E-PRESS CLUB-Sylhet Division

E-PRESS CLUB-Sylhet Division E-PRESS CLUB IS AN INTERNATIONALLY REGISTERED JOURNALISTS' ORGANIZATION. GOV.UK- REG. NO.14283273

02/09/2025

ঢাকা ও খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর সাম্প্রতিক হামলা এবং খুলনায় একজন সাংবাদিককে নৃশংসভাবে হত্য...

08/08/2025

নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরে এক সাংবাদিককে নির্মমভাবে কুপিয়ে হত্যা এবং আরেক সাংবাদিককে রক্তাক্ত অবস্থায় হাসপাত.....

"সাংবাদিক নির্যাতন ও হত্যাকাণ্ড: দায়হীন নিন্দা-প্রতিবাদের সংস্কৃতি ও সংগঠনগুলোর প্রশ্নবিদ্ধ ভূমিকা"বাংলাদেশে সাংবাদিকরা ...
07/08/2025

"সাংবাদিক নির্যাতন ও হত্যাকাণ্ড: দায়হীন নিন্দা-
প্রতিবাদের সংস্কৃতি ও সংগঠনগুলোর প্রশ্নবিদ্ধ ভূমিকা"

বাংলাদেশে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ক্রমাগত নির্যাতনের শিকার হচ্ছেন—কারও কারও ভাগ্যে জুটেছে প্রাণ হারানোর নির্মম পরিণতিও। অথচ এসব ঘটনায় সাংবাদিক সংগঠনগুলোর এবং মানবাধিকার সংস্থাগুলোর ভূমিকা দিনে দিনে আরও প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে।

সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং হামলার পর বিচার দাবিতে সোচ্চার হওয়া যেসব সংগঠনের নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব—তাদের অনেকেই আজ মুখে প্রতিবাদ করে, ফেসবুকে পোস্ট দিয়ে দায় এড়িয়ে যাচ্ছেন। বিবৃতি নির্ভর এই প্রতিবাদ আন্দোলন কার্যত 'নিন্দার আনুষ্ঠানিকতা'তে পরিণত হয়েছে।

ফেসবুক কেন্দ্রিক প্রতিবাদ: দায়সারা আচরণঃ

সাম্প্রতিক বছরগুলোতে দেখা যাচ্ছে, কোনো সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটলেই বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা দ্রুত ফেসবুকে "তীব্র নিন্দা ও প্রতিবাদ" জানিয়ে স্ট্যাটাস দেন, কিন্তু বাস্তব কোনো আন্দোলন, অনুসন্ধান, বা আইনি সহায়তা দিতে তেমন একটা দেখা যায় না। যেন প্রতিবাদের দায়িত্ব কেবল মাত্র ভার্চুয়াল মাধ্যমে 'সম্পন্ন' করা হচ্ছে।

এধরনের আচরণ সাংবাদিকতার নৈতিকতা ও পেশাদারিত্বের বিরুদ্ধে যায়। একটি পেশাদার সংগঠনের প্রধানের ভূমিকা শুধু ফেসবুক স্ট্যাটাস দেওয়াতে সীমাবদ্ধ থাকলে, প্রশ্ন উঠবে সংগঠনের কার্যকারিতা নিয়েই।

মানবাধিকার সংস্থার নীরবতাঃ

বেসরকারি মানবাধিকার সংস্থাগুলোর ভূমিকা নিয়েও অসন্তোষ বাড়ছে। সাংবাদিক নির্যাতনের ঘটনা যখন ঘটে, তখন কিছু সংস্থা গৎবাঁধা বিবৃতি দেয়, তারপর তাদেরও আর দেখা যায় না। অথচ মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে গুরুতর উদাহরণগুলোর একটি হলো মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত—যা সাংবাদিকদের ওপর হামলা বা হয়রানির মধ্য দিয়ে স্পষ্টভাবে প্রতিফলিত হয়।

এই ধরনের ঘটনায় সংস্থাগুলোর নিষ্ক্রিয়তা জনমনে প্রশ্ন তোলে—তাদের মানবাধিকারের মাপকাঠি কি নির্বাচিত ও সুবিধাভিত্তিক? নাকি সাংবাদিকদের অধিকার রক্ষায় তারা আদৌ আগ্রহী নয়?

