Zubia

Zubia Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Zubia, Digital creator, Sylhet.
(4)

(আসসালামু আলাইকুম)

বাংলাদেশ ক্রিকেট এবং বিশ্ব ক্রিকেটের সমস্ত তথ্য পেতে আমাদের পেজটি ফলো করে পাশে থাকুন।🙏💖

Business & Promotion -
[email protected]

জাহানারা আলম সাংবাদিক রিয়াসাদ আজিমকে লোমহর্ষক সেক্সুয়াল হ্যারেসমেন্টের বিবৃতি দেওয়ার ঠিক দুইদিন আগে অধিনায়ক নিগার সুলতান...
08/11/2025

জাহানারা আলম সাংবাদিক রিয়াসাদ আজিমকে লোমহর্ষক সেক্সুয়াল হ্যারেসমেন্টের বিবৃতি দেওয়ার ঠিক দুইদিন আগে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির উপর অভিযোগ এনেছিলেন যে, তিনি ড্রেসিং রুমে জুনিয়দের শারীরিক নির্যাতন করেন। কিন্তু বিসিবি কর্তৃপক্ষ সেটি খতিয়ে না দেখে ডিরেক্ট নাকোচ করে দেয়।

এদিকে জাহানারা আলমের ইন্টারভিউয়ের পর দেশের শ্রেষ্ঠ স্পোর্টস পারসন থেকে উপদেষ্টামন্ডলী ও সর্বস্তরের জনগণ এটির নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার চেয়েছে। অন্যান্য যেসব মেয়েরা ভুক্তভোগীর শিকার হয়েছে তাদেরকে সাহসীকতার সহিত সত্য প্রকাশ করতে অনুরোধ করেছেন তামিম ইকবাল। তিনি জানিয়েছেন মেয়েদের যেকোনো বিপদ ও প্রতিকূল পরিবেশে তিনি তাদের পাশে থাকবেন। এছাড়া তামিম ইকবাল ও সাবেক ফুটবলার আমিনুল ইসলাম রাষ্ট্রীয় নিরপেক্ষ তদন্ত করার জন্য সুপারিশ করেছেন। কেননা বিসিবি এটির সুষ্ঠু তদন্ত করতে পারবে কিনা তাদের সন্দেহ রয়েছে।

তামিম ইকবালের পোস্টের পর অন্য আরেক নারী ক্রিকেটার রুমানা আহমেদ প্রকাশ করেছেন যে, “অনেক নারী ক্রিকেটার সত্য প্রকাশ করতে চায় কিন্তু নিগার সুলতানা জ্যোতির জন্য পারছেনা। সেই এই সব। তার উপর দিয়ে কোনো নারী ক্রিকেটার সত্য প্রকাশ করবেনা।” রুমানা আহমেদের এমন মন্তব্যের পর সন্দেহ জেগেছে, তাহলে কি জ্যোতিই আসল মাস্টারমাইন্ড? সুষ্ঠু তদন্ত হলে বাকি সত্যতা জানা যাবে।

l

একসময় মোহাম্মদ রফিক ছিলেন বাংলাদেশ ক্রিকেটের আবেগ। সাকিব আল হাসান পূর্ববর্তী সময় একমাত্র তিনিই অলরাউন্ডিং পারফরম্যান্স ক...
07/11/2025

একসময় মোহাম্মদ রফিক ছিলেন বাংলাদেশ ক্রিকেটের আবেগ। সাকিব আল হাসান পূর্ববর্তী সময় একমাত্র তিনিই অলরাউন্ডিং পারফরম্যান্স করতেন। তিনি শুধু ভালো ক্রিকেটার নন, তিনি পজিটিভ মাইন্ডের উচ্চতর ব্যাক্তিত্ব সম্পন্ন একজন মানুষ। যাকে অনুকরণ করা যায়, যাকে আদর্শ হিসেবে সকলের কাছে প্রদর্শন করা যায়। অথচ এমন একজন ক্রিকেটার বিসিবির কোনো দায়িত্বে রাখা হয়নি। বিভিন্ন সময় তাকে আশা দিয়েও দায়িত্বে দেওয়া হয়নি।

কিন্তু অপরদিকে চরিত্রহীন মঞ্জুরুল ইসলামের মতো সাবেকরা ঠিকই বিসিবিতে বছরের পর বছর দায়িত্ব পালন করছেন। ২০০১ সালের দিকে নতুন দলে সুযোগ পাওয়া তরুণ তুর্কি মাশরাফি বিন মুর্তজাকে দিয়ে আন্ডারপ্যান্ট পরিষ্কার করাতেন। এবার জাহানারা আলম প্রকাশ করলেন তার লোমহর্ষক চরিত্রহীনতার ঘটনা। বিসিবি জানে সব কিছুই, তারপরেও এদের মতো সিন্ডিকেট মাইন্ডেড ব্যাক্তিদের কদর করে। মূল্য পায়না ভালো ব্যাক্তিত্বের মানুষ গুলো। এদেশে একটি প্রচলিত উক্তি আছে “এদেশে ভালো মানুষের মূল্য নেই”। এই উক্তিটি মোহাম্মদ রফিকের সাদৃশ্য ও বাস্তবতার কঠিনতম রূপ বর্ণনা করে।


দল ঘোচাতে শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস কি প্লেন করছে সেটা জানিনা। তবে তারা ইতিমধ্যেই দুজনকে ডিরেক্ট কন্ট্রাকে সাইন করি...
07/11/2025

