08/11/2025
জাহানারা আলম সাংবাদিক রিয়াসাদ আজিমকে লোমহর্ষক সেক্সুয়াল হ্যারেসমেন্টের বিবৃতি দেওয়ার ঠিক দুইদিন আগে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির উপর অভিযোগ এনেছিলেন যে, তিনি ড্রেসিং রুমে জুনিয়দের শারীরিক নির্যাতন করেন। কিন্তু বিসিবি কর্তৃপক্ষ সেটি খতিয়ে না দেখে ডিরেক্ট নাকোচ করে দেয়।
এদিকে জাহানারা আলমের ইন্টারভিউয়ের পর দেশের শ্রেষ্ঠ স্পোর্টস পারসন থেকে উপদেষ্টামন্ডলী ও সর্বস্তরের জনগণ এটির নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার চেয়েছে। অন্যান্য যেসব মেয়েরা ভুক্তভোগীর শিকার হয়েছে তাদেরকে সাহসীকতার সহিত সত্য প্রকাশ করতে অনুরোধ করেছেন তামিম ইকবাল। তিনি জানিয়েছেন মেয়েদের যেকোনো বিপদ ও প্রতিকূল পরিবেশে তিনি তাদের পাশে থাকবেন। এছাড়া তামিম ইকবাল ও সাবেক ফুটবলার আমিনুল ইসলাম রাষ্ট্রীয় নিরপেক্ষ তদন্ত করার জন্য সুপারিশ করেছেন। কেননা বিসিবি এটির সুষ্ঠু তদন্ত করতে পারবে কিনা তাদের সন্দেহ রয়েছে।
তামিম ইকবালের পোস্টের পর অন্য আরেক নারী ক্রিকেটার রুমানা আহমেদ প্রকাশ করেছেন যে, “অনেক নারী ক্রিকেটার সত্য প্রকাশ করতে চায় কিন্তু নিগার সুলতানা জ্যোতির জন্য পারছেনা। সেই এই সব। তার উপর দিয়ে কোনো নারী ক্রিকেটার সত্য প্রকাশ করবেনা।” রুমানা আহমেদের এমন মন্তব্যের পর সন্দেহ জেগেছে, তাহলে কি জ্যোতিই আসল মাস্টারমাইন্ড? সুষ্ঠু তদন্ত হলে বাকি সত্যতা জানা যাবে।
l