মানবাধিকার সংগঠনগুলোর এ ধরনের পক্ষপাতদুষ্ট অবস্থান শুধু গণমাধ্যমকর্মীদের জন্য হতাশাজনক নয়, বরং পুরো মানবাধিকার আন্দোলনকেই দুর্বল করে দেয়। এভাবে চলতে থাকলে মানুষ বিশ্বাস হারাবে—এবং যখন একজন সাংবাদিক প্রাণ হারাবে, তখন তা আর শুধু একজনের মৃত্যু থাকবে না, সেটি হবে সমাজের বাক-স্বাধীনতার একটি কোণা ছিন্ন হওয়ার ঘটনা।

রাজনৈতিক বিভাজনে সাংবাদিক সংগঠনগুলোর অকার্যকারিতাঃ

সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে যে রাজনৈতিক বিভাজন রয়েছে, তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। একই ঘটনার পর এক অংশ প্রতিবাদ করে, অন্য অংশ তা এড়িয়ে যায়—বা কখনো কখনো উল্টো অবস্থান নেয়।

এই অভ্যন্তরীণ বিভাজনের ফলে সাংবাদিকদের স্বার্থ রক্ষা নয়, বরং নিজেদের অবস্থান ও পরিচয় টিকিয়ে রাখাই যেন হয়ে উঠেছে সংগঠনগুলোর মুখ্য উদ্দেশ্য। ফলে সাংবাদিকদের ওপর বারবার আক্রমণ হলেও, তার কোনো জবাবদিহি নিশ্চিত হয় না।

এই পরিস্থিতি সাংবাদিক সমাজের জন্য চরম হতাশাজনক। সংগঠনগুলো যদি রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে এক হয়ে না দাঁড়ায়, তবে সাংবাদিক নির্যাতনের অবসান আসবে না—বরং তা আরও বৈধতা পাবে।

বিচারহীনতার সংস্কৃতি ও রাষ্ট্রীয় দায়ঃ

অধিকাংশ সাংবাদিক নির্যাতনের ঘটনায় সুষ্ঠু তদন্ত বা বিচার হয় না। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা—কখনো কখনো তারা বরং আরও ক্ষমতাবান হয়ে উঠে।

এই বিচারহীনতা হামলাকারীদের সাহসী করে তোলে। তারা জানে, ‘কিছু হবে না’। আর সংগঠনগুলো যদি কেবল বিবৃতি দিয়ে দায় শেষ করে, তাহলে এই পরিবেশ কখনো বদলাবে না।

রাষ্ট্রের দায়িত্বও এখানে অস্বীকারযোগ্য নয়। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, হামলার ঘটনার তদন্ত করা, ও বিচার নিশ্চিত করাও রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু দেখা যায়, রাষ্ট্র অনেক সময় নিরব থাকে কিংবা মিথ্যা মামলা বা হয়রানির মাধ্যমে উল্টো সাংবাদিকদেরই কোণঠাসা করে তোলে।

করণীয়ঃ

বর্তমান বাস্তবতায় কেবল নিন্দা নয়, চাই প্রতিষ্ঠানগত প্রতিরোধ ও বাস্তব পদক্ষেপ।
১. সাংবাদিক সংগঠনগুলোকে নিজেদের ভেতরের বিভাজন দূর করে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।
২. নির্যাতিত সাংবাদিক বা পরিবারকে অর্থনৈতিক, আইনি ও মানসিক সহায়তা দিতে একটি নির্ভরযোগ্য তহবিল গঠন করা জরুরি।
৩. মানবাধিকার সংস্থাগুলোকে মুখস্ত বিবৃতির বদলে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
৪. প্রতিটি হামলার ঘটনার পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান ও সঠিক তথ্য-উপাত্ত নিয়ে রাষ্ট্রকে চাপ সৃষ্টি করতে হবে, যেন বিচার হয়।
৫. আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ও মানবাধিকার সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে বাংলাদেশের বাস্তবতা তুলে ধরা দরকার।

সাংবাদিকদের ওপর প্রতিনিয়ত হামলা হচ্ছে, তাদের কণ্ঠ রোধ করার চেষ্টা চলছে—এটা নিছক পেশাগত সমস্যা নয়, এটা একটি রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোর ওপর সরাসরি আঘাত।

এই আঘাত প্রতিবারই যদি বিবৃতি ও ফেসবুক পোস্টে শেষ হয়ে যায়, তাহলে প্রশ্ন উঠবেই—সাংবাদিক সংগঠনগুলো আর কিসের জন্য?

