30/07/2025
রান্নাঘরে সকালে ডুকার সময় পথমে সালাম দিয়ে পবেশ করবেন। তারপর ঘর ঝাড়ু দিবেন। কোনো কিছু চুলায় বসানোর সময় বিসমিল্লাহ বলে শুরু করবেন। কোন তরকারি, মাছ ধোয়ার সময় বিসমিল্লাহ বলবেন। আল্লাহ রহমত ঘরে পবেশ করবে।আর রাতের বেলা যখন আমরা ঘুমাতে যাই বাল্ব বন্ধ করে তখন জিন শয়তান রান্না ঘরে পবেশ করে। তাই কুরআনে আল্লাহ উল্লেখ করেছেন তোমরা ঘুম থেকে উঠার পর রান্না ঘরে পবেশ করে আগে সালাম দিয়ে কাজ শুরু করবে।