
02/08/2025
১৮ জুন, রাজশাহীতে আমাদের সকাল শুরু হলো বৃষ্টি মাথায় নিয়ে। ভাবলাম রাজশাহী বুঝি আজ আর ঘোরা হলোনা! তবে ক্রমেই বৃষ্টি কমে এলো। আর আমরা সারাদিন ধরে চষে বেড়ালাম রাজশাহীর আনাচে-কানাচে।
দিনের একফাঁকে চলে গেলাম পদ্মা গার্ডেনের পাশে পদ্মা নদীর তীরে। নদীর পাড়ে বসে অনেকটা সময় কাটালাম। পদ্মার সৌন্দর্য আমাকে বারবার মোহিত করে।
পদ্মা নদী প্রথম দেখেছিলাম ২০১৬ সালে, ঢাকার কাছেই মৈনতঘাটে। সেই প্রথম দেখাতেই মুগ্ধ হয়েছিলাম।
নদী যে এতটা বিস্ময়কর হতে পারে, তা আগে কল্পনাও করিনি। যমুনার মতো বড় নদী দেখেছিলাম ঠিকই, কিন্তু মাওয়া ঘাট বা মৈনতঘাটে পদ্মার যে প্রস্থ, যে বিস্তার—তা অন্য সবকিছুকে ম্লান করে দেয়।
পদ্মা এখানে যেন এক অফুরান জলরাশি—নেই কোনো কূল, নেই কোনো প্রান্ত। যত দূর দৃষ্টি যায়, শুধু জল আর জল! মাঝনদীতে গেলে মনে হয়, যেন সমুদ্রের বুকে এসে পড়েছি। তীরের কোনো চিহ্ন নেই, শুধু দিগন্তজুড়ে সাদা কুয়াশার মতো জল আর তার বুক চিরে চলা নৌকা আর লঞ্চ।