এখন সময় এসেছে মুখস্থ প্রতিবাদের এই সংস্কৃতি থেকে বের হয়ে বাস্তব, সংগঠিত ও সাহসী পদক্ষেপ নেওয়ার। তা না হলে সাংবাদিকদের পাশাপাশি হারিয়ে যাবে সমাজের বিবেক, তথ্যের স্বাধীনতা এবং জনগণের জানার অধিকার।

06/08/2025

নিজস্ব প্রতিবেদকঃ ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৫’ উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছ.....

"শোকবার্তা"আমরা গভীর শোক ও বেদনার সঙ্গে জানাচ্ছি যে অনুসন্ধানী সাংবাদিকতার পথিকৃৎ ও আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক...
30/07/2025

"শোকবার্তা"

আমরা গভীর শোক ও বেদনার সঙ্গে জানাচ্ছি যে অনুসন্ধানী সাংবাদিকতার পথিকৃৎ ও আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের সম্মানিত সদস্য সাইদুর রহমান রিমন আর আমাদের মাঝে নেই।

ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন

সাংবাদিকতা জগতে সাইদুর রহমান রিমন ছিলেন সত্যনিষ্ঠ, নির্ভীক ও আপসহীন এক ব্যক্তিত্ব। দুর্নীতি, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে কলম চালাতে তিনি কখনো দ্বিধা করেননি। সাংবাদিকতার আদর্শ ও নৈতিকতার প্রতি তাঁর অঙ্গীকার আমাদের জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব পরিবার এই শোকগাথা মুহূর্তে তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করছে।

সাইদুর রহমান রিমন–আপনার অবদান, আদর্শ ও সাহসী পথচলা আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।

কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি
আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব।

"উত্তরা বিমান দুর্ঘটনা প্রসঙ্গে গণমাধ্যমের ভূমিকা ও  তথ্যপ্রবাহে স্বচ্ছতা নিশ্চিতকরণে আহ্বান"সম্প্রতি ঢাকার উত্তরা এলাকা...
22/07/2025

"উত্তরা বিমান দুর্ঘটনা প্রসঙ্গে গণমাধ্যমের ভূমিকা ও তথ্যপ্রবাহে স্বচ্ছতা নিশ্চিতকরণে আহ্বান"

সম্প্রতি ঢাকার উত্তরা এলাকায়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে। আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা করছি। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমাদের আন্তরিক সহানুভূতি জ্ঞাপন করছি।

দুঃখজনকভাবে লক্ষ্য করা যাচ্ছে যে, দুর্ঘটনার পরবর্তী সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত তথ্যসমূহ অনেকাংশেই বিভ্রান্তিকর, অসম্পূর্ণ এবং পরস্পরবিরোধী। হতাহতের প্রকৃত সংখ্যা, উদ্ধার তৎপরতার অগ্রগতি এবং তদন্ত-সংক্রান্ত তথ্যাবলির ক্ষেত্রে এখনো পর্যন্ত একটি সুসংহত ও নির্ভরযোগ্য চিত্র জনগণের সামনে উপস্থাপিত হয়নি। এর ফলে জনমনে বিভ্রান্তি, উদ্বেগ ও গুজবের আশঙ্কা বেড়ে যাচ্ছে।

এই প্রেক্ষাপটে ই-প্রেস ক্লাব নিম্নোক্ত বার্তাগুলো জোরালোভাবে উপস্থাপন করছেঃ

১. পেশাদার সাংবাদিকদের প্রতি আহ্বানঃ

সাংবাদিকতার নৈতিকতা বজায় রেখে তথ্য সংগ্রহ ও প্রচারে সর্বোচ্চ সততা, নিরপেক্ষতা এবং মানবিক সংবেদনশীলতা অবলম্বন করুন। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রকাশ করা থেকে বিরত থাকুন। গণমাধ্যমের প্রথম ও প্রধান দায়িত্ব—জনগণকে সত্য ও নির্ভরযোগ্য তথ্য জানানো।