দল ঘোচাতে শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস কি প্লেন করছে সেটা জানিনা। তবে তারা ইতিমধ্যেই দুজনকে ডিরেক্ট কন্ট্রাকে সাইন করিয়েছে। এর মধ্যে সাইফ হাসানের সাইনিংটা এবারের বিপিএলের সেরা সাইনিং। শাকিব খান যদি গতবারের ন্যায় এবারো মুস্তাফিজুর রহমান, তানজিদ তামিম ও সাব্বির রহমানকে টিমে ধরে রাখে, তাহলে এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালস আনবিটেবল টিমে পরিণত হবে।

মুস্তাফিজুর রহমান টি টোয়েন্টিতে বিশ্বের সেরা পেসারদের একজন, তার মান সব জায়গাতেই রয়েছে। পাশাপাশি তানজিদ তামিমকে সাইন করিয়ে ফেললে সাইফ হাসানের সঙ্গে জুটি বেধেঁ শক্তিশালী ওপেনিং শুরু হবে। সাব্বির রহমানকে সাইনিং করালে মিডল অর্ডারে আরো ডেপথ বাড়বে। সেই সাথে সাব্বির রহমানের আলাদা ফ্যানবেজের একটি ক্রেজ পাবে ঢাকা ক্যাপিটালস।

শাকিব খান হয়তো এবারের বিপিএলের শিরোপা উঁচিয়ে ধরতে চাইবেন, তাই তিনি ইতিমধ্যেই নটিচেবল সাইনিং করছেন। তিনি এই তিনজনকে ধরে রাখলে কাপ জিতার আরো দ্বারপ্রান্তে চলে যাবেন।




টাইগার ওপেনার সাইফ হাসান সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়ে ঢাকা ক্যাপিট্যালসের প্রথম চমক!🚨কেমন হলো সাইনিংটি...??
07/11/2025

টাইগার ওপেনার সাইফ হাসান সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়ে ঢাকা ক্যাপিট্যালসের প্রথম চমক!🚨

কেমন হলো সাইনিংটি...??


রংপুরের প্রথম বিদেশী সাইনিং পাকিস্তানী অলরাউন্ডার খুশদিল শাহ..🚨   |         |
07/11/2025

রংপুরের প্রথম বিদেশী সাইনিং পাকিস্তানী অলরাউন্ডার খুশদিল শাহ..🚨

|
|

হংকং সিক্সেসে শ্রীলঙ্কার বিপক্ষে চোখ ধাঁধানো বোলিং করে প্লেয়ার অফ দ্য ম্যাচ ট্রফি হাতে মোসাদ্দেক!নিজেদের প্রথম ম্যাচ বৃষ...
07/11/2025

হংকং সিক্সেসে শ্রীলঙ্কার বিপক্ষে চোখ ধাঁধানো বোলিং করে প্লেয়ার অফ দ্য ম্যাচ ট্রফি হাতে মোসাদ্দেক!

নিজেদের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলেও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা কে ১৪ রানে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ । পাঁচ ওভারের এই ম্যাচে বাংলাদেশ আগে ব্যাটিং করে ৭৫ রান সংগ্রহ করে। জবাবে শ্রীলঙ্কা থামে ৬১ রানে।
যেখানে দুর্দান্ত বোলিংয়ে দুই ওভারে মাত্র ২০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মোসাদ্দেক হোসেন সৈকত 🌟


আসন্ন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন সাব্বির রহমান!
07/11/2025

আসন্ন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন সাব্বির রহমান!


সরাসরি চুক্তিতে তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস...
06/11/2025

সরাসরি চুক্তিতে তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস...

🚨সরাসরি চুক্তিতে মেহেদী হাসান মিরাজকে দলে ভিড়িয়েছে বিপিএলের নতুন দল সিলেট টাইটান্স!!
06/11/2025

🚨সরাসরি চুক্তিতে মেহেদী হাসান মিরাজকে দলে ভিড়িয়েছে বিপিএলের নতুন দল সিলেট টাইটান্স!!


🚨বিপিএলে দল কনফার্ম হয়েই চমক দেখাচ্ছেন রাজশাহী!এবার নতুন করে তানজিদ হাসান তামিমকে দলে ভিড়িয়েছে রাজশাহী। এর আগে পাকিস্তান...
06/11/2025

🚨বিপিএলে দল কনফার্ম হয়েই চমক দেখাচ্ছেন রাজশাহী!

এবার নতুন করে তানজিদ হাসান তামিমকে দলে ভিড়িয়েছে রাজশাহী। এর আগে পাকিস্তানের তরুণ ব্যাটার শাহিবজাদা ফারহানকে দলে নিয়েছে।


 আজকের এই দিনে ঠিক দুই বছর আগে আঙ্গুলে ব্যাথা,পুরো একটা দেশের (শ্রীলংকার) বিপক্ষে টাইম-আউট করে ভিলেন হওয়া।  শ্রীলঙ্কার স...
06/11/2025


আজকের এই দিনে ঠিক দুই বছর আগে আঙ্গুলে ব্যাথা,পুরো একটা দেশের (শ্রীলংকার) বিপক্ষে টাইম-আউট করে ভিলেন হওয়া। শ্রীলঙ্কার সাথে নাটকীয় ম্যাচে বোলিং গুরুত্বপূর্ণ ২ উইকেট এবং ব্যাটিং ৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরা হয়ে ছিলেন সাকিব আল হাসান যার ফলে বাংলাদেশ ক্রিকেট দল সুযোগ পেয়েছিলো ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার।🙏



বতর্মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রায় ১৩শ ৯৮ কোটি ৫৭ লাখ ৭২ হাজার ৫৯১ টাকার মালিক!!
05/11/2025

বতর্মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রায় ১৩শ ৯৮ কোটি ৫৭ লাখ ৭২ হাজার ৫৯১ টাকার মালিক!!


Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Zubia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zubia:

Share