কোথাও নিরাপদ নই! না ঘরে, না বাইরে! সবখানে ওত পেতে আছে মৃত্যুদূত!আমার দিনের একটা বড় সময় কাটে কিশোরী শিক্ষার্থীদের সা...
21/07/2025

আমরা কোথাও নিরাপদ নই! না ঘরে, না বাইরে! সবখানে ওত পেতে আছে মৃত্যুদূত!

আমার দিনের একটা বড় সময় কাটে কিশোরী শিক্ষার্থীদের সাথে। তাদের আনন্দ-বেদনা-ভালোবাসা আমিসহ সকল শিক্ষকেরই প্রতিদিনকার জীবনের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।

কিছুদিন টানা ছুটি থাকলেই বাচ্চাদের জন্য, ক্লাসের জন্য মন কেমন করে! আজকের বিমান দুর্ঘটনায় শিশু-কিশোরদের এই মৃত্যু কোনভাবেই মেনে নিতে পারছিনা। মনটা ভীষণ খারাপ লাগছে।

টাঙ্গুয়ার হাওর যাওয়ার পথে ভাই-ব্রাদারদের সাথে!
18/07/2025

টাঙ্গুয়ার হাওর যাওয়ার পথে ভাই-ব্রাদারদের সাথে!

ফিরছি টাঙ্গুয়ার হাওর থেকে। এই ট্রিপে আমরা ৩২ জনের একটি টিম সিলেট থেকে সুনামগঞ্জ হয়ে নীলাদ্রী লেক ও টাঙ্গুয়ার হাওর ঘুরেছি...
12/07/2025

ফিরছি টাঙ্গুয়ার হাওর থেকে। এই ট্রিপে আমরা ৩২ জনের একটি টিম সিলেট থেকে সুনামগঞ্জ হয়ে নীলাদ্রী লেক ও টাঙ্গুয়ার হাওর ঘুরেছি।

টাঙ্গুয়ার ট্যুর যথাসাধ্য রেকর্ডিং এর চেষ্টা করেছি। শীঘ্রই এই ভ্রমণের পূর্ণাঙ্গ ভিডিও আসবে।

07/07/2025

পাহাড়ী নদীতে বসে এনাম ভাইয়ের কন্ঠে অসাধারণ একটি গান!

Mission 64 ট্রাভেল সিরিজের ২য় পর্ব প্রকাশিত হয়েছে। এই পর্বে আপনাদের দেখতে পাবেন কিভাবে কানসাটের আম বাজারে কাকতালীয়ভাবে আ...
06/07/2025

Mission 64 ট্রাভেল সিরিজের ২য় পর্ব প্রকাশিত হয়েছে। এই পর্বে আপনাদের দেখতে পাবেন কিভাবে কানসাটের আম বাজারে কাকতালীয়ভাবে আমাদের দেখা হলো, প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ-এর ঘনিষ্ঠ বন্ধুর সাথে।

এছাড়া দেখতে পাবেন বাংলাদেশের সবচেয়ে বড় আম বাজারে আম কেনার অভিজ্ঞতা এবং চাঁপাইনবাবগঞ্জে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মুঘল ও স্বাধীন সুলতানী আমলের ঐতিহাসিক স্থাপত্যকীর্তির এক অনবদ্য সফর।

ভিডিওটির কিছু অংশে আমি AI Video প্রযুক্তি ব্যবহার করে ঐতিহাসিক ঘটনাগুলো বর্ণনা করেছি। পুরো ভিডিও জুড়ে আমি চেষ্টা করেছি আপনাদের জন্য একটি আকর্ষণীয় গল্প উপস্থাপন করার।

আশা করছি, এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আনন্দ দেবে।

বি:দ্রঃ ভিডিওর লিংক কমেন্টে দেওয়া আছে।

আজ একটি দুর্ধর্ষ দিন কাটলো! একদিনে আমরা কভার করেছি উৎমাছড়া, তুরংছড়া, দমদমিয়া ছড়া, বিছানাকান্দি ও নাম না জানা একটি অনিন্দ...
05/07/2025

আজ একটি দুর্ধর্ষ দিন কাটলো! একদিনে আমরা কভার করেছি উৎমাছড়া, তুরংছড়া, দমদমিয়া ছড়া, বিছানাকান্দি ও নাম না জানা একটি অনিন্দ্যসুন্দর ঝর্ণা।

বর্ডার লাইন ধরে আজকের এই অভিযান এক কথায় ছিল দারুণ এবং বিপদজনক।

ঝর্ণাটি দেখতে গিয়ে আমরা ভারতের মধ্যে প্রবেশ করেছিলাম। কাঁটাতারবিহীন এই অংশ দিয়ে স্থানীয়রা নিয়মিতই যাতায়াত করে।

তবে হঠাৎ করেই একজন বিএসএফ সদস্য আমাদের তাড়া করলো। বিএসএফ সদস্যকে দেখে সবাই দিগ-বিদিক ছুটলো, আমিও ছুটলাম।

তবে বিধি বাম! জঙ্গলের মধ্য দিয়ে দৌড়ে বিএসএফ একদম আমার সামনে এসে দাঁড়ালো। তখন আর কেউ ছিলনা।

বিএসএফকে দেখে আমি থেমে গেলাম। সে আমাকে ঈশারায় কাছে যেতে বললে, আমি দ্বিধায় পড়ে গেলাম। তারপর এগিয়ে গিয়ে তাকে বললাম, "তোমাদের সীমানায় ঢুকে আমি অন্যায় করেছি। আমি দু:খিত।" তারপর আরো কিছু ঘটনা ঘটলো, তারপর আমার সাথে হ্যান্ডশেক করে সে চলে গেলো।

বিএসএফ কেন আমাকে ভালো ব্যবহার করে ছেড়ে দিল?

এই জার্নির পুরো গল্পটি জানতে হলে চোখ রাখুন Explore With Ripon এই পেজে। শীঘ্রই আসবে আজকের ভ্রমণের ভিডিও।

আজকের এডাভাঞ্চারাস দিনটি আমার জীবনের অন্যতম স্মরণীয় একটি দিন হয়ে থাকবে

ঘুরতে হলে ছুটির দিনগুলোকে সর্বোচ্চ ব্যবহার করতে হবে। তাই আজ আমরা চারজন বেরিয়ে পড়লাম উৎমাছড়া, তুরংছড়ার উদ্দেশ্যে।যেখানেই ...
05/07/2025

ঘুরতে হলে ছুটির দিনগুলোকে সর্বোচ্চ ব্যবহার করতে হবে। তাই আজ আমরা চারজন বেরিয়ে পড়লাম উৎমাছড়া, তুরংছড়ার উদ্দেশ্যে।

যেখানেই যাচ্ছি ভিডিও ধারণ করছি। ধাপে ধাপে সব ভিডিও আপলোড করা হবে।

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Explore With Ripon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Explore With Ripon:

Share