২. সরকারের প্রতি অনুরোধঃ

দুর্ঘটনাসংশ্লিষ্ট যেসব তথ্য রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন, সেগুলোর নিরপেক্ষ, পূর্ণাঙ্গ এবং সময়োপযোগী প্রকাশ নিশ্চিত করুন। তথ্য গোপন রাখা কিংবা নিয়ন্ত্রিত তথ্য পরিবেশন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী।

৩. সেন্সরশিপ প্রসঙ্গে উদ্বেগঃ

ই-প্রেস ক্লাব গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, কিছু গুরুত্বপূর্ণ সংবাদ প্রচারে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। কিছু গণমাধ্যমে নিয়ন্ত্রণমূলক হস্তক্ষেপের স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা সংবাদপত্রের স্বাধীনতা ও তথ্যপ্রবাহে সেন্সরশিপের শঙ্কা তৈরি করছে। আমরা এ বিষয়ে অবিলম্বে স্বচ্ছ ব্যাখ্যা এবং যথাযথ পদক্ষেপ প্রত্যাশা করি।

একটি জাতীয় শোকাবহ ঘটনার প্রকৃত চিত্র জনসমক্ষে তুলে ধরা—রাষ্ট্র ও গণমাধ্যম উভয়ের যৌথ দায়িত্ব। ই-প্রেস ক্লাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, তথ্য গোপনের নয়, বরং সত্য প্রকাশের মধ্যেই সাংবাদিকতার প্রকৃত শ্রেষ্ঠত্ব নিহিত।

কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি
আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব।
ইমেইলঃ [email protected]
হেল্প লাইনঃ 09696613088
www.epressclub.com.bd

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় পুরো জাতি গভীর শোকাহত।আমরা নিহতদের...
21/07/2025

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় পুরো জাতি গভীর শোকাহত।

আমরা নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

মহান আল্লাহ শোকসন্তপ্ত পরিবারগুলোকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।
--------------------------------------------------------------------------
The entire nation is deeply saddened by the recent tragic plane crash at Milestone School and College in Uttara.

We pray for the forgiveness of the departed souls and wish a speedy recovery for the injured.

May Allah grant strength and patience to the bereaved families during this difficult time.

পবিত্র আশুরা উপলক্ষে আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব বিশ্ব মুসলিম উম্মাহ, সাংবাদিক সমাজ এবং শান্তিকামী সর্বস্তর...
06/07/2025

পবিত্র আশুরা উপলক্ষে আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব বিশ্ব মুসলিম উম্মাহ, সাংবাদিক সমাজ এবং শান্তিকামী সর্বস্তরের মানুষের প্রতি জানায় আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

কারবালার প্রান্তরে ইমাম হোসেন (রাঃ) ও তাঁর পরিবারবর্গের শাহাদাত ন্যায়, সত্য ও মানবিক মূল্যবোধের চিরন্তন প্রতীক। পবিত্র আশুরা আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, সত্যের পক্ষে অবস্থান এবং নৈতিকতা প্রতিষ্ঠার অনুপ্রেরণা জোগায়।

সাংবাদিক সমাজ হিসেবে আমাদের কর্তব্য—সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের মাধ্যমে সমাজে ন্যায় ও মানবতা প্রতিষ্ঠায় অবিচল থাকা। ই-প্রেস ক্লাব বিশ্বাস করে, আশুরার চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাংবাদিকগণ শান্তি, সহনশীলতা ও সত্যের পথে দৃঢ় ভূমিকা পালন করবেন।

এই মহিমান্বিত দিনে আমরা ইমাম হোসেন (রাঃ)–এর আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং তাঁর আদর্শ অনুসরণে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করি।

"পবিত্র আশুরা মোবারক"

আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব।

05/07/2025

নিজস্ব প্রতিবেদকঃ গত ১৫ বছরের সাংবাদিকতা কার্যক্রম জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ...

14/06/2025

ডেক্স রিপোর্ট বিগত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত, দেশ-বিদেশে পলাতক এব.....

Address

Sylhet
3100

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when E-PRESS CLUB-Sylhet Division posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category